
বিশ্ববাজারে চাল ও গমের দাম কমেছে। এশিয়ার বাজারে চাহিদার চেয়ে চালের সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। আর যুক্তরাষ্ট্র ও রাশিয়ায় ভালো ফলনের কারণে টানা তৃতীয় মাসের মতো গমের দাম কমেছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বলছে, যুক্তরাষ্ট্র ছাড়া এশিয়ার সবগুলো দেশের চালের ক্রয়াদেশ কমেছে। এ কারণে চালের দামের সাধারণ সূচক ১ দশমিক ৭ শতাংশ কমে ১৩৮ দশমিক ১ পয়েন্টে নেমেছে।
খাদ্যমূল্য নিয়ে এফএওর হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, এশিয়ার প্রধান রপ্তানিকারকেরা মার্চজুড়েই ইনডিকা জাতের চালের দাম কমিয়ে ধরেছে। চাল উৎপাদনকারী প্রধান প্রধান দেশ ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড ও পাকিস্তানে সরবরাহ বেশি হওয়ায় দাম পড়েছে।
সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ভিয়েতনামে। দেশটিতে রপ্তানির জন্য চালের দাম ফেব্রুয়ারির চেয়ে ৫ শতাংশ কমিয়ে প্রস্তাব করা হয়েছে। ভরা মৌসুমের চাল উৎপাদন ও মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা ডং দুর্বল হওয়ায় এমনটি ঘটেছে বলে এফএও বলেছে।
তাছাড়া রপ্তানি আদেশ উল্লেখযোগ্য হারে কমায় থাইল্যান্ড ও পাকিস্তানেও চালের দাম কিছুটা কমেছে। চালের বাজার চাঙা আছে শুধু যুক্তরাষ্ট্রে।
প্রতিবেদনের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ভিয়েতনামের চালের (২৫ শতাংশ ভাঙা) দাম এক মাসে ৪ দশমিক ৭ শতাংশ কমে টনপ্রতি ৫৪৫ দশমিক ৬০ ডলারে নেমেছে। একই ধরনের পাকিস্তানি চালের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে টনপ্রতি ৫৩৩ দশমিক ৮০ ডলারে নেমেছে।
আর থাইল্যান্ডের চালের (থাই হান্ড্রেড পার্সেন্ট বি) দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ৬৩০ ডলারে নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের চালের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৭৯২ দশমিক ৫০ ডলারে উঠেছে।
এফএওর প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার গমের দাম কমেছে সবচেয়ে বেশি। ফেব্রুয়ারির তুলনায় মার্চে দাম ৮ দশমিক ৯ শতাংশ কমে টনপ্রতি গম ২০২ দশমিক ৭৫ ডলারে বিক্রি হয়।
এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে গমের দাম ৫ দশমিক ৩ শতাংশ ও ১ দশমিক ৪ শতাংশ কমে যথাক্রমে ২১৩ দশমিক ৮৬ ও ২৭৪ দশমিক ৩৫ ডলারে বিক্রি হয়।

বিশ্ববাজারে চাল ও গমের দাম কমেছে। এশিয়ার বাজারে চাহিদার চেয়ে চালের সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। আর যুক্তরাষ্ট্র ও রাশিয়ায় ভালো ফলনের কারণে টানা তৃতীয় মাসের মতো গমের দাম কমেছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বলছে, যুক্তরাষ্ট্র ছাড়া এশিয়ার সবগুলো দেশের চালের ক্রয়াদেশ কমেছে। এ কারণে চালের দামের সাধারণ সূচক ১ দশমিক ৭ শতাংশ কমে ১৩৮ দশমিক ১ পয়েন্টে নেমেছে।
খাদ্যমূল্য নিয়ে এফএওর হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, এশিয়ার প্রধান রপ্তানিকারকেরা মার্চজুড়েই ইনডিকা জাতের চালের দাম কমিয়ে ধরেছে। চাল উৎপাদনকারী প্রধান প্রধান দেশ ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড ও পাকিস্তানে সরবরাহ বেশি হওয়ায় দাম পড়েছে।
সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ভিয়েতনামে। দেশটিতে রপ্তানির জন্য চালের দাম ফেব্রুয়ারির চেয়ে ৫ শতাংশ কমিয়ে প্রস্তাব করা হয়েছে। ভরা মৌসুমের চাল উৎপাদন ও মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা ডং দুর্বল হওয়ায় এমনটি ঘটেছে বলে এফএও বলেছে।
তাছাড়া রপ্তানি আদেশ উল্লেখযোগ্য হারে কমায় থাইল্যান্ড ও পাকিস্তানেও চালের দাম কিছুটা কমেছে। চালের বাজার চাঙা আছে শুধু যুক্তরাষ্ট্রে।
প্রতিবেদনের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ভিয়েতনামের চালের (২৫ শতাংশ ভাঙা) দাম এক মাসে ৪ দশমিক ৭ শতাংশ কমে টনপ্রতি ৫৪৫ দশমিক ৬০ ডলারে নেমেছে। একই ধরনের পাকিস্তানি চালের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে টনপ্রতি ৫৩৩ দশমিক ৮০ ডলারে নেমেছে।
আর থাইল্যান্ডের চালের (থাই হান্ড্রেড পার্সেন্ট বি) দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ৬৩০ ডলারে নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের চালের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৭৯২ দশমিক ৫০ ডলারে উঠেছে।
এফএওর প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার গমের দাম কমেছে সবচেয়ে বেশি। ফেব্রুয়ারির তুলনায় মার্চে দাম ৮ দশমিক ৯ শতাংশ কমে টনপ্রতি গম ২০২ দশমিক ৭৫ ডলারে বিক্রি হয়।
এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে গমের দাম ৫ দশমিক ৩ শতাংশ ও ১ দশমিক ৪ শতাংশ কমে যথাক্রমে ২১৩ দশমিক ৮৬ ও ২৭৪ দশমিক ৩৫ ডলারে বিক্রি হয়।

দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার যাত্রী পরিবহন ছিল আলোচিত ও বিতর্কিত এস আলম গ্রুপের অন্যতম বড় ব্যবসা। পুরোনো সেই তথ্যের সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি আর্থিক জটিলতা। গ্রুপটি সংকটে পড়ার ঠিক এক বছর আগে, আগের প্রায় ২০০টি বাসের সঙ্গে আরও ১৩৪টি বিলাসবহুল হিনো বাস নামানোর পরিকল্পনায় বড় অঙ্কের বিনিয়োগ...
১ ঘণ্টা আগে
শিল্প ও কর্মসংস্থানের আশায় দীর্ঘ ৩৮ বছর অপেক্ষার পর এখনো কার্যকর শিল্পাঞ্চলে রূপ পায়নি কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরী। কাগজ-কলমে একে প্রায় পূর্ণ শিল্পনগরী বলা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে নেই শিল্পের গতি ও বিনিয়োগবান্ধব পরিবেশ। অব্যবস্থাপনা, সেবার ঘাটতি আর প্রশাসনিক জটিলতায়...
১ ঘণ্টা আগে
ইরানকে ঘিরে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা ও তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ভেনেজুয়েলা থেকে অতিরিক্ত তেল বাজারে আসতে পারে এই সম্ভাবনাও দাম বাড়া ঠেকাতে পারেনি।
১ ঘণ্টা আগে
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী গতি দেখিয়েছে। স্থির মূল্যে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৫০ শতাংশে। এক বছর আগে, অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে এই প্রবৃদ্ধি ছিল মাত্র ২ দশমিক ৫৮ শতাংশ।
১ ঘণ্টা আগে