
নীতি সুদহার কমানো হবে না। বিদ্যমান ১০ শতাংশেই অপরিবর্তিত রেখেই বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বাড়ানোর আশা করছে বাংলাদেশ ব্যাংক। ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বেড়ে ৯ দশমিক ৮ শতাংশ হবে বলে প্রাক্বলন করা হয়েছে। ডিসেম্বরে প্রথমার্ধ শেষে ঋণ প্রবাহ কমে ৭ দশমিক ৩ শতাংশে নেমেছিল।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) জানুয়ারি-জুন সময়ের জন্য ঘোষিত নতুন মুদ্রানীতিতে সরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি কমে সাড়ে ১৭ শতাংশে নামার আশা করা হয়েছে।
মুদ্রানীতিতে ঋণ প্রবাহ নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রাক্বলনে বলা হয়, জুন শেষে সরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি কমে সাড়ে ১৭ শতাংশে নামবে, ডিসেম্বর শেষে ছিল ১৮ দশমিক ১ শতাংশ।
অন্যদিকে গত জুন শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি আড়াই শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ধরা হয়েছে ৯ দশমিক ৪ শতাংশ। গত ডিসেম্বর শেষে এই হার ছিল ৭ দশমিক ৩ শতাংশ।
সরকারি-বেসরকারি ঋণের প্রবৃদ্ধির নতুন লক্ষ্যমাত্রার ফলে সার্বিকভাবে অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি বাড়বে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। সে অনুযায়ী জুনে অর্থবছর শেষে অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধির সাড়ে ১১ শতাংশে উন্নীত হতে পারে বলে আশা করা হচ্ছে। এই হার ডিসেম্বর শেষে ৯ দশমিক ৪ শতাংশে আছে।
দেশে উচ্চ মূল্যস্ফীতি ভোগাচ্ছে দীর্ঘদিন ধরে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দুই বছরের বেশি সময় ধরে টানা সুদহার বাড়ানো হলেও নিয়ন্ত্রণ করা যায়নি। এর নেতিবাচক প্রভাব পড়েছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিতে। সর্বশেষ নীতি সুদহার বেড়ে ১০ শতাংশ করা হয়েছে। এতে গ্রাহক পর্যায়ে সুদহার বেড়ে এখন ১৫ শতাংশ ছাড়িয়েছে। সুদহার বেড়ে যাওয়ায় কমেছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি।
গত ডিসেম্বরে বেসরকারি খাতে ব্যাংক ঋণ প্রবৃদ্ধি কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন ৭ দশমিক ৩ শতাংশে নামে, যা ২০২১ সালের অক্টোবরের পর সর্বনিম্ন। এমন অবস্থায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ঋণের সুদহার আগের মত ৯ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেয় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে।
বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নিম্নমুখিতার কারণ ব্যাখ্যা করে মুদ্রানীতির প্রতিবেদনে বলা হয়, এর জন্য শুধুমাত্র নীতি সুদহার বৃদ্ধি এককভাবে দায়ী নয়। পাশাপাশি আমানতের প্রবৃদ্ধির ধীরগতি এবং বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের ঋণ নেওয়াও ভূমিকা রেখেছে। এর ফলে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে।
তবে শিগগির আমানতে প্রবৃদ্ধি এবং সরকারি ঋণ নেওয়া কমার তেমন সম্ভাবনা নেই। ২০২৫ সালের জুন শেষে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির ৯ দশমিক ৮ শতাংশ অর্জনের আশা শেষ পর্যন্ত বাস্তবের মুখ নাও দেখতে পারে।

নীতি সুদহার কমানো হবে না। বিদ্যমান ১০ শতাংশেই অপরিবর্তিত রেখেই বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বাড়ানোর আশা করছে বাংলাদেশ ব্যাংক। ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বেড়ে ৯ দশমিক ৮ শতাংশ হবে বলে প্রাক্বলন করা হয়েছে। ডিসেম্বরে প্রথমার্ধ শেষে ঋণ প্রবাহ কমে ৭ দশমিক ৩ শতাংশে নেমেছিল।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) জানুয়ারি-জুন সময়ের জন্য ঘোষিত নতুন মুদ্রানীতিতে সরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি কমে সাড়ে ১৭ শতাংশে নামার আশা করা হয়েছে।
মুদ্রানীতিতে ঋণ প্রবাহ নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রাক্বলনে বলা হয়, জুন শেষে সরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি কমে সাড়ে ১৭ শতাংশে নামবে, ডিসেম্বর শেষে ছিল ১৮ দশমিক ১ শতাংশ।
অন্যদিকে গত জুন শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি আড়াই শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ধরা হয়েছে ৯ দশমিক ৪ শতাংশ। গত ডিসেম্বর শেষে এই হার ছিল ৭ দশমিক ৩ শতাংশ।
সরকারি-বেসরকারি ঋণের প্রবৃদ্ধির নতুন লক্ষ্যমাত্রার ফলে সার্বিকভাবে অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি বাড়বে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। সে অনুযায়ী জুনে অর্থবছর শেষে অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধির সাড়ে ১১ শতাংশে উন্নীত হতে পারে বলে আশা করা হচ্ছে। এই হার ডিসেম্বর শেষে ৯ দশমিক ৪ শতাংশে আছে।
দেশে উচ্চ মূল্যস্ফীতি ভোগাচ্ছে দীর্ঘদিন ধরে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দুই বছরের বেশি সময় ধরে টানা সুদহার বাড়ানো হলেও নিয়ন্ত্রণ করা যায়নি। এর নেতিবাচক প্রভাব পড়েছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিতে। সর্বশেষ নীতি সুদহার বেড়ে ১০ শতাংশ করা হয়েছে। এতে গ্রাহক পর্যায়ে সুদহার বেড়ে এখন ১৫ শতাংশ ছাড়িয়েছে। সুদহার বেড়ে যাওয়ায় কমেছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি।
গত ডিসেম্বরে বেসরকারি খাতে ব্যাংক ঋণ প্রবৃদ্ধি কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন ৭ দশমিক ৩ শতাংশে নামে, যা ২০২১ সালের অক্টোবরের পর সর্বনিম্ন। এমন অবস্থায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ঋণের সুদহার আগের মত ৯ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেয় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে।
বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নিম্নমুখিতার কারণ ব্যাখ্যা করে মুদ্রানীতির প্রতিবেদনে বলা হয়, এর জন্য শুধুমাত্র নীতি সুদহার বৃদ্ধি এককভাবে দায়ী নয়। পাশাপাশি আমানতের প্রবৃদ্ধির ধীরগতি এবং বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের ঋণ নেওয়াও ভূমিকা রেখেছে। এর ফলে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে।
তবে শিগগির আমানতে প্রবৃদ্ধি এবং সরকারি ঋণ নেওয়া কমার তেমন সম্ভাবনা নেই। ২০২৫ সালের জুন শেষে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির ৯ দশমিক ৮ শতাংশ অর্জনের আশা শেষ পর্যন্ত বাস্তবের মুখ নাও দেখতে পারে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
২ ঘণ্টা আগে
চলতি বছর দেশের অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, এই ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার।
২ ঘণ্টা আগে