নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ থেকে

রমজান মাস সামনে রেখে বেনাপোল বন্দর দিয়ে বিভিন্ন ধরনের ফল, সবজি ও মাছজাতীয় পচনশীল খাদ্য আমদানি বেড়েছে। ২৪ ঘণ্টা কার্যক্রম সচল রাখার নির্দেশনা থাকলেও সন্ধ্যার পর এসব পণ্য খালাস করছে না কাস্টমস। এতে দ্রুত সময়ে পণ্য বাজারজাত করতে না পারায় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, বিষয়টি নিষ্পতির জন্য কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
রমজানের আর বাকি মাত্র কয়েক দিন। বিভিন্ন ধরনের ফল দিয়ে ইফতার করে থাকেন রোজাদারেরা। এতে রমজানে দেশে ফলের চাহিদা বেড়ে যায়। এ সময় সরবরাহ বাড়াতে আপেল, আঙুর, আনার, কমলা, টমেটো, মাছসহ বিভিন্ন ধরনের ফল আমদানি করেন ব্যবসায়ীরা, যার বড় অংশ আসে বেনাপোল বন্দর দিয়ে। দ্রুত পণ্য বাজারজাত ও রাজস্ব আয়ের গতি ফেরাতে বেনাপোল বন্দরে ২৪ ঘণ্টাই পণ্য খালাসের নির্দেশ রয়েছে। তবে কাস্টমস কর্তৃপক্ষ হঠাৎ গত এক সপ্তাহ ধরে পচনশীল এসব পণ্য সন্ধ্যা ৭টার পর বন্দর থেকে ছাড়ের অনুমতি দিচ্ছে না। এতে পণ্য চালান আটকে থেকে যেমন নষ্ট হচ্ছে, তেমনি খালাসে বিঘ্ন ঘটায় রাজস্ববঞ্চিত হচ্ছে সরকার।
ফল আমদানিকারক উজ্জ্বল বিশ্বাস জানান, এনবিআর কাস্টমস ও বন্দরের কার্যক্রম ২৪ ঘণ্টা চালুর নির্দেশ দিলেও মানছে না কাস্টমস। সন্ধ্যা ৭টার পর ফল, মাছ বা সবজিজাতীয় কোনো পণ্যের চালান তারা ছাড়ের অনুমতি দিচ্ছে না। বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান, কাস্টমস কর্মকর্তারা সন্ধ্যার পর ওজন পরিমাপ স্কেলে পচনশীল জাতীয় পণ্যের ওজন না করায় ব্যবসায়ীরা পণ্য খালাস করতে পারছেন না। তাঁদের দাবির মুখে বিষয়টি সমাধানে কাস্টমসকে অনুরোধ করা হয়েছে।
কাস্টমস স্কেলে দায়িত্বে থাকা সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলাম জানান, কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সন্ধ্যার পর কাঁচামাল খালাস বন্ধ আছে। তবে কী কারণে বন্ধ, তা নিয়ে মন্তব্য করতে চাননি তিনি।

রমজান মাস সামনে রেখে বেনাপোল বন্দর দিয়ে বিভিন্ন ধরনের ফল, সবজি ও মাছজাতীয় পচনশীল খাদ্য আমদানি বেড়েছে। ২৪ ঘণ্টা কার্যক্রম সচল রাখার নির্দেশনা থাকলেও সন্ধ্যার পর এসব পণ্য খালাস করছে না কাস্টমস। এতে দ্রুত সময়ে পণ্য বাজারজাত করতে না পারায় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, বিষয়টি নিষ্পতির জন্য কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
রমজানের আর বাকি মাত্র কয়েক দিন। বিভিন্ন ধরনের ফল দিয়ে ইফতার করে থাকেন রোজাদারেরা। এতে রমজানে দেশে ফলের চাহিদা বেড়ে যায়। এ সময় সরবরাহ বাড়াতে আপেল, আঙুর, আনার, কমলা, টমেটো, মাছসহ বিভিন্ন ধরনের ফল আমদানি করেন ব্যবসায়ীরা, যার বড় অংশ আসে বেনাপোল বন্দর দিয়ে। দ্রুত পণ্য বাজারজাত ও রাজস্ব আয়ের গতি ফেরাতে বেনাপোল বন্দরে ২৪ ঘণ্টাই পণ্য খালাসের নির্দেশ রয়েছে। তবে কাস্টমস কর্তৃপক্ষ হঠাৎ গত এক সপ্তাহ ধরে পচনশীল এসব পণ্য সন্ধ্যা ৭টার পর বন্দর থেকে ছাড়ের অনুমতি দিচ্ছে না। এতে পণ্য চালান আটকে থেকে যেমন নষ্ট হচ্ছে, তেমনি খালাসে বিঘ্ন ঘটায় রাজস্ববঞ্চিত হচ্ছে সরকার।
ফল আমদানিকারক উজ্জ্বল বিশ্বাস জানান, এনবিআর কাস্টমস ও বন্দরের কার্যক্রম ২৪ ঘণ্টা চালুর নির্দেশ দিলেও মানছে না কাস্টমস। সন্ধ্যা ৭টার পর ফল, মাছ বা সবজিজাতীয় কোনো পণ্যের চালান তারা ছাড়ের অনুমতি দিচ্ছে না। বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান, কাস্টমস কর্মকর্তারা সন্ধ্যার পর ওজন পরিমাপ স্কেলে পচনশীল জাতীয় পণ্যের ওজন না করায় ব্যবসায়ীরা পণ্য খালাস করতে পারছেন না। তাঁদের দাবির মুখে বিষয়টি সমাধানে কাস্টমসকে অনুরোধ করা হয়েছে।
কাস্টমস স্কেলে দায়িত্বে থাকা সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলাম জানান, কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সন্ধ্যার পর কাঁচামাল খালাস বন্ধ আছে। তবে কী কারণে বন্ধ, তা নিয়ে মন্তব্য করতে চাননি তিনি।

বৈঠকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে অচলাবস্থার কারণে চীন আন্তর্জাতিক বাজার থেকে ব্যাপক পরিমাণে পাইকারি এলপিজি কিনেছে। গত নভেম্বর-ডিসেম্বরে অসংখ্য জাহাজ কালোতালিকাভুক্ত করা হয়।
১ ঘণ্টা আগে
গতকাল বুধবার (১৪ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তিনজনকে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।
৬ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির হিসাব অনুযায়ী, এ বছর দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে। তবে সাময়িক এই মন্থরতার পর আগামী অর্থবছরে অর্থনীতি কিছুটা...
৮ ঘণ্টা আগে
দেশে চলমান এলপি গ্যাসের সরবরাহ সংকট কাটাতে এবার রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানির উদ্যোগ নিয়েছে। বিপিসির নিজস্ব সক্ষমতা না থাকায় এলপি...
১৫ ঘণ্টা আগে