নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অর্থনৈতিক মন্দা ও ডলারের সংকটে দেশের বৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় ঊর্ধ্বমুখী। চলতি বছরের জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে রাজস্ব আদায় হয়েছে ১৬ হাজার ৪৮৪.৬৭ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ১৫ হাজার ৩৮৪.৮৭ কোটি টাকা। চলতি অর্থবছরের জুলাই মাসে আমদানি কমলেও আগস্ট মাসে আবার বেড়েছে। এ বছরের জুলাই মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে চট্টগ্রাম কাস্টমসে ২ লাখ ৩ হাজার ৬০৭টি চালান আমদানি হয়। আগস্ট মাসে আমদানি হয় ২ লাখ ১৬ হাজার ৬৬২টি চালান।
কাস্টমস সূত্র জানায়, চলতি অর্থবছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে তার আগের অর্থবছরের চেয়ে ১ হাজার ৯৯ কোটি ৭৯ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় ২০২৩-২৪ সালের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭ দশমিক ১৫ শতাংশ। তবে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৮৬৬ কোটি টাকা।
চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার এই সময়েও কাস্টম হাউসের রাজস্ব আয়ে পজিটিভ গ্রোথ দেশের অর্থনীতির জন্য নিঃসন্দেহে ইতিবাচক খবর। চোরাচালান বন্ধ, জালিয়াতি রোধসহ শুল্ক ফাঁকি রোধে নানামুখী উদ্যোগের কারণে রাজস্ব আদায় বেড়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি পণ্য চালানে জালিয়াতি রোধে কাজ করছে অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) ইউনিট।

অর্থনৈতিক মন্দা ও ডলারের সংকটে দেশের বৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় ঊর্ধ্বমুখী। চলতি বছরের জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে রাজস্ব আদায় হয়েছে ১৬ হাজার ৪৮৪.৬৭ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ১৫ হাজার ৩৮৪.৮৭ কোটি টাকা। চলতি অর্থবছরের জুলাই মাসে আমদানি কমলেও আগস্ট মাসে আবার বেড়েছে। এ বছরের জুলাই মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে চট্টগ্রাম কাস্টমসে ২ লাখ ৩ হাজার ৬০৭টি চালান আমদানি হয়। আগস্ট মাসে আমদানি হয় ২ লাখ ১৬ হাজার ৬৬২টি চালান।
কাস্টমস সূত্র জানায়, চলতি অর্থবছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে তার আগের অর্থবছরের চেয়ে ১ হাজার ৯৯ কোটি ৭৯ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় ২০২৩-২৪ সালের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭ দশমিক ১৫ শতাংশ। তবে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৮৬৬ কোটি টাকা।
চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার এই সময়েও কাস্টম হাউসের রাজস্ব আয়ে পজিটিভ গ্রোথ দেশের অর্থনীতির জন্য নিঃসন্দেহে ইতিবাচক খবর। চোরাচালান বন্ধ, জালিয়াতি রোধসহ শুল্ক ফাঁকি রোধে নানামুখী উদ্যোগের কারণে রাজস্ব আদায় বেড়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি পণ্য চালানে জালিয়াতি রোধে কাজ করছে অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) ইউনিট।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
১১ ঘণ্টা আগে
চলতি বছর দেশের অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, এই ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার।
১১ ঘণ্টা আগে