নিজস্ব প্রতিবেদক

ঢাকা: প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে বেশি দামের সিগারেটের দাম বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলছেন, নিম্নআয়ের মানুষের কথা ভেবেই সস্তা সিগারেটের দাম বাড়ানো হয়নি। কারণ এতে সমাজে বিশৃঙ্খলা বাড়ার আশঙ্কা রয়েছে।
ইএফডি লটারি ড্র উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। আজ শনিবার এনবিআর মিলনায়তনে পঞ্চমবারের মতো ইএফডিএমস লটারির ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইস্যুকৃত চালানের মধ্যে ১০১ জন বিজয়ী হয়েছেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, সিগারেটের দাম কমলে বা বাড়লে এই নেশা বন্ধ করা যাবে, তা নয়। কম দামি সিগারেটের দাম বাড়িয়ে নিম্নআয়ের মানুষকে আর্থিক চাপে ফেললে সমাজে বিশৃঙ্খলা বাড়বে। তাঁরা নেশার টাকার জন্য পরিবারে, সমাজে অশান্তি করবেন। এটার জন্য সচেতনতা দরকার। কর বাড়ানোর ক্ষেত্রে সেই দিকটাও আমাদের খেয়াল রাখতে হয়েছে।
প্রস্তাবিত বাজেটে অনেক ক্ষেত্রেই কর কমানো হয়েছে। কিন্তু রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা একই রয়েছে। এটিকেই এনবিআরের চ্যালেঞ্জ উল্লেখ করে আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, আমাদের লক্ষ্য হলো, কর কমিয়ে করদাতার পরিমাণ বাড়ানো। কর কম হলে তা দিতে সহজ হবে এবং দেশকে এগিয়ে নিতে সবাই সাহায্য করবেন।
তিনি বলেন, আমাদের কমিটমেন্ট ছিল কর কমিয়ে এনে কর প্রদানকারী বাড়ানো এবং আমরা তা করেছি। ভোক্তা বা গ্রাহকেরা যেন ভ্যাট দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যান। খুচরা ব্যবসায়ীদেরও এই বিষয়ে উৎসাহ দিতে আমাদের অনেক প্রচারণা চালাতে হবে।
প্রস্তাবিত বাজেটে সিগারেটের নিম্নস্তরের ১০ শলাকার দাম ৩৯ টাকা ও তদূর্ধ্ব এবং সম্পূরক শুল্ক ৫৭ শতাংশ ধার্যের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া মধ্যম স্তরের ১০ শলাকার দাম ৬৩ টাকা ও তদূর্ধ্ব, উচ্চ স্তরের ১০ শলাকার দাম ১০২ টাকা ও তদূর্ধ্ব, অতি উচ্চ স্তরের ১০ শলাকার দাম ১৩৫ টাকা ও তদূর্ধ্ব এবং এই তিনটি স্তরের সম্পূরক শুল্ক ৬৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।
তবে স্থানীয় বিড়িশিল্পের ওপর বাড়তি চাপ না দিয়ে বাজেট প্রস্তাবে বলা হয়েছে, পূর্ববর্তী বছরের মতো যন্ত্রের সাহায্য চাড়া হাতে তৈরি ফিল্টার বিযুক্ত বিড়ির ২৫ শলাকার দাম ১৮ টাকা, ১২ শলাকার দাম ৯ টাকা ও ৮ শলাকার দাম ৬ টাকা এবং সম্পূরক শুল্ক ৩০ শতাংশ অব্যাহত রাখা হবে। ফিল্টার সংযুক্ত বিড়ির ২০ শলাকার দাম ১৯ টাকা ও ১০ শলাকার দাম ১০ টাকা এবং সম্পূরক শুল্ক ৪০ শতাংশ অব্যাহত রাখারও প্রস্তাব করা হয়েছে।

ঢাকা: প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে বেশি দামের সিগারেটের দাম বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলছেন, নিম্নআয়ের মানুষের কথা ভেবেই সস্তা সিগারেটের দাম বাড়ানো হয়নি। কারণ এতে সমাজে বিশৃঙ্খলা বাড়ার আশঙ্কা রয়েছে।
ইএফডি লটারি ড্র উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। আজ শনিবার এনবিআর মিলনায়তনে পঞ্চমবারের মতো ইএফডিএমস লটারির ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইস্যুকৃত চালানের মধ্যে ১০১ জন বিজয়ী হয়েছেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, সিগারেটের দাম কমলে বা বাড়লে এই নেশা বন্ধ করা যাবে, তা নয়। কম দামি সিগারেটের দাম বাড়িয়ে নিম্নআয়ের মানুষকে আর্থিক চাপে ফেললে সমাজে বিশৃঙ্খলা বাড়বে। তাঁরা নেশার টাকার জন্য পরিবারে, সমাজে অশান্তি করবেন। এটার জন্য সচেতনতা দরকার। কর বাড়ানোর ক্ষেত্রে সেই দিকটাও আমাদের খেয়াল রাখতে হয়েছে।
প্রস্তাবিত বাজেটে অনেক ক্ষেত্রেই কর কমানো হয়েছে। কিন্তু রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা একই রয়েছে। এটিকেই এনবিআরের চ্যালেঞ্জ উল্লেখ করে আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, আমাদের লক্ষ্য হলো, কর কমিয়ে করদাতার পরিমাণ বাড়ানো। কর কম হলে তা দিতে সহজ হবে এবং দেশকে এগিয়ে নিতে সবাই সাহায্য করবেন।
তিনি বলেন, আমাদের কমিটমেন্ট ছিল কর কমিয়ে এনে কর প্রদানকারী বাড়ানো এবং আমরা তা করেছি। ভোক্তা বা গ্রাহকেরা যেন ভ্যাট দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যান। খুচরা ব্যবসায়ীদেরও এই বিষয়ে উৎসাহ দিতে আমাদের অনেক প্রচারণা চালাতে হবে।
প্রস্তাবিত বাজেটে সিগারেটের নিম্নস্তরের ১০ শলাকার দাম ৩৯ টাকা ও তদূর্ধ্ব এবং সম্পূরক শুল্ক ৫৭ শতাংশ ধার্যের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া মধ্যম স্তরের ১০ শলাকার দাম ৬৩ টাকা ও তদূর্ধ্ব, উচ্চ স্তরের ১০ শলাকার দাম ১০২ টাকা ও তদূর্ধ্ব, অতি উচ্চ স্তরের ১০ শলাকার দাম ১৩৫ টাকা ও তদূর্ধ্ব এবং এই তিনটি স্তরের সম্পূরক শুল্ক ৬৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।
তবে স্থানীয় বিড়িশিল্পের ওপর বাড়তি চাপ না দিয়ে বাজেট প্রস্তাবে বলা হয়েছে, পূর্ববর্তী বছরের মতো যন্ত্রের সাহায্য চাড়া হাতে তৈরি ফিল্টার বিযুক্ত বিড়ির ২৫ শলাকার দাম ১৮ টাকা, ১২ শলাকার দাম ৯ টাকা ও ৮ শলাকার দাম ৬ টাকা এবং সম্পূরক শুল্ক ৩০ শতাংশ অব্যাহত রাখা হবে। ফিল্টার সংযুক্ত বিড়ির ২০ শলাকার দাম ১৯ টাকা ও ১০ শলাকার দাম ১০ টাকা এবং সম্পূরক শুল্ক ৪০ শতাংশ অব্যাহত রাখারও প্রস্তাব করা হয়েছে।

ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
৪ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
৪ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
৪ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা থাকলেও টানা দুই প্রান্তিকে বাংলাদেশে প্রকৃত বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
৭ ঘণ্টা আগে