নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক পদের নির্বাচন গত ৩১ জুলাই অনুষ্ঠিত হয়। বিজয়ী পরিচালকদের ভোটে গতকাল বৃহস্পতিবার সভাপতি, সিনিয়র সহসভাপতি ও ছয়জন সহসভাপতি নির্বাচিত হন। পরিচালকদের নির্বাচনের ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার নির্বাচন আপিল বোর্ডের কাছে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন তিন প্রার্থী।
আপিল বোর্ডের কাছে অভিযোগকারী তিন প্রার্থী হলেন বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মোস্তফা আল মাহমুদ, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন প্রস্তুতকারক সমিতির প্রতিনিধি মো. মাহবুব হাফিজ ও বাংলাদেশ মিষ্টি উৎপাদক সমিতির প্রতিনিধি মো. মারুফ আহমেদ।
অভিযোগকারীদের আপিল আবেদনে তাঁরা ১৬তম বিজয়ী শমী কায়সার, ২৩তম বিজয়ী হারুনুর রশীদ ও ২৪তম বিজয়ী (আপিল আবেদনকারী) প্রার্থীর ভোট পুনর্গণনার দাবি করেন।
ভোট পুনর্গণনায় আপিল করা মো. মোস্তফা আল মাহমুদের প্রাপ্ত ভোট ৮০৫, মো. মাহবুব হাফিজের প্রাপ্ত ভোট ৭৯৯ ও মো. মারুফ আহমেদের ভোট ৭৭৫। তাঁরা ভোট গণনাকালে কারচুপির অভিযোগ এনে অভিযোগ করলেও তা আমলে নেয়নি নির্বাচন পরিচালনা বোর্ড।
তিন প্রার্থীর অভিযোগ বিষয়ে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী বলেন, ‘প্রার্থীদের সামনেই ভোট গণনা হয়েছে। কোনো ত্রুটি আমার নজরে পড়েনি। তবে সন্দেহ থাকলে ভোট পুনর্গণনার সুযোগ আছে। ব্যালট পেপারও আছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আপিল বোর্ডের চেয়ারম্যান।’
এফবিসিসিআইয়ের ২০২৩-২৫ মেয়াদের অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩ পরিচালক পদে ভোট হয়। ২৩ পদের মধ্যে ১৫টি পদে জয়ী হয় সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্রার্থীরা আর ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রার্থীরা জয়ী হন ৮টি পদে।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক পদের নির্বাচন গত ৩১ জুলাই অনুষ্ঠিত হয়। বিজয়ী পরিচালকদের ভোটে গতকাল বৃহস্পতিবার সভাপতি, সিনিয়র সহসভাপতি ও ছয়জন সহসভাপতি নির্বাচিত হন। পরিচালকদের নির্বাচনের ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার নির্বাচন আপিল বোর্ডের কাছে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন তিন প্রার্থী।
আপিল বোর্ডের কাছে অভিযোগকারী তিন প্রার্থী হলেন বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মোস্তফা আল মাহমুদ, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন প্রস্তুতকারক সমিতির প্রতিনিধি মো. মাহবুব হাফিজ ও বাংলাদেশ মিষ্টি উৎপাদক সমিতির প্রতিনিধি মো. মারুফ আহমেদ।
অভিযোগকারীদের আপিল আবেদনে তাঁরা ১৬তম বিজয়ী শমী কায়সার, ২৩তম বিজয়ী হারুনুর রশীদ ও ২৪তম বিজয়ী (আপিল আবেদনকারী) প্রার্থীর ভোট পুনর্গণনার দাবি করেন।
ভোট পুনর্গণনায় আপিল করা মো. মোস্তফা আল মাহমুদের প্রাপ্ত ভোট ৮০৫, মো. মাহবুব হাফিজের প্রাপ্ত ভোট ৭৯৯ ও মো. মারুফ আহমেদের ভোট ৭৭৫। তাঁরা ভোট গণনাকালে কারচুপির অভিযোগ এনে অভিযোগ করলেও তা আমলে নেয়নি নির্বাচন পরিচালনা বোর্ড।
তিন প্রার্থীর অভিযোগ বিষয়ে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী বলেন, ‘প্রার্থীদের সামনেই ভোট গণনা হয়েছে। কোনো ত্রুটি আমার নজরে পড়েনি। তবে সন্দেহ থাকলে ভোট পুনর্গণনার সুযোগ আছে। ব্যালট পেপারও আছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আপিল বোর্ডের চেয়ারম্যান।’
এফবিসিসিআইয়ের ২০২৩-২৫ মেয়াদের অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩ পরিচালক পদে ভোট হয়। ২৩ পদের মধ্যে ১৫টি পদে জয়ী হয় সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্রার্থীরা আর ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রার্থীরা জয়ী হন ৮টি পদে।

বাংলাদেশে ভোটের দিন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন—এমনটাই উঠে এসেছে সাম্প্রতিক মূল্যায়নে।
১ ঘণ্টা আগে
স্বতন্ত্র ধারার কবি, উত্তর-ঔপনিবেশিক তাত্ত্বিক ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান গত শনিবার (১০ জানুয়ারি) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে অনুষ্ঠিত হয়। ‘ফয়েজ আলম: তার সৃষ্টিশীল পথরেখা’ শিরোনামে অনুষ্ঠিত ওই শুভেচ্ছা জ্ঞাপন ও আলোচনা সভায় অতিথি হিসেবে
১ ঘণ্টা আগে
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার। এই অর্থ দিয়ে ১৪ জানুয়ারি শরিয়াহভিত্তিক সুকুক বন্ড ইস্যু করা হচ্ছে। ইজারা পদ্ধতিতে ১০ বছর মেয়াদি এই বন্ড থেকে বছরে ৯ দশমিক ৭৫ শতাংশ মুনাফা মিলবে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
৪ ঘণ্টা আগে
দেশের জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো বেসরকারি সংস্থা (এনজিও) গণভোট ইস্যুতে প্রচারে আর্থিক সহায়তা চাইলে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর)
৫ ঘণ্টা আগে