আজকের পত্রিকা ডেস্ক

বিমা এজেন্ট নিয়োগ, নিবন্ধন ও লাইসেন্স প্রবিধানমালা-২০২১ সংশোধন হতে যাচ্ছে। সংশোধিত প্রবিধানমালায় বছরে ১১টি নতুন বিমার পরিবর্তে ৬টি নতুন বিমা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া, কমিশনের পরিমাণও কমিয়ে ২০ হাজার থেকে ১০ হাজার টাকায় নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।
সংশোধিত প্রস্তাবে লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে আবেদনকারীকে প্রথম তিন মাসের বিলম্বের জন্য ১০০ এবং পরবর্তী প্রতি মাসের জন্য ৬০০ টাকা ফি প্রদানের শর্ত ছিল, তবে এটি সংশোধন করে প্রতি তিন মাসের বিলম্বে শুধু ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
অস্থায়ী নিয়োগের জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ডের অধীনে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া আবেদনকারীকে প্রবিধান ১১ অনুযায়ী অযোগ্য হতে পারবে না। অব্যাহতিপ্রাপ্ত এজেন্টের জন্য বিমাকারী বা ব্রোকার থেকে প্রাপ্ত ছাড়পত্র এবং লেনদেন নিষ্পত্তির প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। সেই সঙ্গে, কর্তৃপক্ষ থেকে ইস্যু করা লাইসেন্সের কপিও জমা দিতে হবে।
এর আগে ২০২১ সালের ১৪ নভেম্বর সরকার বিমা এজেন্ট নিয়োগ, নিবন্ধন ও লাইসেন্স প্রবিধানমালা-২০২১ গেজেট আকারে প্রকাশ করেছিল। গত বছরের ২৫ আগস্ট বিমা এজেন্ট নিয়োগপ্রক্রিয়া সহজ করার জন্য প্রবিধানমালা সংশোধনের প্রস্তাব জানিয়ে আইডিআরএকে চিঠি দেয় বিআইএ। এর পরিপ্রেক্ষিতে সংশোধনীর খসড়া ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। খসড়া প্রস্তাব পর্যালোচনা করতে আজ ১৬ ফেব্রুয়ারি একটি সভা অনুষ্ঠিত হবে। সাঈদ কুতুবের সভাপতিত্বে এ সভায় আইডিআরএ চেয়ারম্যান, জীবন বীমা করপোরেশন ও সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বিআইএ চেয়ারম্যান এবং বিআইএফ সভাপতিকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

বিমা এজেন্ট নিয়োগ, নিবন্ধন ও লাইসেন্স প্রবিধানমালা-২০২১ সংশোধন হতে যাচ্ছে। সংশোধিত প্রবিধানমালায় বছরে ১১টি নতুন বিমার পরিবর্তে ৬টি নতুন বিমা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া, কমিশনের পরিমাণও কমিয়ে ২০ হাজার থেকে ১০ হাজার টাকায় নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।
সংশোধিত প্রস্তাবে লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে আবেদনকারীকে প্রথম তিন মাসের বিলম্বের জন্য ১০০ এবং পরবর্তী প্রতি মাসের জন্য ৬০০ টাকা ফি প্রদানের শর্ত ছিল, তবে এটি সংশোধন করে প্রতি তিন মাসের বিলম্বে শুধু ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
অস্থায়ী নিয়োগের জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ডের অধীনে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া আবেদনকারীকে প্রবিধান ১১ অনুযায়ী অযোগ্য হতে পারবে না। অব্যাহতিপ্রাপ্ত এজেন্টের জন্য বিমাকারী বা ব্রোকার থেকে প্রাপ্ত ছাড়পত্র এবং লেনদেন নিষ্পত্তির প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। সেই সঙ্গে, কর্তৃপক্ষ থেকে ইস্যু করা লাইসেন্সের কপিও জমা দিতে হবে।
এর আগে ২০২১ সালের ১৪ নভেম্বর সরকার বিমা এজেন্ট নিয়োগ, নিবন্ধন ও লাইসেন্স প্রবিধানমালা-২০২১ গেজেট আকারে প্রকাশ করেছিল। গত বছরের ২৫ আগস্ট বিমা এজেন্ট নিয়োগপ্রক্রিয়া সহজ করার জন্য প্রবিধানমালা সংশোধনের প্রস্তাব জানিয়ে আইডিআরএকে চিঠি দেয় বিআইএ। এর পরিপ্রেক্ষিতে সংশোধনীর খসড়া ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। খসড়া প্রস্তাব পর্যালোচনা করতে আজ ১৬ ফেব্রুয়ারি একটি সভা অনুষ্ঠিত হবে। সাঈদ কুতুবের সভাপতিত্বে এ সভায় আইডিআরএ চেয়ারম্যান, জীবন বীমা করপোরেশন ও সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বিআইএ চেয়ারম্যান এবং বিআইএফ সভাপতিকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে বাজারে এলপি গ্যাস, চিনি ও ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংস্থাটি জানিয়েছে, এলপিজির ১২ কেজির সিলিন্ডারের নির্ধারিত দাম ১ হাজার ২৫৪ টাকা হলেও ব্যবসায়ীরা ২ হাজার টাকার বেশি রাখছেন।
১০ ঘণ্টা আগে
প্রতিবেশী দেশগুলোতে কয়লা রপ্তানি বাড়াতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘কোল ইন্ডিয়া লিমিটেড’ (সিআইএল)। এখন থেকে বাংলাদেশ, ভুটান ও নেপালের ক্রেতারা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি কোল ইন্ডিয়ার ই-নিলামে অংশ নিতে পারবেন।
১৩ ঘণ্টা আগে
গত ডিসেম্বর মাসে ১ লাখ ৩১ হাজার প্রতিষ্ঠানকে নতুন করে ভ্যাট নিবন্ধনের আওতায় এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজার। আজ শনিবার (৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।
১৪ ঘণ্টা আগে
পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মো. মনির হোসেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবিব রাসেল। তাঁরা আগামী দুই বছর সংগঠনের নেতৃত্ব দেবেন।
১ দিন আগে