আজকের পত্রিকা ডেস্ক

বিমা এজেন্ট নিয়োগ, নিবন্ধন ও লাইসেন্স প্রবিধানমালা-২০২১ সংশোধন হতে যাচ্ছে। সংশোধিত প্রবিধানমালায় বছরে ১১টি নতুন বিমার পরিবর্তে ৬টি নতুন বিমা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া, কমিশনের পরিমাণও কমিয়ে ২০ হাজার থেকে ১০ হাজার টাকায় নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।
সংশোধিত প্রস্তাবে লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে আবেদনকারীকে প্রথম তিন মাসের বিলম্বের জন্য ১০০ এবং পরবর্তী প্রতি মাসের জন্য ৬০০ টাকা ফি প্রদানের শর্ত ছিল, তবে এটি সংশোধন করে প্রতি তিন মাসের বিলম্বে শুধু ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
অস্থায়ী নিয়োগের জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ডের অধীনে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া আবেদনকারীকে প্রবিধান ১১ অনুযায়ী অযোগ্য হতে পারবে না। অব্যাহতিপ্রাপ্ত এজেন্টের জন্য বিমাকারী বা ব্রোকার থেকে প্রাপ্ত ছাড়পত্র এবং লেনদেন নিষ্পত্তির প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। সেই সঙ্গে, কর্তৃপক্ষ থেকে ইস্যু করা লাইসেন্সের কপিও জমা দিতে হবে।
এর আগে ২০২১ সালের ১৪ নভেম্বর সরকার বিমা এজেন্ট নিয়োগ, নিবন্ধন ও লাইসেন্স প্রবিধানমালা-২০২১ গেজেট আকারে প্রকাশ করেছিল। গত বছরের ২৫ আগস্ট বিমা এজেন্ট নিয়োগপ্রক্রিয়া সহজ করার জন্য প্রবিধানমালা সংশোধনের প্রস্তাব জানিয়ে আইডিআরএকে চিঠি দেয় বিআইএ। এর পরিপ্রেক্ষিতে সংশোধনীর খসড়া ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। খসড়া প্রস্তাব পর্যালোচনা করতে আজ ১৬ ফেব্রুয়ারি একটি সভা অনুষ্ঠিত হবে। সাঈদ কুতুবের সভাপতিত্বে এ সভায় আইডিআরএ চেয়ারম্যান, জীবন বীমা করপোরেশন ও সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বিআইএ চেয়ারম্যান এবং বিআইএফ সভাপতিকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

বিমা এজেন্ট নিয়োগ, নিবন্ধন ও লাইসেন্স প্রবিধানমালা-২০২১ সংশোধন হতে যাচ্ছে। সংশোধিত প্রবিধানমালায় বছরে ১১টি নতুন বিমার পরিবর্তে ৬টি নতুন বিমা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া, কমিশনের পরিমাণও কমিয়ে ২০ হাজার থেকে ১০ হাজার টাকায় নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।
সংশোধিত প্রস্তাবে লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে আবেদনকারীকে প্রথম তিন মাসের বিলম্বের জন্য ১০০ এবং পরবর্তী প্রতি মাসের জন্য ৬০০ টাকা ফি প্রদানের শর্ত ছিল, তবে এটি সংশোধন করে প্রতি তিন মাসের বিলম্বে শুধু ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
অস্থায়ী নিয়োগের জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ডের অধীনে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া আবেদনকারীকে প্রবিধান ১১ অনুযায়ী অযোগ্য হতে পারবে না। অব্যাহতিপ্রাপ্ত এজেন্টের জন্য বিমাকারী বা ব্রোকার থেকে প্রাপ্ত ছাড়পত্র এবং লেনদেন নিষ্পত্তির প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। সেই সঙ্গে, কর্তৃপক্ষ থেকে ইস্যু করা লাইসেন্সের কপিও জমা দিতে হবে।
এর আগে ২০২১ সালের ১৪ নভেম্বর সরকার বিমা এজেন্ট নিয়োগ, নিবন্ধন ও লাইসেন্স প্রবিধানমালা-২০২১ গেজেট আকারে প্রকাশ করেছিল। গত বছরের ২৫ আগস্ট বিমা এজেন্ট নিয়োগপ্রক্রিয়া সহজ করার জন্য প্রবিধানমালা সংশোধনের প্রস্তাব জানিয়ে আইডিআরএকে চিঠি দেয় বিআইএ। এর পরিপ্রেক্ষিতে সংশোধনীর খসড়া ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। খসড়া প্রস্তাব পর্যালোচনা করতে আজ ১৬ ফেব্রুয়ারি একটি সভা অনুষ্ঠিত হবে। সাঈদ কুতুবের সভাপতিত্বে এ সভায় আইডিআরএ চেয়ারম্যান, জীবন বীমা করপোরেশন ও সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বিআইএ চেয়ারম্যান এবং বিআইএফ সভাপতিকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ কোম্পানিগুলোর আর্থিক স্বাস্থ্যচিত্র এখন শুধু দুর্বল তকমার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এদের ব্যবসার ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ টিকে থাকা নিয়েই তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। কোম্পানির সঙ্গে সরকারি ক্রয় চুক্তি (পিপিএ) মেয়াদ শেষ ও নতুন চুক্তির অনিশ্চয়তা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ
১১ ঘণ্টা আগে
ডিসেম্বরে প্রবাসী আয় নতুন রেকর্ড স্পর্শ করলেও বিশ্ববাজারে ধাক্কা খেয়েছে দেশের রপ্তানি খাত। বৈশ্বিক চাহিদার দুর্বলতা, মার্কিন শুল্ক, ঊর্ধ্বমুখী উৎপাদন ব্যয় এবং প্রতিযোগী দেশগুলোর চাপ বাংলাদেশি পণ্যের রপ্তানি আয় ১৪ শতাংশ কমিয়ে দিয়েছে। যার প্রভাব পড়েছে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের রপ্তানি আয়ের সার্বিক
১১ ঘণ্টা আগে
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে তীব্র রাজনৈতিক উত্তেজনা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারের মতো নাটকীয় ঘটনার মধ্যেও তেল উৎপাদনে কোনো পরিবর্তন আনছে না ওপেক প্লাস জোট। গতকাল রোববারের বৈঠকে উৎপাদনে স্থিতাবস্থা বজায় রাখার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন জোটের একাধিক প্রতিন
১১ ঘণ্টা আগে
বিএনপি ক্ষমতায় গেলে দেশে একটি বিনিয়োগবান্ধব অর্থনীতি গড়ে তুলতে চায় এবং এ লক্ষ্যে দলের সুনির্দিষ্ট রোডম্যাপ রয়েছে বলে জানিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের আড়াই ঘণ্টাব্যাপী এক বৈঠক অনুষ্ঠিত হয়।
১৪ ঘণ্টা আগে