Ajker Patrika

টিসিবির সয়াবিন তেল ১০ টাকা কমে মিলবে ১০০ টাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টিসিবির সয়াবিন তেল ১০ টাকা কমে মিলবে ১০০ টাকায়

দেশের দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে বিতরণকৃত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা কমিয়েছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

আজ সোমবার দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ূন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

টিসিবি জানায়, আগে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ছিল ১১০ টাকা। লিটারপ্রতি ১০ টাকা কমিয়ে তা ১০০ টাকা করা হয়েছে। অর্থাৎ টিসিবির দুই লিটার সয়াবিন তেলের বোতল এখন কার্ডধারীরা ২০০ টাকায় কিনতে পারবেন। এছাড়া মসুর ডাল ৭০ টাকা এবং চিনি প্রতিকেজি ৭০ টাকায় বিক্রি করা হচ্ছে। চিনি ও মসুর ডালের দাম অপরিবর্তিত রয়েছে। 

টিসিবি আরও জানায়, দেশের এক কোটি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডাল দিয়ে আসছে। জুন মাসের বিক্রি কার্যক্রম আগামীকাল মঙ্গলবার ঢাকাসহ সারা দেশে শুরু হবে। এই কার্যক্রম ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্ধারিত তারিখে পরিচালনা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত