নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কোম্পানি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক দফা বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪-২৫ করবর্ষের জন্য কোম্পানির রিটার্ন জমার শেষ তারিখ ১৬ মার্চ থেকে বাড়িয়ে ৩০ এপ্রিল ২০২৫ নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার এনবিআরের করনীতির দ্বিতীয় সচিব এইচ এম শাহরিয়ার হাসানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪-এর দফা (খ)-এর আওতায় এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন সম্প্রতি এনবিআরের কাছে রিটার্ন জমার সময় বৃদ্ধির অনুরোধ জানায়। এর আগের অর্থবছর ২০২৩-২৪-এও কোম্পানির রিটার্ন জমার সময় ৩০ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছিল।
এর আগে, ব্যক্তি করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ জানুয়ারি থেকে বাড়িয়ে ১৬ ফেব্রুয়ারি করা হয়। পাশাপাশি, কোম্পানির জন্য নির্ধারিত সময় ১৫ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৬ মার্চ করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিগুলো এখন আরও বাড়তি সময় পাবে, যা ব্যবসায়িক কার্যক্রম ও হিসাবসংক্রান্ত প্রস্তুতিতে সহায়ক হবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কোম্পানি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক দফা বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪-২৫ করবর্ষের জন্য কোম্পানির রিটার্ন জমার শেষ তারিখ ১৬ মার্চ থেকে বাড়িয়ে ৩০ এপ্রিল ২০২৫ নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার এনবিআরের করনীতির দ্বিতীয় সচিব এইচ এম শাহরিয়ার হাসানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪-এর দফা (খ)-এর আওতায় এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন সম্প্রতি এনবিআরের কাছে রিটার্ন জমার সময় বৃদ্ধির অনুরোধ জানায়। এর আগের অর্থবছর ২০২৩-২৪-এও কোম্পানির রিটার্ন জমার সময় ৩০ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছিল।
এর আগে, ব্যক্তি করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ জানুয়ারি থেকে বাড়িয়ে ১৬ ফেব্রুয়ারি করা হয়। পাশাপাশি, কোম্পানির জন্য নির্ধারিত সময় ১৫ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৬ মার্চ করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিগুলো এখন আরও বাড়তি সময় পাবে, যা ব্যবসায়িক কার্যক্রম ও হিসাবসংক্রান্ত প্রস্তুতিতে সহায়ক হবে।
বাজারে চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। যদিও সরকারি ও বেসরকারি পর্যায়ে চালের ব্যাপক আমদানি হচ্ছে এবং এতে সরকারি গুদামে মজুত আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাজারে এর কোনো প্রভাবই পড়ছে না। কমছে না চালের দাম।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ রোববার সচিবালয়ে এ সাক্ষাৎকালে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
১১ ঘণ্টা আগেদেশের বাজারে সোনার দাম প্রতি ভরি এবার বাড়ল ২ হাজার ৬১৩ টাকা। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৫৩ হাজার টাকা। নতুন এই দর কাল সোমবার থেকে কার্যকর হবে।
১১ ঘণ্টা আগেস্কুল ব্যাংকিং কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে এবং তাদের অর্থ ব্যবস্থাপনায় দক্ষ করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল রোববার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
১১ ঘণ্টা আগে