Ajker Patrika

১ ফেব্রুয়ারি থেকে পাটকল বন্ধের হুমকি, উপদেষ্টাকে চিঠি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
১ ফেব্রুয়ারি থেকে পাটকল বন্ধের হুমকি, উপদেষ্টাকে চিঠি
ছবি: সংগৃহীত

দেশের পাটকলগুলো কাঁচা পাটের কৃত্রিম সংকটে পড়েছে। মিলমালিকেরা অভিযোগ করেছেন, মজুতদারির কারণে বাজারে কাঁচা পাটের দাম প্রতি মণ ৫ হাজার টাকার বেশি ছাড়িয়েছে এবং তারা দেশীয় মিলগুলোর জন্য সরবরাহ বাধাগ্রস্ত করছে। এ অবস্থায় মিলগুলোতে কাঁচামালের সরবরাহ নিশ্চিত না করলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশের সব পাটকল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ) ও বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন (বিজেএসএ)।

গতকাল সোমবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বিজেএমএ ও বিজেএসএর যৌথভাবে লেখা এক চিঠিতে এ হুঁশিয়ারির কথা উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরের শেষ ভাগ থেকেই কাঁচা পাটের ঘাটতিতে মিলগুলোর স্বাভাবিক উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কাঁচা পাট রপ্তানির কারণে বাজারে দাম হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় মিলগুলো প্রয়োজন অনুযায়ী পাট কিনতে পারছে না এবং বিদেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহেও ব্যর্থ হচ্ছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই সুযোগে কিছু মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়ী কাঁচা পাট মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন। ফলে পাটকল বন্ধ হয়ে গেলে বেকারত্ব বাড়বে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, পাশাপাশি দেশ বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হবে; যা সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

এ বিষয়ে ১৩ জানুয়ারি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে সভার সিদ্ধান্ত অনুযায়ী মজুতদারদের তালিকা পাট অধিদপ্তরে জমা দেওয়া হয়। এরপর ২১ জানুয়ারি পাট অধিদপ্তরে বিজেএমএ, বিজেএসএ ও বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) উপস্থিতিতে যৌথ সভায় সিদ্ধান্ত হয়, ভারতে রপ্তানির উদ্দেশ্যে মজুত রাখা কাঁচা পাট মিলগুলোতে সরবরাহ করা হলে উৎপাদন চালু রাখা সম্ভব হবে এবং নগদ টাকায় মজুত থেকে পাট বিক্রি করা হবে।

বিজেএমএর চেয়ারম্যান মো. আবুল হোসেন বলেন, মজুতদারদের বিরুদ্ধে নামমাত্র পদক্ষেপ নেওয়া হলেও তারা সরকারি নির্দেশনা মানছে না এবং বাজারে পাট ছাড়ছে না। এর ফলে একদিকে মিল বন্ধের মুখে, অন্যদিকে বেশি দামে কাঁচা পাট কিনে ক্ষতিতে পণ্য সরবরাহ করতে বাধ্য হচ্ছে মিলগুলো।

বিজেএসএর চেয়ারম্যান তাপস প্রামাণিক এমতাবস্থায় সরকারি হস্তক্ষেপের মাধ্যমে মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং বিজেএর কাঁচা পাট ব্যবসায়ীদের গুদামে থাকা পাট যৌক্তিক মূল্যে মিলগুলোয় সরবরাহের নির্দেশনা দিতে অনুরোধ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুতুলকে নিয়ে অশালীন মন্তব্য: বিএনপির প্রবীণ নেতা বহিষ্কার

পথসভায় কেঁদেকেটে মাটিতে লুটিয়ে পড়ে ভোট চাইলেন যুবদল নেতা, পেলেন শোকজ

ইরানের কাছে পৌঁছেছে ভেনেজুয়েলার চেয়েও বড় ‘আর্মাডা’, সমঝোতা চায় ইরান: ট্রাম্প

পিঠা উৎসবে নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে একের পর এক ডিম নিক্ষেপ, ‘নারায়ে তাকবির’ স্লোগান কর্মীদের

নারায়ণগঞ্জে জামায়াতের গণসংযোগে হামলা, আহত ৪

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত