নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুক্তরাষ্ট্র সফররত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ সরকার আকর্ষণীয় সুযোগ-সুবিধার প্যাকেজ ঘোষণা করেছে। বিনিয়োগের ক্ষেত্রে সকল আনুষ্ঠানিকতা এখন ওয়ান আমব্রেলার (ওয়ান স্টপ সার্ভিস) আওতায় দ্রুত এবং কম খরচে সম্পন্ন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নন রেসিডেন্ট বাংলাদেশিরা (এনআরবি) দেশে বিনিয়োগ করলে লাভবান হবেন।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এর সিলকন ভ্যালিতে বাণিজ্য মন্ত্রণালয় এবং লস অ্যানজেলস্থ কনসাল জেনালের অফিসের সহযোগিতায় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড আয়োজিত ১ বাংলাদেশ দি নেক্সট ইনভেস্টমেন্ট ফ্রন্টিয়ার’–শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। বিশ্ববাসী এখন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছেন। যুক্তরাষ্ট্রের এনআরবিদের বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখার সুযোগ এসেছে। বাংলাদেশ বিনিয়োগের জন্য এখন আকর্ষণীয় স্থান। বিনিয়োগের সবধরনের পরিবেশ এখন বাংলাদেশে বিদ্যমান। বিশ্বের বিনিয়োগকারীদের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশে একশতটি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলা হচ্ছে। অনেকগুলোর কাজ এখন শেষ পর্যায়ে। বেশকিছু স্পেশাল ইকোনমিক জোনে দেশি-বিদেশী বিনিয়োগকারী বিনিয়োগে এগিয়ে এসেছেন।
টিপু মুনশি বলেন, এছাড়া দেশে বিনিয়োগের ক্ষেত্রে আনুষ্ঠানিকতা সংক্ষিপ্ত ও সহজ করা হয়েছে। বোর্ড অব ইনভেষ্টমেন্ট বিনিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট সব বিভাগের সাথে সমন্বয় করছে। ফলে বিনিয়োগকারীদের আগ্রহও অনেক বেড়েছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশীরা দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জল করতে এনআরবি’রা দায়িত্বশীল ভূমিকা রাখছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন করেছেন উল্লেখ করে তিনি বলেন, তাঁর সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনৈতিক মুক্তির জন্য দিন-রাত কাজ করছেন। বাংলাদেশে অনেক মেগা প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। এছাড়া বাংলাদেশ নিজ খরচে পদ্মা সেতু নির্মাণ করছে। ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিনত হবে।
অনুষ্ঠানে প্রফেসর কেভিন ই গেলি, সেরফিয়া হালিম, প্রফেসর ডোরিয়ান লিপম্যান, বায়োস্কোপ ফিল্মস এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাজ হামিদ, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও টিনা জেবিন বক্তব্য রাখেন। এসময় যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলস্থ কনসাল জেনারেল তারেক মোহাম্মদ, বাণিজ্যমন্ত্রীর সফরসঙ্গী মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান, যুগ্ম-সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সোহেলী সাবরীন, বাংলাদেশ ই-কমার্স এসোসিয়েশনের সভাপতি শমি কায়সার, লস এনজেলেসে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর এসএম খোরশিদ-উল-আলম এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের ব্যবসায়ী নেতা এবং ননরেসিডেন্ট বাংলাদেশীরা (এনআরবি) উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র সফররত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ সরকার আকর্ষণীয় সুযোগ-সুবিধার প্যাকেজ ঘোষণা করেছে। বিনিয়োগের ক্ষেত্রে সকল আনুষ্ঠানিকতা এখন ওয়ান আমব্রেলার (ওয়ান স্টপ সার্ভিস) আওতায় দ্রুত এবং কম খরচে সম্পন্ন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নন রেসিডেন্ট বাংলাদেশিরা (এনআরবি) দেশে বিনিয়োগ করলে লাভবান হবেন।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এর সিলকন ভ্যালিতে বাণিজ্য মন্ত্রণালয় এবং লস অ্যানজেলস্থ কনসাল জেনালের অফিসের সহযোগিতায় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড আয়োজিত ১ বাংলাদেশ দি নেক্সট ইনভেস্টমেন্ট ফ্রন্টিয়ার’–শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। বিশ্ববাসী এখন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছেন। যুক্তরাষ্ট্রের এনআরবিদের বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখার সুযোগ এসেছে। বাংলাদেশ বিনিয়োগের জন্য এখন আকর্ষণীয় স্থান। বিনিয়োগের সবধরনের পরিবেশ এখন বাংলাদেশে বিদ্যমান। বিশ্বের বিনিয়োগকারীদের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশে একশতটি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলা হচ্ছে। অনেকগুলোর কাজ এখন শেষ পর্যায়ে। বেশকিছু স্পেশাল ইকোনমিক জোনে দেশি-বিদেশী বিনিয়োগকারী বিনিয়োগে এগিয়ে এসেছেন।
টিপু মুনশি বলেন, এছাড়া দেশে বিনিয়োগের ক্ষেত্রে আনুষ্ঠানিকতা সংক্ষিপ্ত ও সহজ করা হয়েছে। বোর্ড অব ইনভেষ্টমেন্ট বিনিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট সব বিভাগের সাথে সমন্বয় করছে। ফলে বিনিয়োগকারীদের আগ্রহও অনেক বেড়েছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশীরা দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জল করতে এনআরবি’রা দায়িত্বশীল ভূমিকা রাখছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন করেছেন উল্লেখ করে তিনি বলেন, তাঁর সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনৈতিক মুক্তির জন্য দিন-রাত কাজ করছেন। বাংলাদেশে অনেক মেগা প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। এছাড়া বাংলাদেশ নিজ খরচে পদ্মা সেতু নির্মাণ করছে। ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিনত হবে।
অনুষ্ঠানে প্রফেসর কেভিন ই গেলি, সেরফিয়া হালিম, প্রফেসর ডোরিয়ান লিপম্যান, বায়োস্কোপ ফিল্মস এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাজ হামিদ, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও টিনা জেবিন বক্তব্য রাখেন। এসময় যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলস্থ কনসাল জেনারেল তারেক মোহাম্মদ, বাণিজ্যমন্ত্রীর সফরসঙ্গী মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান, যুগ্ম-সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সোহেলী সাবরীন, বাংলাদেশ ই-কমার্স এসোসিয়েশনের সভাপতি শমি কায়সার, লস এনজেলেসে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর এসএম খোরশিদ-উল-আলম এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের ব্যবসায়ী নেতা এবং ননরেসিডেন্ট বাংলাদেশীরা (এনআরবি) উপস্থিত ছিলেন।

নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
৪ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১২ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
১২ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
১২ ঘণ্টা আগে