নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইভ্যালি থেকে কর্মী কমানোর কথা স্বীকার করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন পরিচালন ব্যয় কমাতে কিছু কর্মীকে অন্যত্র চাকরি খোঁজার পরামর্শ দেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে এ বিবৃতি দেন তিনি।
মোহাম্মদ রাসেল বলেন, ‘আমরা গ্রাহক সাপ্লায়ারসহ সবার কাছে সময় চেয়েছি যেন বিনিয়োগ সংগ্রহ করে ইভ্যালির পূর্ণ শক্তি ফেরত আনতে পারি। এই সময় বেতন পেতে বিলম্ব হতে পারে সেই শুরুতেই কর্মীদের বলা ছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সকল প্রতিকূলতা কাটিয়ে উঠতে।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইভ্যালির একাধিক কর্মী জানিয়েছেন জুলাই থেকেই তারা বেতন পাচ্ছেন না। এ জন্য অনেকেই চাকরি ছেড়ে দিয়েছেন। বকেয়া বেতন পাওয়ার আশায় অনেকে এখনো অফিস করছেন। তবে তাদের জানিয়ে দেওয়া হয়েছে আগস্ট সেপ্টেম্বরেও বেতন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারা যেন অন্যত্র চাকরি খুঁজে নেয়।
ইভ্যালির গ্রাহকসেবা কেন্দ্রের দুজন কর্মী জানান, জুলাই থেকে হোম অফিস শুরু হওয়ার পর তারা আর বেতন পাননি। হোম অফিসের জন্য ল্যাপটপ দেওয়া হয়েছিল। গত ২২ আগস্ট অফিসে ডেকে তাদের কাছ থেকে সেসব রেখে দেওয়া হয়।
এসব অভিযোগের সত্যতা জানতে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি। খুদে বার্তারও জবাব দেননি তিনি। এ বিষয়ে ইভ্যালির দায়িত্বশীল কোনো কর্মকর্তাও কথা বলতে চাননি।
করোনায় সরকারি বিধি-নিষেধের কারণে প্রায় দেড় মাস হোম অফিসে থাকার পর গত ২২ আগস্ট ইভ্যালির অফিস খুলে দেওয়া হয়। তবে সরাসরি কাস্টমার সার্ভিস এক সপ্তাহ ধরেই বন্ধ ছিল। কাস্টমারদের অনলাইন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে অফিসে আসতে বলা হয়েছিল। তবে রোববার (২৯ আগস্ট) থেকে স্বাভাবিক নিয়মে সরাসরি গ্রাহক সেবা দেওয়া শুরু হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ইভ্যালি থেকে কর্মী কমানোর কথা স্বীকার করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন পরিচালন ব্যয় কমাতে কিছু কর্মীকে অন্যত্র চাকরি খোঁজার পরামর্শ দেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে এ বিবৃতি দেন তিনি।
মোহাম্মদ রাসেল বলেন, ‘আমরা গ্রাহক সাপ্লায়ারসহ সবার কাছে সময় চেয়েছি যেন বিনিয়োগ সংগ্রহ করে ইভ্যালির পূর্ণ শক্তি ফেরত আনতে পারি। এই সময় বেতন পেতে বিলম্ব হতে পারে সেই শুরুতেই কর্মীদের বলা ছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সকল প্রতিকূলতা কাটিয়ে উঠতে।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইভ্যালির একাধিক কর্মী জানিয়েছেন জুলাই থেকেই তারা বেতন পাচ্ছেন না। এ জন্য অনেকেই চাকরি ছেড়ে দিয়েছেন। বকেয়া বেতন পাওয়ার আশায় অনেকে এখনো অফিস করছেন। তবে তাদের জানিয়ে দেওয়া হয়েছে আগস্ট সেপ্টেম্বরেও বেতন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারা যেন অন্যত্র চাকরি খুঁজে নেয়।
ইভ্যালির গ্রাহকসেবা কেন্দ্রের দুজন কর্মী জানান, জুলাই থেকে হোম অফিস শুরু হওয়ার পর তারা আর বেতন পাননি। হোম অফিসের জন্য ল্যাপটপ দেওয়া হয়েছিল। গত ২২ আগস্ট অফিসে ডেকে তাদের কাছ থেকে সেসব রেখে দেওয়া হয়।
এসব অভিযোগের সত্যতা জানতে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি। খুদে বার্তারও জবাব দেননি তিনি। এ বিষয়ে ইভ্যালির দায়িত্বশীল কোনো কর্মকর্তাও কথা বলতে চাননি।
করোনায় সরকারি বিধি-নিষেধের কারণে প্রায় দেড় মাস হোম অফিসে থাকার পর গত ২২ আগস্ট ইভ্যালির অফিস খুলে দেওয়া হয়। তবে সরাসরি কাস্টমার সার্ভিস এক সপ্তাহ ধরেই বন্ধ ছিল। কাস্টমারদের অনলাইন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে অফিসে আসতে বলা হয়েছিল। তবে রোববার (২৯ আগস্ট) থেকে স্বাভাবিক নিয়মে সরাসরি গ্রাহক সেবা দেওয়া শুরু হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ওয়ালটন শুধু আন্তর্জাতিক মানের, পরিবেশবান্ধব, উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির পণ্যই উৎপাদন করছে না; কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ ও সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহির পাশাপাশি করপোরেট সুশাসন নিশ্চিত করছে।
১১ মিনিট আগে
২০২৬ সালকে সরকার প্যাকেজিং পণ্যের বর্ষপণ্য ঘোষণা করলেও বাস্তব সহায়তা ছাড়া এ খাতের সম্ভাবনা কাজে লাগানো যাবে না বলে জানিয়েছেন গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের উদ্যোক্তারা। তাঁরা সরাসরি রপ্তানি প্রণোদনা, কাঁচামাল আমদানিতে কর-শুল্ক ছাড়, আরএমজি খাতের মতো নীতিগত সুবিধা, ব্যাংক-কাস্টমস...
১৪ মিনিট আগে
অ্যারিস্টোফার্মা লিমিটেড স্বাস্থ্যসেবায় ৪০ বছর পূর্ণ করেছে। এই মাইলফলক উদযাপন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে আজ রোববার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) প্রতিষ্ঠানটির ‘বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫’ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
৪ ঘণ্টা আগে
রাজশাহীর গ্রামে গ্রামে ঘুরে আম কিনে বিক্রি করতেন মুন্তাজ আলী। সেই ঐতিহ্যগত ব্যবসাকেই আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করে ছেলে মুরাদ পারভেজ তৈরি করেছেন একটি সফল ই-কমার্স উদ্যোগ। ঝুড়িতে আম নিয়ে হাটে না গিয়ে তিনি ফেসবুক ও অনলাইন প্ল্যাটফর্মে অর্ডার নিয়ে সারা দেশে খাঁটি আম, খেজুরের গুড় ও লিচু পৌঁছে দিচ্ছে
১৮ ঘণ্টা আগে