নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মালিকানাধীন জীবন বিমা কোম্পানি সানলাইফ ইনস্যুরেন্স বিক্রি হয়ে যাচ্ছে। কোম্পানিটির শেয়ারগুলো কিনে নেবে আরেক তালিকাভুক্ত বিমা কোম্পানি গ্রিন ডেলটা ইনস্যুরেন্স লিমিটেড। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে উভয় কোম্পানি এই তথ্য প্রকাশ করেছে।
তথ্যমতে, সানলাইফের উদ্যোক্তা এবং পরিচালকদের কাছে থাকা ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৩০৯টি বা প্রায় ৪৩ শতাংশ শেয়ার গ্রিন ডেলটার কাছে বিক্রি করে দেওয়া হবে। গত রোববার বিকেলে অনুষ্ঠিত কোম্পানিটির ২১৯তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসইর ব্লক মার্কেটে এই শেয়ার লেনদেন হবে।
২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সানলাইফ ইনস্যুরেন্সের প্রতিটি শেয়ার গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫২ টাকা ৯০ পয়সায়। পুঁজিবাজারে আসার সময় কোম্পানিটির চেয়ারম্যান ছিলেন জাহিদ মালেক। পরে তিনি মন্ত্রী হলে চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। বর্তমানে কোম্পানিটির বোর্ডে জাহিদ মালেকের বোন রুবিনা হামিদ চেয়ারম্যান হিসেবে রয়েছেন। এ ছাড়া পরিচালক হিসেবে রয়েছেন জাহিদ মালেকের স্ত্রী শাবানা মালেক, ছেলে রাহাত মালেক এবং রুবিনা হামিদের স্বামী কাজী আকতার হামিদ।
সানলাইফ ইনস্যুরেন্সের কোম্পানি সচিব আব্দুল আজিজ বলেন, কোম্পানির বর্তমান উদ্যোক্তা পরিচালকদের সব শেয়ারই বিক্রি করা হচ্ছে।
সানলাইফ ইনস্যুরেন্স অধিগ্রহণের বিষয়ে গ্রিন ডেলটা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড জানিয়েছে, কোম্পানিটি এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো সানলাইফের উল্লেখযোগ্যসংখ্যক শেয়ার অধিগ্রহণের জন্য একটি চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মালিকানাধীন জীবন বিমা কোম্পানি সানলাইফ ইনস্যুরেন্স বিক্রি হয়ে যাচ্ছে। কোম্পানিটির শেয়ারগুলো কিনে নেবে আরেক তালিকাভুক্ত বিমা কোম্পানি গ্রিন ডেলটা ইনস্যুরেন্স লিমিটেড। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে উভয় কোম্পানি এই তথ্য প্রকাশ করেছে।
তথ্যমতে, সানলাইফের উদ্যোক্তা এবং পরিচালকদের কাছে থাকা ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৩০৯টি বা প্রায় ৪৩ শতাংশ শেয়ার গ্রিন ডেলটার কাছে বিক্রি করে দেওয়া হবে। গত রোববার বিকেলে অনুষ্ঠিত কোম্পানিটির ২১৯তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসইর ব্লক মার্কেটে এই শেয়ার লেনদেন হবে।
২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সানলাইফ ইনস্যুরেন্সের প্রতিটি শেয়ার গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫২ টাকা ৯০ পয়সায়। পুঁজিবাজারে আসার সময় কোম্পানিটির চেয়ারম্যান ছিলেন জাহিদ মালেক। পরে তিনি মন্ত্রী হলে চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। বর্তমানে কোম্পানিটির বোর্ডে জাহিদ মালেকের বোন রুবিনা হামিদ চেয়ারম্যান হিসেবে রয়েছেন। এ ছাড়া পরিচালক হিসেবে রয়েছেন জাহিদ মালেকের স্ত্রী শাবানা মালেক, ছেলে রাহাত মালেক এবং রুবিনা হামিদের স্বামী কাজী আকতার হামিদ।
সানলাইফ ইনস্যুরেন্সের কোম্পানি সচিব আব্দুল আজিজ বলেন, কোম্পানির বর্তমান উদ্যোক্তা পরিচালকদের সব শেয়ারই বিক্রি করা হচ্ছে।
সানলাইফ ইনস্যুরেন্স অধিগ্রহণের বিষয়ে গ্রিন ডেলটা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড জানিয়েছে, কোম্পানিটি এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো সানলাইফের উল্লেখযোগ্যসংখ্যক শেয়ার অধিগ্রহণের জন্য একটি চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৬ সালের জন্য নিজেদের নবনির্বাচিত নির্বাহী কমিটির নাম ঘোষণা করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা হেরিটেজ। জেসিআই একটি বৈশ্বিক সংগঠন, যা ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের নেতৃত্ব বিকাশ, কমিউনিটি সেবা এবং টেকসই সামাজিক উন্নয়নে কাজ করার সুযোগ করে দেয়।
৩৬ মিনিট আগে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) কাছে মোট ৩৩ হাজার ৩৩৭ কোটি টাকা পাওনা রয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের। এর মধ্যে বিপিসির পাওনা ১১ হাজার ৬৪৭ কোটি ৪ লাখ টাকা এবং পেট্রোবাংলার পাওনা ২১ হাজার ৬৯০ কোটি ৩৩ লাখ টাকা।
১ ঘণ্টা আগে
সভায় জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে বিমানের মোট আয় দাঁড়িয়েছে ১১ হাজার ৫৫৯ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ৯ দশমিক ৪৬ শতাংশ বেশি। একই সময়ে অপারেশনাল মুনাফা হয়েছে ১ হাজার ৬০২ কোটি টাকা।
২ ঘণ্টা আগে
চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও সৌদি আরব; যা বিনোদন, ব্যবসা ও ধর্মীয় ভ্রমণের মধ্যে ভারসাম্যপূর্ণ চাহিদার ইঙ্গিত দেয়। নেপাল, ভারত, ভুটান ও ইন্দোনেশিয়া যথাক্রমে সপ্তম থেকে দশম স্থানে থেকে শীর্ষ দশের তালিকা সম্পূর্ণ করেছে।
৩ ঘণ্টা আগে