নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরবর্তী ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। এতে সুদের হার বাড়িয়ে ঋণপ্রবাহ কমানোর মধ্য দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। তবে শুধু মূল্যস্ফীতি কমাতে গিয়ে অর্থনীতির অন্য সব খাত বিশেষ করে জিডিপি প্রবৃদ্ধি, বিনিয়োগ, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যে কী প্রভাব পড়বে, ওই ব্যাপারে তেমন কিছু বলা হয়নি। তবে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও ব্যাংকাররা মনে করেন, এতে প্রবৃদ্ধি কমবে এবং সার্বিক অর্থনীতির গতি কমবে।
ঘোষিত মুদ্রানীতি নিয়ে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, সুদ ক্রমান্বয়ে অনেক বেড়েছে। করোনার পরে এত বেশি সুদ বৃদ্ধি ব্যবসায়ীদের কষ্ট বাড়াবে। শুধু মূল্যস্ফীতি কমাতে সুদ বাড়ানোটা যৌক্তিক না। সব দিক বিবেচনা করা দরকার। তা না হলে অর্থনীতির ক্ষতি হবে। মুদ্রানীতি ভালো ফল না-ও দিতে পারে।
বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, ‘আমাদের দেশে মুদ্রানীতি ঘোষণা দেওয়ার জন্য দেওয়া। এটা কার্যত কোনো সুফল বয়ে আনে না। মুদ্রানীতি ঘোষণার পর চলতি বছরের প্রথমার্ধে মূল্যস্ফীতি ১০ শতাংশের কাছাকাছি ঘোরাফেরা করেছে। ঘোষিত মুদ্রানীতিতে সুদের যে হার বাড়ানো হয়েছে, এতে প্রাইভেট সেক্টরের গ্রোথ কমে যাবে। যদিও সরকার অ্যাগ্রেসিভলি মূল্যস্ফীতি কমিয়ে আনার জন্য কাজ করেছে। সফলতা কতখানি অর্জিত হবে, তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। সরকার একদিকে টাকা সাপ্লাই কমিয়ে বাজার থেকে টাকা তুলে নিচ্ছে, অন্যদিকে সুদের হারও বাড়িয়ে দিয়েছে। এতে ব্যাংকগুলো আরও তারল্যসংকটে পড়তে পারে।’
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান নূরুল আমীন বলেন, ‘সার্বিক বিবেচনায় এটি একটি সময়োপযোগী মুদ্রানীতি। কারণ, এখন আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা মূল্যস্ফীতি। এটা কমাতে হলে আমাদের সবাইকে কষ্ট করতে হবে। পলিসি রেট বাড়ানোর কারণে ঋণের মূল্য আরও বাড়বে। ফলে ব্যাংকগুলোকে টাকা ধার করার জন্য দিতে হবে অধিক সুদ। ফলে বাজারেও টাকার সরবরাহ কমে আসবে। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমানোর কারণে কর্মসংস্থানে সরাসরি প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। বেসরকারি খাতে ঋণ যদি না বাড়ে, তাহলে কর্মসংস্থান বাড়বে না। দেশের উন্নয়ন ব্যাহত হবে। কিন্তু সার্বিক অর্থনীতির কথা বিবেচনা করে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমানো হয়েছে। ছয়টা মাস কষ্ট করতে পারলে এবং মুদ্রানীতি ঠিকঠাক বাস্তবায়ন করতে পারলে সবার জন্যই মঙ্গল।’

পরবর্তী ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। এতে সুদের হার বাড়িয়ে ঋণপ্রবাহ কমানোর মধ্য দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। তবে শুধু মূল্যস্ফীতি কমাতে গিয়ে অর্থনীতির অন্য সব খাত বিশেষ করে জিডিপি প্রবৃদ্ধি, বিনিয়োগ, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যে কী প্রভাব পড়বে, ওই ব্যাপারে তেমন কিছু বলা হয়নি। তবে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও ব্যাংকাররা মনে করেন, এতে প্রবৃদ্ধি কমবে এবং সার্বিক অর্থনীতির গতি কমবে।
ঘোষিত মুদ্রানীতি নিয়ে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, সুদ ক্রমান্বয়ে অনেক বেড়েছে। করোনার পরে এত বেশি সুদ বৃদ্ধি ব্যবসায়ীদের কষ্ট বাড়াবে। শুধু মূল্যস্ফীতি কমাতে সুদ বাড়ানোটা যৌক্তিক না। সব দিক বিবেচনা করা দরকার। তা না হলে অর্থনীতির ক্ষতি হবে। মুদ্রানীতি ভালো ফল না-ও দিতে পারে।
বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, ‘আমাদের দেশে মুদ্রানীতি ঘোষণা দেওয়ার জন্য দেওয়া। এটা কার্যত কোনো সুফল বয়ে আনে না। মুদ্রানীতি ঘোষণার পর চলতি বছরের প্রথমার্ধে মূল্যস্ফীতি ১০ শতাংশের কাছাকাছি ঘোরাফেরা করেছে। ঘোষিত মুদ্রানীতিতে সুদের যে হার বাড়ানো হয়েছে, এতে প্রাইভেট সেক্টরের গ্রোথ কমে যাবে। যদিও সরকার অ্যাগ্রেসিভলি মূল্যস্ফীতি কমিয়ে আনার জন্য কাজ করেছে। সফলতা কতখানি অর্জিত হবে, তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। সরকার একদিকে টাকা সাপ্লাই কমিয়ে বাজার থেকে টাকা তুলে নিচ্ছে, অন্যদিকে সুদের হারও বাড়িয়ে দিয়েছে। এতে ব্যাংকগুলো আরও তারল্যসংকটে পড়তে পারে।’
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান নূরুল আমীন বলেন, ‘সার্বিক বিবেচনায় এটি একটি সময়োপযোগী মুদ্রানীতি। কারণ, এখন আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা মূল্যস্ফীতি। এটা কমাতে হলে আমাদের সবাইকে কষ্ট করতে হবে। পলিসি রেট বাড়ানোর কারণে ঋণের মূল্য আরও বাড়বে। ফলে ব্যাংকগুলোকে টাকা ধার করার জন্য দিতে হবে অধিক সুদ। ফলে বাজারেও টাকার সরবরাহ কমে আসবে। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমানোর কারণে কর্মসংস্থানে সরাসরি প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। বেসরকারি খাতে ঋণ যদি না বাড়ে, তাহলে কর্মসংস্থান বাড়বে না। দেশের উন্নয়ন ব্যাহত হবে। কিন্তু সার্বিক অর্থনীতির কথা বিবেচনা করে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমানো হয়েছে। ছয়টা মাস কষ্ট করতে পারলে এবং মুদ্রানীতি ঠিকঠাক বাস্তবায়ন করতে পারলে সবার জন্যই মঙ্গল।’

নিউইয়র্কে ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) আয়োজিত এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিট নেটওয়ার্কিং সেশনে অংশ নিয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
৪ ঘণ্টা আগে
অর্থনীতির চলমান চাপ এবং রাজস্ব ব্যবস্থার দুর্বলতার কারণে সরকারি খরচ চালাতে আয়ের অন্যতম উৎসে বড় ধরনের টান পড়েছে। এর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে রাজস্ব আদায়ে। এতে করে অর্থবছরের মাঝপথেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বড় ঘাটতির মুখে পড়েছে।
১৭ ঘণ্টা আগে
এক সপ্তাহ না যেতেই আবারও দেশের বাজারে সোনার দামে রেকর্ড হয়েছে। এবার ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা এসেছে। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এটিই দেশের বাজারে সোনার ভরির রেকর্ড দাম। সোনার নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশ
১৯ ঘণ্টা আগে
এখন বিকাশ অ্যাপ থেকে গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট’ (ই-সিএমএস) সেবা। অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ, তাৎক্ষণিক ও কার্যকর করতেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ।
২১ ঘণ্টা আগে