
পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী বেক্সিমকোর সব কারখানা খোলা রয়েছে, কোথাও উৎপাদন বন্ধ রাখা হয়নি। ‘১৫টি পোশাক কারখানার ৪০ হাজার শ্রমিক ছাঁটাই’ সংক্রান্ত প্রকাশিত সংবাদের ব্যাখ্যায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
২২ ডিসেম্বর ডিএসইর এক প্রশ্নের জবাবে পরদিন এক বিবৃতিতে বেক্সিমকো বলেছে, ‘বেক্সিমকো লিমিটেড সম্পূর্ণরূপে কার্যক্রম চালু রেখেছে। প্রতিবেদনে বন্ধ হিসেবে উল্লেখিত ১৫টি পোশাক কারখানা বেক্সিমকো লিমিটেডের নয়।’
বিবৃতিটি ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়, গত ১৯ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে এই মর্মে সংবাদ প্রকাশিত হয় যে, বেক্সিমকো গ্রুপের ১৫টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে ৪০ হাজার শ্রমিক ছাঁটাই করা হয়েছে। বিষয়টি স্পষ্ট করতেই বেক্সিমকো ডিএসইসহ সংশ্লিষ্টদের কাছে এই বিবৃতি পাঠিয়েছে।
বেক্সিমকো গ্রুপের বৃহত্তম প্রতিষ্ঠান বেক্সিমকো লিমিটেড। টেক্সটাইল, ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই), সিরামিকস, আইসিটি, রিয়েল এস্টেট, সামুদ্রিক খাদ্য এবং পণ্য বাণিজ্যসহ বিভিন্ন খাতে এই কোম্পানির উৎপাদন বিস্তৃত।
বেক্সিমকোর প্রধান ও সবচেয়ে বড় খাত টেক্সটাইল, যা দেশের এবং রপ্তানির বাজারে নারী, পুরুষ ও শিশুদের জন্য কটন ও পলিয়েস্টার মিশ্রিত পোশাক তৈরি করে।
গাজীপুরে রপ্তানিমুখী পোশাক ও বস্ত্র কারখানাগুলো কার্যাদেশ পায়নি—এমন কারণ দেখিয়ে বেক্সিমকো শিল্পগোষ্ঠী তাদের ১৫ পোশাক কারখানার প্রায় ৪০ হাজার কর্মী ছাঁটাই করেছে।
গত ১৯ ডিসেম্বর দ্য ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গাজীপুরে রপ্তানিমুখী পোশাক ও বস্ত্র কারখানাগুলো কার্যাদেশ পায়নি— এমন কারণ দেখিয়ে বেক্সিমকো শিল্পগোষ্ঠী তাদের ১৫ পোশাক কারখানার প্রায় ৪০ হাজার কর্মী ছাঁটাই করেছে।
গত ১৫ ডিসেম্বর জারি করা বিজ্ঞাপ্তিতে শিল্পগোষ্ঠীটির সব কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের ১৬ ডিসেম্বর থেকে ছাঁটাই কার্যকরের কথা জানানো হয়। এতে আরও বলা হয়, ছাঁটাই হওয়া শ্রমিকদের কারখানায় রিপোর্ট করার প্রয়োজন নেই। কেননা, আগামী ৩০ জানুয়ারি আবার কারখানা খোলার সম্ভাব্য তারিখ পর্যন্ত সব ধরনের উৎপাদন কাজ বন্ধ থাকবে।
৪৫ দিনের ছাঁটাইয়ের সময়কালে কর্মীদের বেতন সম্পর্কে বিজ্ঞপ্তিতে শ্রম আইনের উল্লেখ করা হয়েছে। এতে শ্রমিকদের মূল বেতনের অর্ধেক ও অন্যান্য সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।
ওই প্রতিবেদনে বেক্সিমকোর ফাইন্যান্স ও কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ওসমান কায়সার চৌধুরীকে উদ্ধৃত করে বলা হয়, ‘কাঁচামাল আমদানির জন্য এলসি খুলতে না পারায় উৎপাদন চালানো যাচ্ছে না।’
বেক্সিমকোর বিবৃতি নিশ্চিত করেছে, তাঁদের কোনো কারখানা বন্ধ হয়নি এবং সবগুলোই নিরবচ্ছিন্নভাবে উৎপাদন চালিয়ে যাচ্ছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী বেক্সিমকোর সব কারখানা খোলা রয়েছে, কোথাও উৎপাদন বন্ধ রাখা হয়নি। ‘১৫টি পোশাক কারখানার ৪০ হাজার শ্রমিক ছাঁটাই’ সংক্রান্ত প্রকাশিত সংবাদের ব্যাখ্যায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
২২ ডিসেম্বর ডিএসইর এক প্রশ্নের জবাবে পরদিন এক বিবৃতিতে বেক্সিমকো বলেছে, ‘বেক্সিমকো লিমিটেড সম্পূর্ণরূপে কার্যক্রম চালু রেখেছে। প্রতিবেদনে বন্ধ হিসেবে উল্লেখিত ১৫টি পোশাক কারখানা বেক্সিমকো লিমিটেডের নয়।’
বিবৃতিটি ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়, গত ১৯ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে এই মর্মে সংবাদ প্রকাশিত হয় যে, বেক্সিমকো গ্রুপের ১৫টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে ৪০ হাজার শ্রমিক ছাঁটাই করা হয়েছে। বিষয়টি স্পষ্ট করতেই বেক্সিমকো ডিএসইসহ সংশ্লিষ্টদের কাছে এই বিবৃতি পাঠিয়েছে।
বেক্সিমকো গ্রুপের বৃহত্তম প্রতিষ্ঠান বেক্সিমকো লিমিটেড। টেক্সটাইল, ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই), সিরামিকস, আইসিটি, রিয়েল এস্টেট, সামুদ্রিক খাদ্য এবং পণ্য বাণিজ্যসহ বিভিন্ন খাতে এই কোম্পানির উৎপাদন বিস্তৃত।
বেক্সিমকোর প্রধান ও সবচেয়ে বড় খাত টেক্সটাইল, যা দেশের এবং রপ্তানির বাজারে নারী, পুরুষ ও শিশুদের জন্য কটন ও পলিয়েস্টার মিশ্রিত পোশাক তৈরি করে।
গাজীপুরে রপ্তানিমুখী পোশাক ও বস্ত্র কারখানাগুলো কার্যাদেশ পায়নি—এমন কারণ দেখিয়ে বেক্সিমকো শিল্পগোষ্ঠী তাদের ১৫ পোশাক কারখানার প্রায় ৪০ হাজার কর্মী ছাঁটাই করেছে।
গত ১৯ ডিসেম্বর দ্য ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গাজীপুরে রপ্তানিমুখী পোশাক ও বস্ত্র কারখানাগুলো কার্যাদেশ পায়নি— এমন কারণ দেখিয়ে বেক্সিমকো শিল্পগোষ্ঠী তাদের ১৫ পোশাক কারখানার প্রায় ৪০ হাজার কর্মী ছাঁটাই করেছে।
গত ১৫ ডিসেম্বর জারি করা বিজ্ঞাপ্তিতে শিল্পগোষ্ঠীটির সব কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের ১৬ ডিসেম্বর থেকে ছাঁটাই কার্যকরের কথা জানানো হয়। এতে আরও বলা হয়, ছাঁটাই হওয়া শ্রমিকদের কারখানায় রিপোর্ট করার প্রয়োজন নেই। কেননা, আগামী ৩০ জানুয়ারি আবার কারখানা খোলার সম্ভাব্য তারিখ পর্যন্ত সব ধরনের উৎপাদন কাজ বন্ধ থাকবে।
৪৫ দিনের ছাঁটাইয়ের সময়কালে কর্মীদের বেতন সম্পর্কে বিজ্ঞপ্তিতে শ্রম আইনের উল্লেখ করা হয়েছে। এতে শ্রমিকদের মূল বেতনের অর্ধেক ও অন্যান্য সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।
ওই প্রতিবেদনে বেক্সিমকোর ফাইন্যান্স ও কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ওসমান কায়সার চৌধুরীকে উদ্ধৃত করে বলা হয়, ‘কাঁচামাল আমদানির জন্য এলসি খুলতে না পারায় উৎপাদন চালানো যাচ্ছে না।’
বেক্সিমকোর বিবৃতি নিশ্চিত করেছে, তাঁদের কোনো কারখানা বন্ধ হয়নি এবং সবগুলোই নিরবচ্ছিন্নভাবে উৎপাদন চালিয়ে যাচ্ছে।

চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
২ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
২ ঘণ্টা আগে
সরকারি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অদক্ষ পরিচালনার কারণে দেশের অনিশ্চিত দায় বা কনটিনজেন্ট লায়াবিলিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এ মুহূর্তে সরকারের এই দায় ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছেছে। এর বড় অংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
২ ঘণ্টা আগে
সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারপত্র ও ব্যানার টাঙানোর কাজ শুরু করেছে ব্যাংকগুলো। তবে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতের অর্থ হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য বেসরকারি সংস্থাকে (এনজিও) দিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান...
৫ ঘণ্টা আগে