নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোথাও জমে আছে কাঁদা, কোথাও থইথই করছে পানি। এর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা থেকে বেরোচ্ছে দুর্গন্ধ। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। ভোর থেকে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় বিকেল পর্যন্ত বাজারে ক্রেতা সমাগম ছিল অনেকটাই কম। ক্রেতা খরা থাকলেও সব ধরনের নিত্যপণ্যের দাম ছিল আকাশছোঁয়া।
রামপুরা, মেরাদিয়া ও মোহাম্মদপুর বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে নতুন করে বেড়েছে চালের দাম। সরু চালের দাম কেজিতে ২-৪ টাকা বেড়ে প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে ৭২-৭৪ টাকায় আর নাজিরশাইল ৭২-৭৮ টাকায়। মোটা চালের দামও বেড়েছে। আটাশসহ বিভিন্ন জাতের মোটা চাল প্রতি কেজি ৫৮-৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
ঊর্ধ্বগতির বাজারে পেঁয়াজ, আলুসহ অন্যান্য সবজির উল্লম্ফন অব্যাহত আছে। শুক্রবার বাজারে প্রতি কেজি লাল আলু ৬২-৬৫ টাকা ও সাদা আলু ৬০-৬২ টাকা দরে বিক্রি হয়েছে। আর বগুড়ার আলু ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। অন্যদিকে পেঁয়াজের দাম বেড়ে এখন দেড় শ ছোঁয়ার পথে। শুক্রবার বাজারে জাত ও মান ভেদে পেঁয়াজ ১২০-১৪০ টাকায় বিক্রি হয়েছে। ফার্মের বাদামি ডিম ৫০-৫২ টাকা হালি দরে বিক্রি হতে দেখা গেছে।
সপ্তাহের ব্যবধানে বাজারে সবচেয়ে বেশি বেড়েছে সবজির দাম। ১০০ টাকার নিচে খুব কম সবজিই পাওয়া যাচ্ছে। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায়। বেগুন প্রতি কেজি ১২০-১৩০ টাকা, ঝিঙে ও চিচিঙ্গা ৮০-৮৫ টাকা, পেঁপে ৬০-৭০ টাকা, কচুর লতি প্রতি কেজি ১০০-১৩০ টাকা, ধুন্দুল ৮০ টাকা, বরবটি ১৪০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, করলা ১৪০ টাকা, পটল ৬০-৮০ টাকা, ঢ্যাঁড়স ৭০-৮০ টাকা, কচুর মুখি প্রতি কেজি ১০০-১২০ টাকা দরে বিক্রি হয়েছে। কমের মধ্যে আছে কেবল মিষ্টি কুমড়া, সেটার দামও কেজি প্রতি ৫০ টাকা। কাঁচা মরিচের দাম আরও বেড়ে প্রতি কেজি ৩০০-৩২০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির চড়াদামের কারণে একাধিক ক্রেতাকে পিস হিসেবে বেগুন, চিচিঙ্গা, টমেটোসহ বিভিন্ন সবজি কিনতে দেখা গেছে।
মেরাদিয়া বাজারে সবজি কিনতে আসা ইসমত আরা বলেন, সবজির যা দাম। বেগুন, চিচিঙ্গা দুইটা তিনটা করে কিনতেছি।
সবজির চড়াদামের কারণ জানতে চাইলে রামপুরা বাজারের বিক্রেতা সজীব মিয়া বলেন, বৃষ্টিতে অনেক সবজি পঁচবো। সেই দাম তো তুলতে হইব। তাছাড়া সবজি কিনতেও হইতেছে বেশি দামে। তাই বেচার সময়ই বেশি দাম রাখা লাগে। এইখানে আমগো হাত নাই।
চাল, পেঁয়াজসহ বিভিন্ন সবজির আকাশছোঁয়া দামের কারণ সম্পর্কে জানতে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গরু ও খাসির মাংস আগের মতোই কেজিপ্রতি যথাক্রমে ৭৮০ টাকা এবং এক হাজার ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

কোথাও জমে আছে কাঁদা, কোথাও থইথই করছে পানি। এর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা থেকে বেরোচ্ছে দুর্গন্ধ। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। ভোর থেকে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় বিকেল পর্যন্ত বাজারে ক্রেতা সমাগম ছিল অনেকটাই কম। ক্রেতা খরা থাকলেও সব ধরনের নিত্যপণ্যের দাম ছিল আকাশছোঁয়া।
রামপুরা, মেরাদিয়া ও মোহাম্মদপুর বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে নতুন করে বেড়েছে চালের দাম। সরু চালের দাম কেজিতে ২-৪ টাকা বেড়ে প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে ৭২-৭৪ টাকায় আর নাজিরশাইল ৭২-৭৮ টাকায়। মোটা চালের দামও বেড়েছে। আটাশসহ বিভিন্ন জাতের মোটা চাল প্রতি কেজি ৫৮-৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
ঊর্ধ্বগতির বাজারে পেঁয়াজ, আলুসহ অন্যান্য সবজির উল্লম্ফন অব্যাহত আছে। শুক্রবার বাজারে প্রতি কেজি লাল আলু ৬২-৬৫ টাকা ও সাদা আলু ৬০-৬২ টাকা দরে বিক্রি হয়েছে। আর বগুড়ার আলু ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। অন্যদিকে পেঁয়াজের দাম বেড়ে এখন দেড় শ ছোঁয়ার পথে। শুক্রবার বাজারে জাত ও মান ভেদে পেঁয়াজ ১২০-১৪০ টাকায় বিক্রি হয়েছে। ফার্মের বাদামি ডিম ৫০-৫২ টাকা হালি দরে বিক্রি হতে দেখা গেছে।
সপ্তাহের ব্যবধানে বাজারে সবচেয়ে বেশি বেড়েছে সবজির দাম। ১০০ টাকার নিচে খুব কম সবজিই পাওয়া যাচ্ছে। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায়। বেগুন প্রতি কেজি ১২০-১৩০ টাকা, ঝিঙে ও চিচিঙ্গা ৮০-৮৫ টাকা, পেঁপে ৬০-৭০ টাকা, কচুর লতি প্রতি কেজি ১০০-১৩০ টাকা, ধুন্দুল ৮০ টাকা, বরবটি ১৪০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, করলা ১৪০ টাকা, পটল ৬০-৮০ টাকা, ঢ্যাঁড়স ৭০-৮০ টাকা, কচুর মুখি প্রতি কেজি ১০০-১২০ টাকা দরে বিক্রি হয়েছে। কমের মধ্যে আছে কেবল মিষ্টি কুমড়া, সেটার দামও কেজি প্রতি ৫০ টাকা। কাঁচা মরিচের দাম আরও বেড়ে প্রতি কেজি ৩০০-৩২০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির চড়াদামের কারণে একাধিক ক্রেতাকে পিস হিসেবে বেগুন, চিচিঙ্গা, টমেটোসহ বিভিন্ন সবজি কিনতে দেখা গেছে।
মেরাদিয়া বাজারে সবজি কিনতে আসা ইসমত আরা বলেন, সবজির যা দাম। বেগুন, চিচিঙ্গা দুইটা তিনটা করে কিনতেছি।
সবজির চড়াদামের কারণ জানতে চাইলে রামপুরা বাজারের বিক্রেতা সজীব মিয়া বলেন, বৃষ্টিতে অনেক সবজি পঁচবো। সেই দাম তো তুলতে হইব। তাছাড়া সবজি কিনতেও হইতেছে বেশি দামে। তাই বেচার সময়ই বেশি দাম রাখা লাগে। এইখানে আমগো হাত নাই।
চাল, পেঁয়াজসহ বিভিন্ন সবজির আকাশছোঁয়া দামের কারণ সম্পর্কে জানতে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গরু ও খাসির মাংস আগের মতোই কেজিপ্রতি যথাক্রমে ৭৮০ টাকা এবং এক হাজার ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
২ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১০ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
১০ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
১০ ঘণ্টা আগে