নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা মো. নুরুজ্জামান। পুঁজিবাজারে গত আড়াই মাসের দরপতনে তিনি প্রায় লাখ টাকার মতো পুঁজি হারিয়েছেন। পোর্টফোলিওতে থাকা শেয়ার বিক্রি করা বা নতুন শেয়ার কিনছেন না এই বিনিয়োগকারী। ঈদের পর পুঁজিবাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন।
নুরুজ্জামানের মতো অসংখ্য বিনিয়োগকারী ঈদের পরে পুঁজিবাজার কোন দিকে যায়, তা দেখার অপেক্ষায় রয়েছেন। বর্তমানে বিনিয়োগকারীদের সিংহভাগই লোকসানের কারণে শেয়ার বিক্রি এবং নতুন করে শেয়ার কিনতে পারছেন না। ঈদ-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণের পরই বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন তাঁরা।
বিনিয়োগকারীরা বলছেন, বাজার ঘুরে দাঁড়ালে নতুন করে বিনিয়োগ বা পুঁজিবাজারে থাকবেন। আর তা না হলে অনেকেই পুঁজিবাজার ত্যাগের সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে নুরুজ্জামান বলেন, ঈদের পর কী হয়, অপেক্ষায় আছি। পরিস্থিতি ভালো না হলে শেয়ার বিক্রি করে দেব। এ ছাড়া তো উপায় নেই। ভালো হলে অবশ্যই নতুন কিছু বিনিয়োগের চেষ্টা করব।
আরেক বিনিয়োগকারী ফিদুল বিশ্বাস বলেন, ‘বিনিয়োগকারীরা ভয় থেকে শেয়ার ছেড়ে দিচ্ছেন। গ্যাম্বলাররাও (জুয়াড়ি) শেয়ার ছেড়ে দিচ্ছে, এসব কারণে বাজার খারাপ হচ্ছে। সাধারণ বিনিয়োগকারীরা এমন পর্যায়ে চলে গেছে যে বিক্রিও করতে পারছে না, কিনতেও পারছে না। ঈদের পর কী হবে তা অনিশ্চয়তার মধ্যে। তারপরই হয়তো সবাই সিদ্ধান্ত নেবেন। আমি মনে করি, গ্যাম্বলাররা না তুললে বাজার ওপরে উঠবে না।’
এ বিষয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের আগে বা পরে বলে নয়, এ রকম পরিস্থিতি দীর্ঘ সময় ধরে চলুক, এটা আমরা চাই না। গতিশীল ব্যবসার ধর্মই হলো কেউ চলে যাবে, নতুন করে কেউ আসবে।’

একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা মো. নুরুজ্জামান। পুঁজিবাজারে গত আড়াই মাসের দরপতনে তিনি প্রায় লাখ টাকার মতো পুঁজি হারিয়েছেন। পোর্টফোলিওতে থাকা শেয়ার বিক্রি করা বা নতুন শেয়ার কিনছেন না এই বিনিয়োগকারী। ঈদের পর পুঁজিবাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন।
নুরুজ্জামানের মতো অসংখ্য বিনিয়োগকারী ঈদের পরে পুঁজিবাজার কোন দিকে যায়, তা দেখার অপেক্ষায় রয়েছেন। বর্তমানে বিনিয়োগকারীদের সিংহভাগই লোকসানের কারণে শেয়ার বিক্রি এবং নতুন করে শেয়ার কিনতে পারছেন না। ঈদ-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণের পরই বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন তাঁরা।
বিনিয়োগকারীরা বলছেন, বাজার ঘুরে দাঁড়ালে নতুন করে বিনিয়োগ বা পুঁজিবাজারে থাকবেন। আর তা না হলে অনেকেই পুঁজিবাজার ত্যাগের সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে নুরুজ্জামান বলেন, ঈদের পর কী হয়, অপেক্ষায় আছি। পরিস্থিতি ভালো না হলে শেয়ার বিক্রি করে দেব। এ ছাড়া তো উপায় নেই। ভালো হলে অবশ্যই নতুন কিছু বিনিয়োগের চেষ্টা করব।
আরেক বিনিয়োগকারী ফিদুল বিশ্বাস বলেন, ‘বিনিয়োগকারীরা ভয় থেকে শেয়ার ছেড়ে দিচ্ছেন। গ্যাম্বলাররাও (জুয়াড়ি) শেয়ার ছেড়ে দিচ্ছে, এসব কারণে বাজার খারাপ হচ্ছে। সাধারণ বিনিয়োগকারীরা এমন পর্যায়ে চলে গেছে যে বিক্রিও করতে পারছে না, কিনতেও পারছে না। ঈদের পর কী হবে তা অনিশ্চয়তার মধ্যে। তারপরই হয়তো সবাই সিদ্ধান্ত নেবেন। আমি মনে করি, গ্যাম্বলাররা না তুললে বাজার ওপরে উঠবে না।’
এ বিষয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের আগে বা পরে বলে নয়, এ রকম পরিস্থিতি দীর্ঘ সময় ধরে চলুক, এটা আমরা চাই না। গতিশীল ব্যবসার ধর্মই হলো কেউ চলে যাবে, নতুন করে কেউ আসবে।’

চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
৯ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
৯ ঘণ্টা আগে
সরকারি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অদক্ষ পরিচালনার কারণে দেশের অনিশ্চিত দায় বা কনটিনজেন্ট লায়াবিলিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এ মুহূর্তে সরকারের এই দায় ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছেছে। এর বড় অংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
৯ ঘণ্টা আগে
দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৯ ঘণ্টা আগে