
উড়োজাহাজের ফিউজিলাজ বা মূল কাঠামোতে নির্মাণত্রুটির কারণে আটকে গেছে ৫০টি বোয়িংয়ের ৭৩৭-ম্যাক্স উড়োজাহাজের ডেলিভারি। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই সিরিজের বেশ কয়েকটি উড়োজাহাজের ফিউজিলাজে ‘অপ্রয়োজনীয় দুটি ছিদ্র’ ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বোয়িং বলছে, ৭৩৭-ম্যাক্স মডেলের বেশ কয়েকটি উড়োজাহাজের জানালার ফ্রেমের কাছে বেশ দুটি করে ‘প্রয়োজনের তুলনায় ছোট’ গর্ত করা হয়েছে এবং কিছু কিছু বিমানে জানালার ফ্রেম কিছুটা ছোট করে তৈরি করা হয়েছে।
বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনের প্রধান নির্বাহী স্ট্যান ডিল বলেছেন, গত বৃহস্পতিবার সরবরাহকারী প্রতিষ্ঠান স্পিরিট অ্যারোসিস্টেম ৭৩৭-ম্যাক্স সিরিজের বেশ কয়েকটি উড়োজাহাজের ফিউজিলাজে অসংগতির বিষয়ে জানায়।
‘আমি সেই কর্মীকে ধন্যবাদ জানাতে চাই যিনি তাঁর ম্যানেজারের কাছে জানিয়েছিলেন যে, ফিউজিলাজে দুটি ছিদ্র প্রয়োজনীয়তা অনুসারে করা হয়নি।’
স্ট্যান ডিল আরও বলেন, এই ত্রুটি ফ্লাইটের নিরাপত্তার জন্য কোনো সমস্যা নয়। তবু ৫০টি উড়োজাহাজ নিয়ে আরও কিছু কাজ করতে হবে।
ফিউজিলাজ তৈরির জন্য ২০০৫ সালে স্পিরিট অ্যারোসিস্টেম প্রতিষ্ঠা করে বোয়িং। কানসাসের উইচিতায় স্পিরিটের কারখানায় ফিউজিলাজ তৈরি করে সেগুলোকে ট্রেনে করে ওয়াশিংটনের রেনটনে আনা হয়। সেখানেই পূর্ণাঙ্গ উড়োজাহাজ হিসেবে গড়ে তোলা হয়।
গত জানুয়ারির শুরুতে বোয়িংয়ের একটি উড়োজাহাজের দরজা আকাশে ওঠার পর খুলে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। এর পর থেকেই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও তদন্ত সংস্থার কোপানলের মুখে আছে।

উড়োজাহাজের ফিউজিলাজ বা মূল কাঠামোতে নির্মাণত্রুটির কারণে আটকে গেছে ৫০টি বোয়িংয়ের ৭৩৭-ম্যাক্স উড়োজাহাজের ডেলিভারি। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই সিরিজের বেশ কয়েকটি উড়োজাহাজের ফিউজিলাজে ‘অপ্রয়োজনীয় দুটি ছিদ্র’ ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বোয়িং বলছে, ৭৩৭-ম্যাক্স মডেলের বেশ কয়েকটি উড়োজাহাজের জানালার ফ্রেমের কাছে বেশ দুটি করে ‘প্রয়োজনের তুলনায় ছোট’ গর্ত করা হয়েছে এবং কিছু কিছু বিমানে জানালার ফ্রেম কিছুটা ছোট করে তৈরি করা হয়েছে।
বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনের প্রধান নির্বাহী স্ট্যান ডিল বলেছেন, গত বৃহস্পতিবার সরবরাহকারী প্রতিষ্ঠান স্পিরিট অ্যারোসিস্টেম ৭৩৭-ম্যাক্স সিরিজের বেশ কয়েকটি উড়োজাহাজের ফিউজিলাজে অসংগতির বিষয়ে জানায়।
‘আমি সেই কর্মীকে ধন্যবাদ জানাতে চাই যিনি তাঁর ম্যানেজারের কাছে জানিয়েছিলেন যে, ফিউজিলাজে দুটি ছিদ্র প্রয়োজনীয়তা অনুসারে করা হয়নি।’
স্ট্যান ডিল আরও বলেন, এই ত্রুটি ফ্লাইটের নিরাপত্তার জন্য কোনো সমস্যা নয়। তবু ৫০টি উড়োজাহাজ নিয়ে আরও কিছু কাজ করতে হবে।
ফিউজিলাজ তৈরির জন্য ২০০৫ সালে স্পিরিট অ্যারোসিস্টেম প্রতিষ্ঠা করে বোয়িং। কানসাসের উইচিতায় স্পিরিটের কারখানায় ফিউজিলাজ তৈরি করে সেগুলোকে ট্রেনে করে ওয়াশিংটনের রেনটনে আনা হয়। সেখানেই পূর্ণাঙ্গ উড়োজাহাজ হিসেবে গড়ে তোলা হয়।
গত জানুয়ারির শুরুতে বোয়িংয়ের একটি উড়োজাহাজের দরজা আকাশে ওঠার পর খুলে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। এর পর থেকেই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও তদন্ত সংস্থার কোপানলের মুখে আছে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
১১ ঘণ্টা আগে
চলতি বছর দেশের অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, এই ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার।
১১ ঘণ্টা আগে