Ajker Patrika

আদর্শ জীবন গঠনে উদ্বুদ্ধ করতে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির অভিনব প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১৫: ২৩
আদর্শ জীবন গঠনে উদ্বুদ্ধ করতে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির অভিনব প্রচারণা
শিশু-কিশোর তথা ভবিষ্যত প্রজন্মের নৈতিক চরিত্র গঠনের জন্য লংকাবাংলার উদ্যোগ। ছবি: লংকাবাংলা।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি আধুনিক ও দায়িত্বশীল আর্থিক সেবা দেওয়ার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায়ও কাজ করে যাচ্ছে। মাহে রমজানে সংযম ও আত্মশুদ্ধির শিক্ষার পাশাপাশি শিশু-কিশোর তথা ভবিষ্যত প্রজন্মের নৈতিক চরিত্র গঠনের জন্য প্রতিষ্ঠানটি এক অভিনব উদ্যোগ নিয়েছে তাঁরা।

রমজান মাসব্যাপী লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ প্রচারণা চালাচ্ছে, যেখানে প্রতীকী চরিত্র মুহাইমিন ও সামিরাহর মাধ্যমে নৈতিক শিক্ষা, সততা, নিষ্ঠা, উদারতা ও বদান্যতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে শব্দ দূষণ প্রতিরোধ, অপ্রয়োজনে হর্ন বাজানোর ক্ষতিকারক দিক, পরিচ্ছন্নতার গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি সহমর্মিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার মতো বিষয়েও সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।

শিশু-কিশোর তথা ভবিষ্যত প্রজন্মের নৈতিক চরিত্র গঠনের জন্য লংকাবাংলার উদ্যোগ। ছবি: লংকাবাংলা।
শিশু-কিশোর তথা ভবিষ্যত প্রজন্মের নৈতিক চরিত্র গঠনের জন্য লংকাবাংলার উদ্যোগ। ছবি: লংকাবাংলা।

অত্যন্ত চমকপ্রদ শব্দচয়ন ও ছড়ার মাধ্যমে প্রতিদিন ফেসবুক পোস্টের মাধ্যমে এই প্রচারণা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দেশের ভবিষ্যত প্রজন্মের আদর্শিক জীবন গঠনের জন্য লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির মাসব্যাপী এই উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করে এবং আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য সবাইকে অনুপ্রাণিত করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত