বিজ্ঞপ্তি
ইউএস-বাংলা এয়ারলাইনসের অঙ্গপ্রতিষ্ঠান ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপ লিমিটেড নিয়ে এসেছে নতুন ক্যাম্পেইন ‘মে ম্যাডনেস’। চলবে আজ ১২ থেকে ১৮ মে পর্যন্ত।
ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের অনলাইন শপিং জগতে কার্টআপ ইতিমধ্যে ক্রেতাদের মনে আস্থার জায়গা করে নিয়েছে। অন্য সব অনলাইন মার্কেটপ্লেসের চেয়ে কার্টআপ দিচ্ছে তুলনামূলক সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্য পণ্য এবং দ্রুততম সময়ে ডেলিভারি।’
মে ম্যাডনেস ক্যাম্পেইনে কার্টআপ ক্রেতারা দেশের যেকোনো প্রান্ত থেকে পছন্দের সব ধরনের কেনাকাটা করতে পারবে খুব সহজেই। ফ্যাশন ও লাইফস্টাইল, ইলেকট্রনিকস, স্বাস্থ্য ও সৌন্দর্য এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য পাওয়া যাবে এই মেগা ক্যাম্পেইনে।
ক্রেতাদের কেনাকাটায় ভিন্নমাত্রা যোগ করতে পুরো ক্যাম্পেইন সপ্তাহজুড়ে কার্টআপ দিচ্ছে ফ্রি ডেলিভারি, টপ ডিল, সারপ্রাইজ বক্স, ব্র্যান্ড ফ্ল্যাশ সেল, ১৫ টাকার ডিল, আর্লি বার্ড ভাউচার, সারপ্রাইজ ভাউচারসহ আরও অনেক কিছু।
কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ আরেফিন বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করি গ্রাহকদের কাছে মানসম্মত পণ্য, বাজার সেরা দাম এবং সময়মতো ডেলিভারি পৌঁছে দিতে। মে ম্যাডনেস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চাই সবাই যেন সহজে, নিশ্চিন্তে আর সাশ্রয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারেন।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ক্যাম্পেইনকে আরও জমজমাট করে তুলতে অ্যাপেক্স, বাটা, কুডি, লট্টো, এমজেল বাংলাদেশ পিএলসি, ন্যাচুরা কেয়ার, কিউ কসমেটিকস, স্কিন ক্যাফে ও ইউগ্রিনসহ দেশের জনপ্রিয় অনেক ব্র্যান্ড তাদের নতুন কালেকশন ও অফারসহ এ আয়োজনে যুক্ত হয়েছে।
এ ছাড়া কেনাকাটায় লেনদেনের নির্বিঘ্নতা নিশ্চিত করতে পুরো ক্যাম্পেইন জুড়ে থাকছে পেমেন্ট পার্টনারদের সহযোগিতা। নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা পাবেন বিশেষ ডিসকাউন্ট আর বিকাশ গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক!
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দারুণ সব ছাড়, আকর্ষণীয় ডিল আর অফারসহ শপিং হবে উৎসবমুখর। তাই দেরি না করে এখনই ভিজিট করুন কার্টআপে (www.cartup.com), চোখ রাখুন কার্টআপের সোশ্যাল মিডিয়ায় এবং অংশ নিন বছরের সেরা শপিং উৎসবে।’

ইউএস-বাংলা এয়ারলাইনসের অঙ্গপ্রতিষ্ঠান ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপ লিমিটেড নিয়ে এসেছে নতুন ক্যাম্পেইন ‘মে ম্যাডনেস’। চলবে আজ ১২ থেকে ১৮ মে পর্যন্ত।
ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের অনলাইন শপিং জগতে কার্টআপ ইতিমধ্যে ক্রেতাদের মনে আস্থার জায়গা করে নিয়েছে। অন্য সব অনলাইন মার্কেটপ্লেসের চেয়ে কার্টআপ দিচ্ছে তুলনামূলক সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্য পণ্য এবং দ্রুততম সময়ে ডেলিভারি।’
মে ম্যাডনেস ক্যাম্পেইনে কার্টআপ ক্রেতারা দেশের যেকোনো প্রান্ত থেকে পছন্দের সব ধরনের কেনাকাটা করতে পারবে খুব সহজেই। ফ্যাশন ও লাইফস্টাইল, ইলেকট্রনিকস, স্বাস্থ্য ও সৌন্দর্য এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য পাওয়া যাবে এই মেগা ক্যাম্পেইনে।
ক্রেতাদের কেনাকাটায় ভিন্নমাত্রা যোগ করতে পুরো ক্যাম্পেইন সপ্তাহজুড়ে কার্টআপ দিচ্ছে ফ্রি ডেলিভারি, টপ ডিল, সারপ্রাইজ বক্স, ব্র্যান্ড ফ্ল্যাশ সেল, ১৫ টাকার ডিল, আর্লি বার্ড ভাউচার, সারপ্রাইজ ভাউচারসহ আরও অনেক কিছু।
কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ আরেফিন বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করি গ্রাহকদের কাছে মানসম্মত পণ্য, বাজার সেরা দাম এবং সময়মতো ডেলিভারি পৌঁছে দিতে। মে ম্যাডনেস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চাই সবাই যেন সহজে, নিশ্চিন্তে আর সাশ্রয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারেন।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ক্যাম্পেইনকে আরও জমজমাট করে তুলতে অ্যাপেক্স, বাটা, কুডি, লট্টো, এমজেল বাংলাদেশ পিএলসি, ন্যাচুরা কেয়ার, কিউ কসমেটিকস, স্কিন ক্যাফে ও ইউগ্রিনসহ দেশের জনপ্রিয় অনেক ব্র্যান্ড তাদের নতুন কালেকশন ও অফারসহ এ আয়োজনে যুক্ত হয়েছে।
এ ছাড়া কেনাকাটায় লেনদেনের নির্বিঘ্নতা নিশ্চিত করতে পুরো ক্যাম্পেইন জুড়ে থাকছে পেমেন্ট পার্টনারদের সহযোগিতা। নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা পাবেন বিশেষ ডিসকাউন্ট আর বিকাশ গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক!
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দারুণ সব ছাড়, আকর্ষণীয় ডিল আর অফারসহ শপিং হবে উৎসবমুখর। তাই দেরি না করে এখনই ভিজিট করুন কার্টআপে (www.cartup.com), চোখ রাখুন কার্টআপের সোশ্যাল মিডিয়ায় এবং অংশ নিন বছরের সেরা শপিং উৎসবে।’

দেশের জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো বেসরকারি সংস্থা (এনজিও) গণভোট ইস্যুতে প্রচারে আর্থিক সহায়তা চাইলে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর)
২ মিনিট আগে
নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
৬ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১৩ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
১৩ ঘণ্টা আগে