
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিদ্যুতের দাম বাড়ানোর পরামর্শ দিলেও সরকার তা এ মুহূর্তে বাস্তবায়ন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে আইএমএফের ব্রিফিংয়ের পর সাংবাদিকদের এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ফাওজুল কবির খান এ কথা বলেন।
বিদ্যুৎ উপদেষ্টা বলেন, সরকার এখন আইএমএফের চাওয়া অনুযায়ী বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কারণ, উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে সাধারণ মানুষ এরই মধ্যে কঠিন আর্থিক চাপে রয়েছে। বিদ্যুতের দাম বাড়ালে তাদের দুর্ভোগ আরও বাড়বে, এমন আশঙ্কার বিষয়টি সরকার আইএমএফকে জানিয়েছে। আইএমএফ এ বিষয়ে সরকারের অবস্থান মেনেও নিয়েছে বলে দাবি করেন তিনি।
এ প্রসঙ্গে ফাওজুল কবির খান আরও বলেন, সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ উৎপাদনের খরচ কমানোর চেষ্টা চলছে, যাতে ভর্তুকি কমানো সম্ভব হয়। বিদ্যুৎ খাতে ২০১০ সালে যে বিশেষ বিধান করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে এবং বর্তমানে বিদ্যুৎ কোম্পানির বোর্ডে যাঁরা সরকারি সচিব ছিলেন, তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে বিদ্যুৎ খাতে যেসব দুর্নীতির ঘটনা ঘটছিল, তা বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ ছাড়া সরকার বিদ্যুৎ খাতের উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ ব্যবস্থার আধুনিকীকরণ এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা। বিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সরকার মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে চায়, তবে তা যেন সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ সৃষ্টি না করে।
এই প্রেক্ষাপটে সরকার আইএমএফের পরামর্শ অনুযায়ী বিদ্যুতের দাম বাড়ানোর পরিবর্তে অন্যান্য উপায়ে এ খাতের সংকট মোকাবিলার পরিকল্পনা বাস্তবায়ন করবে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের বকেয়া প্রায় ৫০ হাজার কোটি টাকায় পৌঁছেছে। গত বছরের আগস্ট থেকে এ বছরের অক্টোবর পর্যন্ত বিদ্যুৎ খাতে বকেয়া সাড়ে ৪৫ হাজার কোটি টাকা, যা চলতি বছরের বাজেট বরাদ্দের ৩০ শতাংশ বেশি। প্রতিমাসে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার কোটি টাকা নতুন করে যুক্ত হলেও রাজস্ব আহরণের অভাবে অর্থ মন্ত্রণালয় মাত্র ১ হাজার ৫০০ থেকে ২ হাজার কোটি টাকা পরিশোধ করতে পারছে। এতে বকেয়ার পরিমাণ বাড়ছে।

অন্তর্বর্তী সরকার এখন ছয়টি মেগা প্রকল্পের মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে আগামী রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব তোলা হবে। প্রস্তাবিত মেগা প্রকল্পগুলোর মধ্যে পাঁচটির মেয়াদ চতুর্থবার এবং একটির পঞ্চমবার বাড়ানোর প্রক্রিয়ায় রয়েছে।
১১ ঘণ্টা আগে
বাণিজ্যিক পোলট্রি খামারের জন্য এক দিন বয়সী প্যারেন্ট স্টক বা প্রজননকারী মুরগির বাচ্চা আমদানি নিষিদ্ধ করতে চায় সরকার। জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা, ২০২৬-এর চূড়ান্ত খসড়ায় এ ধরনের প্রস্তাব রাখা হয়েছে। খসড়ায় বলা হয়, দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়িয়ে ধাপে ধাপে আমদানিনির্ভরতা কমানোই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।
১১ ঘণ্টা আগে
এক দিনের ব্যবধানে ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৪০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৫২ হাজার টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম।
১৪ ঘণ্টা আগে
নিপ্পন পেইন্ট বাংলাদেশকে অ্যাডভান্সড ট্রানজ্যাকশন ব্যাংকিং সলিউশন দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই উদ্যোগের লক্ষ্য হলো নিপ্পন পেইন্টের ডিলার ও ডিস্ট্রিবিউটর কালেকশন ব্যবস্থায় রিসিভেবল ম্যানেজমেন্ট শক্তিশালী, কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিত করা।
১৪ ঘণ্টা আগে