নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোক্তা পর্যায়ে ফের বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বৃহস্পতিবার প্রতি কেজি গ্যাসে মূসকসহ ১২৪ দশমিক ৮৫ টাকা সমন্বয় করে এই ঘোষণা দেয়।
সেই পরিপ্রেক্ষিতে ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বেড়েছে। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াল ১ হাজার ৪৯৮ টাকায়, যা জানুয়ারি মাসে ছিল ১ হাজার ২৩২ টাকা।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকেই এই দাম কার্যকর হবে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসকসহ মূল্য ৫.৫ কেজি ৬৮৭ টাকা; ১২ কেজি ১ হাজার ৪৯৮ টাকা; ১২.৫ কেজি ১ হাজার ৫৬১ টাকা; ১৫ কেজি ১ হাজার ৮৭৩ টাকা; ১৬ কেজি ১ হাজার ৯৯৮ টাকা; ১৮ কেজি ২ হাজার ২৪৮ টাকা; ২০ কেজি ২ হাজার ৪৯৭ টাকা; ২২ কেজি ২ হাজার ৭৪৭ টাকা; ২৫ কেজি ৩ হাজার ১২১ টাকা; ৩০ কেজি ৩ হাজার ৭৪৫ টাকা; ৩৩ কেজি ৪ হাজার ১২০ টাকা; ৩৫ কেজি ৪ হাজার ৩৭০ টাকা এবং ৪৫ কেজি ৫ হাজার ৬১৮ টাকা।
বিইআরসি জানিয়েছে, ডিসেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) যথাক্রমে প্রতি মেট্রিক টন ৬৫০ মার্কিন ডলার এবং ৬৫০ মার্কিন ডলার ছিল। এটি জানুয়ারি মাসে কমে যথাক্রমে ৫৯০ এবং ৬০৯ ডলার হয়েছিল। এবার তা আবারও বেড়ে প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) ৭৯০ মার্কিন ডলারে দাড়িয়েছে।
এদিকে ফেব্রুয়ারি মাসে অটোগ্যাসের দাম ধরা হয়েছে লিটার প্রতি ৬৯ দশমিক ৭১ টাকা। যা জানুয়ারি মাসে ছিল ৫৭ দশমিক ৪১ টাকা।

ভোক্তা পর্যায়ে ফের বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বৃহস্পতিবার প্রতি কেজি গ্যাসে মূসকসহ ১২৪ দশমিক ৮৫ টাকা সমন্বয় করে এই ঘোষণা দেয়।
সেই পরিপ্রেক্ষিতে ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বেড়েছে। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াল ১ হাজার ৪৯৮ টাকায়, যা জানুয়ারি মাসে ছিল ১ হাজার ২৩২ টাকা।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকেই এই দাম কার্যকর হবে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসকসহ মূল্য ৫.৫ কেজি ৬৮৭ টাকা; ১২ কেজি ১ হাজার ৪৯৮ টাকা; ১২.৫ কেজি ১ হাজার ৫৬১ টাকা; ১৫ কেজি ১ হাজার ৮৭৩ টাকা; ১৬ কেজি ১ হাজার ৯৯৮ টাকা; ১৮ কেজি ২ হাজার ২৪৮ টাকা; ২০ কেজি ২ হাজার ৪৯৭ টাকা; ২২ কেজি ২ হাজার ৭৪৭ টাকা; ২৫ কেজি ৩ হাজার ১২১ টাকা; ৩০ কেজি ৩ হাজার ৭৪৫ টাকা; ৩৩ কেজি ৪ হাজার ১২০ টাকা; ৩৫ কেজি ৪ হাজার ৩৭০ টাকা এবং ৪৫ কেজি ৫ হাজার ৬১৮ টাকা।
বিইআরসি জানিয়েছে, ডিসেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) যথাক্রমে প্রতি মেট্রিক টন ৬৫০ মার্কিন ডলার এবং ৬৫০ মার্কিন ডলার ছিল। এটি জানুয়ারি মাসে কমে যথাক্রমে ৫৯০ এবং ৬০৯ ডলার হয়েছিল। এবার তা আবারও বেড়ে প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) ৭৯০ মার্কিন ডলারে দাড়িয়েছে।
এদিকে ফেব্রুয়ারি মাসে অটোগ্যাসের দাম ধরা হয়েছে লিটার প্রতি ৬৯ দশমিক ৭১ টাকা। যা জানুয়ারি মাসে ছিল ৫৭ দশমিক ৪১ টাকা।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের আদেশ মেনে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
এখন থেকে পদ্মাসেতু পারাপারে যাত্রীরা টোল পরিশোধ করতে পারবেন নগদের মাধ্যমে। আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ডাকঘরের ডিজিটাল আর্থিক পরিষেবা নগদ।
৪ ঘণ্টা আগে
দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে এবং ব্যবসা পরিচালনার প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও গতিশীল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সঙ্গে ১১টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
৪ ঘণ্টা আগে
বন্ড সুবিধা বহাল ও সরকারের সঙ্গে আলোচনা চান দেশের তৈরি পোশাক কারখানা মালিকেরা। ভারত থেকে সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এই দাবি জানান তাঁরা।
৫ ঘণ্টা আগে