আজকের পত্রিকা ডেস্ক

পরিবেশবান্ধব সবুজ কারখানা বা গ্রিন ফ্যাক্টরি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ (লিড) সনদ পেয়েছে দেশের আরও দুই পোশাক কারখানা। নতুন যোগ হওয়া কারখানা দুটি হলো—কুমিল্লার আমির শার্টস লিমিটেড ও সাভারের কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ড্রাস্টিজ প্রাইভেট লিমিটেড। এ দুটি নিয়ে দেশে সবুজ কারখানার মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩২টিতে।
আজ সোমবার তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্রে এ তথ্য জানা গেছে।
শিল্পকারখানার ভবন নির্মাণ থেকে পণ্য উৎপাদন পর্যন্ত সব পর্যায়ে পরিবেশ সুরক্ষার বিষয়টি ভালোভাবে বিশ্লেষণ করে সর্বোচ্চ মানের কারখানাকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ‘ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল’ (ইউএসজিবিসি) এ সনদ দেয়। বাণিজ্যিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িসহ অন্যান্য স্থাপনার ক্ষেত্রেও এ সনদ ব্যবহার হয়।
নতুন সনদ পাওয়া কারখানাগুটি যথাক্রমে ৬৬ ও ৭৭ পয়েন্ট পেয়ে গোল্ড রেটিং পেয়েছে।
তথ্যমতে, বাংলাদেশে ২৩২টি সবুজ কারখানার মধ্যে ৯২টি প্ল্যাটিনাম পেয়েছ। এ ছাড়া গোল্ড রেটিং ১২৬টি ও ১০টি সিলভার। আর চারটি সার্টিফায়েড।
খাত সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি আরও দুটি কারখানা লিড সার্টিফেকটের তুলিকায় যুক্ত হওয়ার ফলে দেশের পরিবেশবান্ধব পদ্ধতির প্রতি প্রতিশ্রুতি আরও জোরদার হয়েছে। এই নতুন সার্টিফিকেশনগুলো কেবল উৎপাদন খাতে টেকসই পদ্ধতির ক্রমবর্ধমান সচেতনতা এবং গ্রহণযোগ্যতাকেই প্রতিফলিত করে না, বরং বাংলাদেশের জন্য একটি সবুজ এবং আরও পরিবেশবান্ধব ভবিষ্যতের দিকেও এগিয়ে যাওয়ায় অবদান রাখেবে।
জানা যায়, মোট ১১০ এর মধ্যে যেসব কোম্পানি ৮০ বা তার চেয়ে বেশি নম্বর পায় তাঁরা প্লাটিনাম সনদ লাভ করে। কোনো কারখানা ৬০ থেকে ৭৯ নম্বর পেলে গোল্ড সনদ পায়, ৫০ থেকে ৫৯ পেলে পায় সিলভার সনদ আর ৪০ থেকে ৪৯ পেলে পায় সার্টিফায়েড সনদ। দেশের সবুজ সনদ পাওয়া ৬২ কারখানা রয়েছে বিশ্বের ১০০ সর্বোচ্চ নম্বর পাওয়া কারখানার মধ্যে।
বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। এগুলোর মধ্যে অন্যতম একটি যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। এরা এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন ‘এলইইডি’ বা ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। তৈরি পোশাক খাতের বিদেশি ক্রেতারা কোনো কারখানা থেকে পণ্য কেনার সময় এলইইডির গ্রিন ফ্যাক্টরির সার্টিফিকেটকে গুরুত্বসহকারে বিবেচনা করে থাকেন।

পরিবেশবান্ধব সবুজ কারখানা বা গ্রিন ফ্যাক্টরি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ (লিড) সনদ পেয়েছে দেশের আরও দুই পোশাক কারখানা। নতুন যোগ হওয়া কারখানা দুটি হলো—কুমিল্লার আমির শার্টস লিমিটেড ও সাভারের কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ড্রাস্টিজ প্রাইভেট লিমিটেড। এ দুটি নিয়ে দেশে সবুজ কারখানার মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩২টিতে।
আজ সোমবার তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্রে এ তথ্য জানা গেছে।
শিল্পকারখানার ভবন নির্মাণ থেকে পণ্য উৎপাদন পর্যন্ত সব পর্যায়ে পরিবেশ সুরক্ষার বিষয়টি ভালোভাবে বিশ্লেষণ করে সর্বোচ্চ মানের কারখানাকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ‘ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল’ (ইউএসজিবিসি) এ সনদ দেয়। বাণিজ্যিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িসহ অন্যান্য স্থাপনার ক্ষেত্রেও এ সনদ ব্যবহার হয়।
নতুন সনদ পাওয়া কারখানাগুটি যথাক্রমে ৬৬ ও ৭৭ পয়েন্ট পেয়ে গোল্ড রেটিং পেয়েছে।
তথ্যমতে, বাংলাদেশে ২৩২টি সবুজ কারখানার মধ্যে ৯২টি প্ল্যাটিনাম পেয়েছ। এ ছাড়া গোল্ড রেটিং ১২৬টি ও ১০টি সিলভার। আর চারটি সার্টিফায়েড।
খাত সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি আরও দুটি কারখানা লিড সার্টিফেকটের তুলিকায় যুক্ত হওয়ার ফলে দেশের পরিবেশবান্ধব পদ্ধতির প্রতি প্রতিশ্রুতি আরও জোরদার হয়েছে। এই নতুন সার্টিফিকেশনগুলো কেবল উৎপাদন খাতে টেকসই পদ্ধতির ক্রমবর্ধমান সচেতনতা এবং গ্রহণযোগ্যতাকেই প্রতিফলিত করে না, বরং বাংলাদেশের জন্য একটি সবুজ এবং আরও পরিবেশবান্ধব ভবিষ্যতের দিকেও এগিয়ে যাওয়ায় অবদান রাখেবে।
জানা যায়, মোট ১১০ এর মধ্যে যেসব কোম্পানি ৮০ বা তার চেয়ে বেশি নম্বর পায় তাঁরা প্লাটিনাম সনদ লাভ করে। কোনো কারখানা ৬০ থেকে ৭৯ নম্বর পেলে গোল্ড সনদ পায়, ৫০ থেকে ৫৯ পেলে পায় সিলভার সনদ আর ৪০ থেকে ৪৯ পেলে পায় সার্টিফায়েড সনদ। দেশের সবুজ সনদ পাওয়া ৬২ কারখানা রয়েছে বিশ্বের ১০০ সর্বোচ্চ নম্বর পাওয়া কারখানার মধ্যে।
বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। এগুলোর মধ্যে অন্যতম একটি যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। এরা এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন ‘এলইইডি’ বা ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। তৈরি পোশাক খাতের বিদেশি ক্রেতারা কোনো কারখানা থেকে পণ্য কেনার সময় এলইইডির গ্রিন ফ্যাক্টরির সার্টিফিকেটকে গুরুত্বসহকারে বিবেচনা করে থাকেন।

সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে বাজারে এলপি গ্যাস, চিনি ও ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংস্থাটি জানিয়েছে, এলপিজির ১২ কেজির সিলিন্ডারের নির্ধারিত দাম ১ হাজার ২৫৪ টাকা হলেও ব্যবসায়ীরা ২ হাজার টাকার বেশি রাখছেন।
১০ ঘণ্টা আগে
প্রতিবেশী দেশগুলোতে কয়লা রপ্তানি বাড়াতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘কোল ইন্ডিয়া লিমিটেড’ (সিআইএল)। এখন থেকে বাংলাদেশ, ভুটান ও নেপালের ক্রেতারা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি কোল ইন্ডিয়ার ই-নিলামে অংশ নিতে পারবেন।
১৩ ঘণ্টা আগে
গত ডিসেম্বর মাসে ১ লাখ ৩১ হাজার প্রতিষ্ঠানকে নতুন করে ভ্যাট নিবন্ধনের আওতায় এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজার। আজ শনিবার (৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।
১৪ ঘণ্টা আগে
পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মো. মনির হোসেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবিব রাসেল। তাঁরা আগামী দুই বছর সংগঠনের নেতৃত্ব দেবেন।
১ দিন আগে