নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠান শ্রেণিতে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১ পেয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
আজ রোববার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১-এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের হাতে এ পুরস্কার তুলে দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের হাতে পুরস্কার বাবদ একটি ক্রেস্ট ও একটি সনদপত্র তুলে দেন। প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
বিজিএমইএ ওয়ার্কার্স ডেটাবেজের (বায়োমেট্রিক আইডেনটিটি অ্যান্ড ওয়ার্কার্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার) জন্য এ পুরস্কার পায়। এ তথ্যভান্ডারে শ্রমিকদের পরিচয়, রক্তের গ্রুপ, কর্মসংস্থান-সম্পর্কিত যাবতীয় তথ্য সন্নিবেশিত রয়েছে। বর্তমানে বিজিএমইএর সদস্যভুক্ত ২ হাজার ৫০০ কারখানায় ৪০ লাখেরও বেশি কর্মীর জন্য প্রায় প্রতিদিনই এই সফটওয়্যার ব্যবহার হচ্ছে।
বিজিএমইএ সভাপতি বলেন, পোশাকশিল্পের শ্রমশক্তির সঠিক, পরিপূর্ণ ও বিশ্বাসযোগ্য তথ্যভান্ডার থাকার প্রয়োজনীয়তা অনুধাবন করে বিজিএমইএ ওয়ার্কার্স ডেটাবেইজ তৈরি করেছে এবং এই ডিজিটাল তথ্যভান্ডার ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১-এ অবদান রাখার পাশাপাশি শিল্পে শ্রমিকদের কল্যাণের জন্য নীতি প্রণয়নের কাজে সরকারকে সহায়তা করছে।
ফারুক হাসান বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল সমগ্র দেশের জনগণ পাচ্ছে। চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে তথ্য ও প্রযুক্তি খাত বিনিয়োগের জন্য আদর্শ ক্ষেত্র। সরকারের আইসিটিবান্ধব নীতিগুলো এ খাতে দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করছে।
এ ছাড়া বাংলাদেশি প্রকৌশলীদের মধ্যে যারা বিশ্বের বিভিন্ন নামীদামি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কাজ করছেন, তাঁদের এ খাতে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠান শ্রেণিতে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১ পেয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
আজ রোববার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১-এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের হাতে এ পুরস্কার তুলে দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের হাতে পুরস্কার বাবদ একটি ক্রেস্ট ও একটি সনদপত্র তুলে দেন। প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
বিজিএমইএ ওয়ার্কার্স ডেটাবেজের (বায়োমেট্রিক আইডেনটিটি অ্যান্ড ওয়ার্কার্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার) জন্য এ পুরস্কার পায়। এ তথ্যভান্ডারে শ্রমিকদের পরিচয়, রক্তের গ্রুপ, কর্মসংস্থান-সম্পর্কিত যাবতীয় তথ্য সন্নিবেশিত রয়েছে। বর্তমানে বিজিএমইএর সদস্যভুক্ত ২ হাজার ৫০০ কারখানায় ৪০ লাখেরও বেশি কর্মীর জন্য প্রায় প্রতিদিনই এই সফটওয়্যার ব্যবহার হচ্ছে।
বিজিএমইএ সভাপতি বলেন, পোশাকশিল্পের শ্রমশক্তির সঠিক, পরিপূর্ণ ও বিশ্বাসযোগ্য তথ্যভান্ডার থাকার প্রয়োজনীয়তা অনুধাবন করে বিজিএমইএ ওয়ার্কার্স ডেটাবেইজ তৈরি করেছে এবং এই ডিজিটাল তথ্যভান্ডার ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১-এ অবদান রাখার পাশাপাশি শিল্পে শ্রমিকদের কল্যাণের জন্য নীতি প্রণয়নের কাজে সরকারকে সহায়তা করছে।
ফারুক হাসান বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল সমগ্র দেশের জনগণ পাচ্ছে। চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে তথ্য ও প্রযুক্তি খাত বিনিয়োগের জন্য আদর্শ ক্ষেত্র। সরকারের আইসিটিবান্ধব নীতিগুলো এ খাতে দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করছে।
এ ছাড়া বাংলাদেশি প্রকৌশলীদের মধ্যে যারা বিশ্বের বিভিন্ন নামীদামি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কাজ করছেন, তাঁদের এ খাতে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।

নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
৩ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১০ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
১০ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
১০ ঘণ্টা আগে