নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক নিয়োগ বিতর্ক এবং প্রক্রিয়া যেন শেষ হচ্ছে না। শূন্যপদের বিপরীতে গতকাল বুধবার দুজনকে নিয়োগ দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে তাঁরা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় এক দিন পরেই আজ বৃহস্পতিবার ফের দুজনকে নিয়োগ দিয়েছে বিএসইসি।
স্বতন্ত্র পরিচালক হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও; ক্লিনক অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা মোমিনুল ইসলাম; ওয়েলস ফার্গো ব্যাংকের বাংলাদেশের সাবেক কান্ট্রি ম্যানেজার ও ফিন্স অ্যালায়েন্স অ্যান্ড রিস্ক অ্যাডভাইজরি অ্যান্ড কনসালট্যান্সির সিইও এবং চিফ কনসালট্যান্ট শাহনাজ সুলতানা।
এ বিষয়ে বিএসইসির মুখপাত্র ফারহানা ফারুকী আজকের পত্রিকাকে বলেন, গতকাল নিয়োগ পাওয়া দুজন ব্যক্তিগত কারণ দেখিয়ে মৌখিকভাবে চেয়ারম্যানের কাছে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন। নিয়োগের এক দিন পরেই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছেন তাঁরা। তাঁদের না জানিয়েই কি নিয়োগ দেওয়া হয়েছিল—এমন প্রশ্নের জবাবে ফারহানা ফারুকী বলেন, ‘অবশ্যই তাঁদের জানিয়েই নিয়োগ দেওয়া হয়েছে। তা ছাড়া তো তাঁদের নাম আসার কথা নয়।’
এর আগে গতকাল ফারহানা ফারুকী এক বিজ্ঞপ্তিতে জানান, ১ সেপ্টেম্বর নিয়োগ দেওয়া সাতজনের মধ্যে দুজন স্বতন্ত্র পরিচালক দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় ৯২২তম কমিশন সভায় দুজনকে নিয়োগ দেওয়া হয়। তাঁরা হলেন হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সিনিয়র পার্টনার এ এফ নেসারউদ্দিন এবং জেড এন কনসালট্যান্টের চিফ কনসালট্যান্ট ও সিইও সৈয়দা জাকেরিন বখ্ত নাসির।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক নিয়োগ বিতর্ক এবং প্রক্রিয়া যেন শেষ হচ্ছে না। শূন্যপদের বিপরীতে গতকাল বুধবার দুজনকে নিয়োগ দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে তাঁরা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় এক দিন পরেই আজ বৃহস্পতিবার ফের দুজনকে নিয়োগ দিয়েছে বিএসইসি।
স্বতন্ত্র পরিচালক হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও; ক্লিনক অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা মোমিনুল ইসলাম; ওয়েলস ফার্গো ব্যাংকের বাংলাদেশের সাবেক কান্ট্রি ম্যানেজার ও ফিন্স অ্যালায়েন্স অ্যান্ড রিস্ক অ্যাডভাইজরি অ্যান্ড কনসালট্যান্সির সিইও এবং চিফ কনসালট্যান্ট শাহনাজ সুলতানা।
এ বিষয়ে বিএসইসির মুখপাত্র ফারহানা ফারুকী আজকের পত্রিকাকে বলেন, গতকাল নিয়োগ পাওয়া দুজন ব্যক্তিগত কারণ দেখিয়ে মৌখিকভাবে চেয়ারম্যানের কাছে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন। নিয়োগের এক দিন পরেই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছেন তাঁরা। তাঁদের না জানিয়েই কি নিয়োগ দেওয়া হয়েছিল—এমন প্রশ্নের জবাবে ফারহানা ফারুকী বলেন, ‘অবশ্যই তাঁদের জানিয়েই নিয়োগ দেওয়া হয়েছে। তা ছাড়া তো তাঁদের নাম আসার কথা নয়।’
এর আগে গতকাল ফারহানা ফারুকী এক বিজ্ঞপ্তিতে জানান, ১ সেপ্টেম্বর নিয়োগ দেওয়া সাতজনের মধ্যে দুজন স্বতন্ত্র পরিচালক দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় ৯২২তম কমিশন সভায় দুজনকে নিয়োগ দেওয়া হয়। তাঁরা হলেন হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সিনিয়র পার্টনার এ এফ নেসারউদ্দিন এবং জেড এন কনসালট্যান্টের চিফ কনসালট্যান্ট ও সিইও সৈয়দা জাকেরিন বখ্ত নাসির।

চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও সৌদি আরব; যা বিনোদন, ব্যবসা ও ধর্মীয় ভ্রমণের মধ্যে ভারসাম্যপূর্ণ চাহিদার ইঙ্গিত দেয়। নেপাল, ভারত, ভুটান ও ইন্দোনেশিয়া যথাক্রমে সপ্তম থেকে দশম স্থানে থেকে শীর্ষ দশের তালিকা সম্পূর্ণ করেছে।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিনের আলোচনা ও যাচাই-বাছাই শেষে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিমানের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারে দুই টাকা কমিয়েছে সরকার। এসব জ্বালানি তেলের দাম কমিয়ে গতকাল বুধবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। জ্বালানি তেলের নতুন দাম বুধবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।
৫ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার দেশের সব পোশাক কারখানা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে পোশাকমালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আজ মঙ্গলবার পোশাকমালিকদের কাছে পাঠানো এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়। একই সঙ্গে জানাজার আগপর্যন্ত দেশের বিপণ
২ দিন আগে