নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্সে আটকে থাকা আলেশা মার্টের ৯ গ্রাহকের ২৮ লাখ ৩৬ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার এ টাকা ফেরত দেওয়া হয়। পর্যায়ক্রমে এসএসএলে আটকে থাকা ৪২ কোটি টাকা গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হবে।
প্রাথমিকভাবে ৪৮৫ গ্রাহককে ১ হাজার ১৪৩টি লেনদেনের বিপরীতে ১০ কোটি ৬১ লাখ ৬০ হাজার ১৩৬ টাকা ফেরত দেওয়া হবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
টাকা ফেরত প্রক্রিয়ার উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘একসময় মনে হয়েছে আমরা গ্রাহকের কোনো টাকা ফেরত দিতে পারবা না, কিন্তু আমরা বসে থাকিনি, চেষ্টা করে গেছি। তার সুফল পাচ্ছে গ্রাহকেরা।’
এর আগে, কিউ কম ডটকমের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে বাণিজ্য মন্ত্রণালয়। এখন পর্যন্ত কিউকম গ্রাহকদের প্রায় ২৫ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিজিটাল কমার্সের প্রধান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান। একইভাবে আরও কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের টাকা ফিরিয়ে দিতে কাজ চলছে বলেও জানান তিনি।
আলেশা মার্টের টাকা ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে সফিকুজ্জামান বলেন, পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা আলিশা মার্টের ৪২ কোটি টাকার হিসাব আমরা পেয়েছি। এর মধ্যে গত বছরের জুন পর্যন্ত ৩২ কোটি টাকা এবং জুলাই পরবর্তী সময়ে ১০ কোটি টাকা। আমরা প্রথম পর্বে এই ১০ কোটি টাকা ফেরত দেওয়া শুরু করলাম। বাকিটাও গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হবে।
ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন:

পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্সে আটকে থাকা আলেশা মার্টের ৯ গ্রাহকের ২৮ লাখ ৩৬ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার এ টাকা ফেরত দেওয়া হয়। পর্যায়ক্রমে এসএসএলে আটকে থাকা ৪২ কোটি টাকা গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হবে।
প্রাথমিকভাবে ৪৮৫ গ্রাহককে ১ হাজার ১৪৩টি লেনদেনের বিপরীতে ১০ কোটি ৬১ লাখ ৬০ হাজার ১৩৬ টাকা ফেরত দেওয়া হবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
টাকা ফেরত প্রক্রিয়ার উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘একসময় মনে হয়েছে আমরা গ্রাহকের কোনো টাকা ফেরত দিতে পারবা না, কিন্তু আমরা বসে থাকিনি, চেষ্টা করে গেছি। তার সুফল পাচ্ছে গ্রাহকেরা।’
এর আগে, কিউ কম ডটকমের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে বাণিজ্য মন্ত্রণালয়। এখন পর্যন্ত কিউকম গ্রাহকদের প্রায় ২৫ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিজিটাল কমার্সের প্রধান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান। একইভাবে আরও কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের টাকা ফিরিয়ে দিতে কাজ চলছে বলেও জানান তিনি।
আলেশা মার্টের টাকা ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে সফিকুজ্জামান বলেন, পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা আলিশা মার্টের ৪২ কোটি টাকার হিসাব আমরা পেয়েছি। এর মধ্যে গত বছরের জুন পর্যন্ত ৩২ কোটি টাকা এবং জুলাই পরবর্তী সময়ে ১০ কোটি টাকা। আমরা প্রথম পর্বে এই ১০ কোটি টাকা ফেরত দেওয়া শুরু করলাম। বাকিটাও গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হবে।
ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন:

চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
৩ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
৩ ঘণ্টা আগে
সরকারি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অদক্ষ পরিচালনার কারণে দেশের অনিশ্চিত দায় বা কনটিনজেন্ট লায়াবিলিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এ মুহূর্তে সরকারের এই দায় ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছেছে। এর বড় অংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
৩ ঘণ্টা আগে
সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারপত্র ও ব্যানার টাঙানোর কাজ শুরু করেছে ব্যাংকগুলো। তবে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতের অর্থ হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য বেসরকারি সংস্থাকে (এনজিও) দিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান...
৭ ঘণ্টা আগে