নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্সে আটকে থাকা আলেশা মার্টের ৯ গ্রাহকের ২৮ লাখ ৩৬ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার এ টাকা ফেরত দেওয়া হয়। পর্যায়ক্রমে এসএসএলে আটকে থাকা ৪২ কোটি টাকা গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হবে।
প্রাথমিকভাবে ৪৮৫ গ্রাহককে ১ হাজার ১৪৩টি লেনদেনের বিপরীতে ১০ কোটি ৬১ লাখ ৬০ হাজার ১৩৬ টাকা ফেরত দেওয়া হবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
টাকা ফেরত প্রক্রিয়ার উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘একসময় মনে হয়েছে আমরা গ্রাহকের কোনো টাকা ফেরত দিতে পারবা না, কিন্তু আমরা বসে থাকিনি, চেষ্টা করে গেছি। তার সুফল পাচ্ছে গ্রাহকেরা।’
এর আগে, কিউ কম ডটকমের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে বাণিজ্য মন্ত্রণালয়। এখন পর্যন্ত কিউকম গ্রাহকদের প্রায় ২৫ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিজিটাল কমার্সের প্রধান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান। একইভাবে আরও কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের টাকা ফিরিয়ে দিতে কাজ চলছে বলেও জানান তিনি।
আলেশা মার্টের টাকা ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে সফিকুজ্জামান বলেন, পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা আলিশা মার্টের ৪২ কোটি টাকার হিসাব আমরা পেয়েছি। এর মধ্যে গত বছরের জুন পর্যন্ত ৩২ কোটি টাকা এবং জুলাই পরবর্তী সময়ে ১০ কোটি টাকা। আমরা প্রথম পর্বে এই ১০ কোটি টাকা ফেরত দেওয়া শুরু করলাম। বাকিটাও গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হবে।
ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন:

পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্সে আটকে থাকা আলেশা মার্টের ৯ গ্রাহকের ২৮ লাখ ৩৬ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার এ টাকা ফেরত দেওয়া হয়। পর্যায়ক্রমে এসএসএলে আটকে থাকা ৪২ কোটি টাকা গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হবে।
প্রাথমিকভাবে ৪৮৫ গ্রাহককে ১ হাজার ১৪৩টি লেনদেনের বিপরীতে ১০ কোটি ৬১ লাখ ৬০ হাজার ১৩৬ টাকা ফেরত দেওয়া হবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
টাকা ফেরত প্রক্রিয়ার উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘একসময় মনে হয়েছে আমরা গ্রাহকের কোনো টাকা ফেরত দিতে পারবা না, কিন্তু আমরা বসে থাকিনি, চেষ্টা করে গেছি। তার সুফল পাচ্ছে গ্রাহকেরা।’
এর আগে, কিউ কম ডটকমের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে বাণিজ্য মন্ত্রণালয়। এখন পর্যন্ত কিউকম গ্রাহকদের প্রায় ২৫ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিজিটাল কমার্সের প্রধান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান। একইভাবে আরও কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের টাকা ফিরিয়ে দিতে কাজ চলছে বলেও জানান তিনি।
আলেশা মার্টের টাকা ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে সফিকুজ্জামান বলেন, পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা আলিশা মার্টের ৪২ কোটি টাকার হিসাব আমরা পেয়েছি। এর মধ্যে গত বছরের জুন পর্যন্ত ৩২ কোটি টাকা এবং জুলাই পরবর্তী সময়ে ১০ কোটি টাকা। আমরা প্রথম পর্বে এই ১০ কোটি টাকা ফেরত দেওয়া শুরু করলাম। বাকিটাও গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হবে।
ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে সম্পাদিত বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল ও আমদানি বন্ধের প্রতিশ্রুতি চেয়েছে ক্যাব যুব সংসদ।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে বিনিয়োগ, প্রযুক্তি ও অংশীদারিত্বে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ।
৭ ঘণ্টা আগে
কাস্টমস শুল্ক হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ ধার্য্য করে আরো একটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
২০ ঘণ্টা আগে