নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশের ব্যবসাপ্রতিষ্ঠানে ৩ লাখ ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি যন্ত্র বসানো সম্পন্ন হলে অতিরিক্ত ২০ হাজার কোটি টাকা ভ্যাট আদায় হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের সম্মেলনকক্ষে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদ্যাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী ৫ বছরে ৩ লাখ ডিভাইস স্থাপন করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যা করতে পারলে অতিরিক্ত ২০ হাজার কোটি টাকা ভ্যাট আদায় হবে।
আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ২০২০ সালের ২৫ আগস্ট ইএফডি বসানোর কাজ শুরু হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৮ হাজার ৫০৫টি প্রতিষ্ঠানে ডিভাইস বসানো সম্ভব হয়েছে, যার মধ্যে ১৮ হাজার ৫টি ইএফডি ও ৫০০ এসডিসি। লক্ষ্য চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৩০ হাজার এবং প্রতিবছর ৬০ হাজার ইএফডি ও এসডিসি স্থাপন করা। আগামী ৫ বছরের মধ্যে ৩ লাখ ডিভাইস স্থাপন করা হবে, যার মাধ্যমে করদাতারা স্বয়ংক্রিয়ভাবে দাখিলপত্র পেশ ও প্রদেয় কর অনলাইনে পরিশোধ করতে পারবেন।
এ সময় এনবিআর চেয়ারম্যান ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন সম্পর্কে বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। ১০ ডিসেম্বর ভ্যাট দিবস। ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদ্যাপিত হবে। এ উপলক্ষে নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এনবিআরের সদস্য (ভ্যাট) শহিদুল ইসলাম জানান, বর্তমান রাজনৈতিক অস্থিরতা বা প্রেক্ষাপটে রাজস্ব আদায় যেমন কমার ঝুঁকি রয়েছে, তেমন সুযোগও আছে। একই সঙ্গে ঝুঁকি মোকাবিলায় রাজস্ব আদায়ে লিকেজ বন্ধ, করদাতাদের মধ্যে দূরত্ব কমিয়ে আনা, করজাল সম্প্রসারণ ও কর্মকর্তাদের তৎপরতা বৃদ্ধি করা হচ্ছে।

সারা দেশের ব্যবসাপ্রতিষ্ঠানে ৩ লাখ ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি যন্ত্র বসানো সম্পন্ন হলে অতিরিক্ত ২০ হাজার কোটি টাকা ভ্যাট আদায় হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের সম্মেলনকক্ষে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদ্যাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী ৫ বছরে ৩ লাখ ডিভাইস স্থাপন করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যা করতে পারলে অতিরিক্ত ২০ হাজার কোটি টাকা ভ্যাট আদায় হবে।
আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ২০২০ সালের ২৫ আগস্ট ইএফডি বসানোর কাজ শুরু হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৮ হাজার ৫০৫টি প্রতিষ্ঠানে ডিভাইস বসানো সম্ভব হয়েছে, যার মধ্যে ১৮ হাজার ৫টি ইএফডি ও ৫০০ এসডিসি। লক্ষ্য চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৩০ হাজার এবং প্রতিবছর ৬০ হাজার ইএফডি ও এসডিসি স্থাপন করা। আগামী ৫ বছরের মধ্যে ৩ লাখ ডিভাইস স্থাপন করা হবে, যার মাধ্যমে করদাতারা স্বয়ংক্রিয়ভাবে দাখিলপত্র পেশ ও প্রদেয় কর অনলাইনে পরিশোধ করতে পারবেন।
এ সময় এনবিআর চেয়ারম্যান ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন সম্পর্কে বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। ১০ ডিসেম্বর ভ্যাট দিবস। ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদ্যাপিত হবে। এ উপলক্ষে নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এনবিআরের সদস্য (ভ্যাট) শহিদুল ইসলাম জানান, বর্তমান রাজনৈতিক অস্থিরতা বা প্রেক্ষাপটে রাজস্ব আদায় যেমন কমার ঝুঁকি রয়েছে, তেমন সুযোগও আছে। একই সঙ্গে ঝুঁকি মোকাবিলায় রাজস্ব আদায়ে লিকেজ বন্ধ, করদাতাদের মধ্যে দূরত্ব কমিয়ে আনা, করজাল সম্প্রসারণ ও কর্মকর্তাদের তৎপরতা বৃদ্ধি করা হচ্ছে।

১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে শুল্কমুক্ত বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ ঘিরে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে দেশের দুই শীর্ষ খাত—বস্ত্রকল ও রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের মালিকেরা। দেশীয় সুতাশিল্প সুরক্ষার যুক্তিতে বাণিজ্য মন্ত্রণালয় এ সুবিধা তুলে নেওয়ার পথে হাঁটলেও, তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা
৩ ঘণ্টা আগে
২০২৫-২৬ অর্থবছরের অর্ধেক সময় পেরিয়ে গেলেও সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কার্যত স্থবিরতা কাটেনি। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৬ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন সর্বনিম্ন পর্যায়ে নেমে এস
৩ ঘণ্টা আগে
পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হবে—সমালোচিত ও বড় বিনিয়োগকারী হিসেবে পরিচিত আবুল খায়ের হিরুর এমন বার্তার পরই দেশের পুঁজিবাজারে বড় উত্থান দেখা গেছে। গতকাল রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তুলনায় দরবৃদ্ধি হয়েছে প্রায় ৭ গুণ।
৩ ঘণ্টা আগে
বন্ড সুবিধার আড়ালে কেএলডি অ্যাপারেলস লিমিটেডের বিরুদ্ধে শুল্ক-কর ফাঁকি ও রপ্তানি জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগ উঠে এসেছে কাস্টমসের এক তদন্তে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত তিন বছরে প্রতিষ্ঠানটি বন্ড সুবিধায় আমদানি করা ১৭৯ টন কাপড় ও অ্যাকসেসরিজ উৎপাদনে ব্যবহার না করে ইসলামপুরসহ বিভিন্ন অনুমোদনহীন বাজারে
৩ ঘণ্টা আগে