নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশের ব্যবসাপ্রতিষ্ঠানে ৩ লাখ ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি যন্ত্র বসানো সম্পন্ন হলে অতিরিক্ত ২০ হাজার কোটি টাকা ভ্যাট আদায় হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের সম্মেলনকক্ষে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদ্যাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী ৫ বছরে ৩ লাখ ডিভাইস স্থাপন করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যা করতে পারলে অতিরিক্ত ২০ হাজার কোটি টাকা ভ্যাট আদায় হবে।
আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ২০২০ সালের ২৫ আগস্ট ইএফডি বসানোর কাজ শুরু হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৮ হাজার ৫০৫টি প্রতিষ্ঠানে ডিভাইস বসানো সম্ভব হয়েছে, যার মধ্যে ১৮ হাজার ৫টি ইএফডি ও ৫০০ এসডিসি। লক্ষ্য চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৩০ হাজার এবং প্রতিবছর ৬০ হাজার ইএফডি ও এসডিসি স্থাপন করা। আগামী ৫ বছরের মধ্যে ৩ লাখ ডিভাইস স্থাপন করা হবে, যার মাধ্যমে করদাতারা স্বয়ংক্রিয়ভাবে দাখিলপত্র পেশ ও প্রদেয় কর অনলাইনে পরিশোধ করতে পারবেন।
এ সময় এনবিআর চেয়ারম্যান ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন সম্পর্কে বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। ১০ ডিসেম্বর ভ্যাট দিবস। ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদ্যাপিত হবে। এ উপলক্ষে নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এনবিআরের সদস্য (ভ্যাট) শহিদুল ইসলাম জানান, বর্তমান রাজনৈতিক অস্থিরতা বা প্রেক্ষাপটে রাজস্ব আদায় যেমন কমার ঝুঁকি রয়েছে, তেমন সুযোগও আছে। একই সঙ্গে ঝুঁকি মোকাবিলায় রাজস্ব আদায়ে লিকেজ বন্ধ, করদাতাদের মধ্যে দূরত্ব কমিয়ে আনা, করজাল সম্প্রসারণ ও কর্মকর্তাদের তৎপরতা বৃদ্ধি করা হচ্ছে।

সারা দেশের ব্যবসাপ্রতিষ্ঠানে ৩ লাখ ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি যন্ত্র বসানো সম্পন্ন হলে অতিরিক্ত ২০ হাজার কোটি টাকা ভ্যাট আদায় হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের সম্মেলনকক্ষে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদ্যাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী ৫ বছরে ৩ লাখ ডিভাইস স্থাপন করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যা করতে পারলে অতিরিক্ত ২০ হাজার কোটি টাকা ভ্যাট আদায় হবে।
আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ২০২০ সালের ২৫ আগস্ট ইএফডি বসানোর কাজ শুরু হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৮ হাজার ৫০৫টি প্রতিষ্ঠানে ডিভাইস বসানো সম্ভব হয়েছে, যার মধ্যে ১৮ হাজার ৫টি ইএফডি ও ৫০০ এসডিসি। লক্ষ্য চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৩০ হাজার এবং প্রতিবছর ৬০ হাজার ইএফডি ও এসডিসি স্থাপন করা। আগামী ৫ বছরের মধ্যে ৩ লাখ ডিভাইস স্থাপন করা হবে, যার মাধ্যমে করদাতারা স্বয়ংক্রিয়ভাবে দাখিলপত্র পেশ ও প্রদেয় কর অনলাইনে পরিশোধ করতে পারবেন।
এ সময় এনবিআর চেয়ারম্যান ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন সম্পর্কে বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। ১০ ডিসেম্বর ভ্যাট দিবস। ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদ্যাপিত হবে। এ উপলক্ষে নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এনবিআরের সদস্য (ভ্যাট) শহিদুল ইসলাম জানান, বর্তমান রাজনৈতিক অস্থিরতা বা প্রেক্ষাপটে রাজস্ব আদায় যেমন কমার ঝুঁকি রয়েছে, তেমন সুযোগও আছে। একই সঙ্গে ঝুঁকি মোকাবিলায় রাজস্ব আদায়ে লিকেজ বন্ধ, করদাতাদের মধ্যে দূরত্ব কমিয়ে আনা, করজাল সম্প্রসারণ ও কর্মকর্তাদের তৎপরতা বৃদ্ধি করা হচ্ছে।

নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
৩ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১০ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
১০ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
১১ ঘণ্টা আগে