Ajker Patrika

বিমান পরিবহন ও জ্বালানিতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিমান পরিবহন ও জ্বালানিতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য

বাংলাদেশের শিক্ষা, বিমান পরিবহন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করেছে যুক্তরাজ্য। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করতে যুক্তরাজ্য নতুন বিনিয়োগ বাড়াবে।

বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ১০-১৩ মার্চ যুক্তরাজ্য সফরকালে দেশটির বিনিয়োগবিষয়ক মন্ত্রী ব্যারোনেস গুস্তাফসনের সঙ্গে বৈঠক করেন। এতে বিদেশি বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। সফরে ব্রিটিশ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় হয়।

বিডার চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ-যুক্তরাজ্যের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের আলোচনা বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি শিল্প ও পরিষেবা খাতে বিনিয়োগ সম্প্রসারণকেন্দ্রিক ছিল। যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন ৭-১০ এপ্রিল বাংলাদেশ সফর করবেন এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ যুক্তরাজ্যের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবেন।’

সফরে এইচএসবিসি, এয়ারবাস, দোহিস্ট গ্রুপ ও ম্যানজিসের মতো শীর্ষ ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হয়। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে ইউনিভার্সিটি অব লন্ডন ও সিওএএসের সঙ্গে একাডেমিক অংশীদারত্ব, গবেষণা সহযোগিতা ও দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

যুক্তরাজ্যের ‘মেড ইন দ্য ইউকে, সোল্ড টু দ্য ইন্দো-প্যাসিফিক’ রোডশোর অংশ হিসেবে চৌধুরী আশিক মাহমুদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত