নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের শিক্ষা, বিমান পরিবহন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করেছে যুক্তরাজ্য। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করতে যুক্তরাজ্য নতুন বিনিয়োগ বাড়াবে।
বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ১০-১৩ মার্চ যুক্তরাজ্য সফরকালে দেশটির বিনিয়োগবিষয়ক মন্ত্রী ব্যারোনেস গুস্তাফসনের সঙ্গে বৈঠক করেন। এতে বিদেশি বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। সফরে ব্রিটিশ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় হয়।
বিডার চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ-যুক্তরাজ্যের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের আলোচনা বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি শিল্প ও পরিষেবা খাতে বিনিয়োগ সম্প্রসারণকেন্দ্রিক ছিল। যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন ৭-১০ এপ্রিল বাংলাদেশ সফর করবেন এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ যুক্তরাজ্যের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবেন।’
সফরে এইচএসবিসি, এয়ারবাস, দোহিস্ট গ্রুপ ও ম্যানজিসের মতো শীর্ষ ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হয়। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে ইউনিভার্সিটি অব লন্ডন ও সিওএএসের সঙ্গে একাডেমিক অংশীদারত্ব, গবেষণা সহযোগিতা ও দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
যুক্তরাজ্যের ‘মেড ইন দ্য ইউকে, সোল্ড টু দ্য ইন্দো-প্যাসিফিক’ রোডশোর অংশ হিসেবে চৌধুরী আশিক মাহমুদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বাংলাদেশের শিক্ষা, বিমান পরিবহন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করেছে যুক্তরাজ্য। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করতে যুক্তরাজ্য নতুন বিনিয়োগ বাড়াবে।
বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ১০-১৩ মার্চ যুক্তরাজ্য সফরকালে দেশটির বিনিয়োগবিষয়ক মন্ত্রী ব্যারোনেস গুস্তাফসনের সঙ্গে বৈঠক করেন। এতে বিদেশি বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। সফরে ব্রিটিশ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় হয়।
বিডার চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ-যুক্তরাজ্যের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের আলোচনা বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি শিল্প ও পরিষেবা খাতে বিনিয়োগ সম্প্রসারণকেন্দ্রিক ছিল। যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন ৭-১০ এপ্রিল বাংলাদেশ সফর করবেন এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ যুক্তরাজ্যের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবেন।’
সফরে এইচএসবিসি, এয়ারবাস, দোহিস্ট গ্রুপ ও ম্যানজিসের মতো শীর্ষ ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হয়। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে ইউনিভার্সিটি অব লন্ডন ও সিওএএসের সঙ্গে একাডেমিক অংশীদারত্ব, গবেষণা সহযোগিতা ও দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
যুক্তরাজ্যের ‘মেড ইন দ্য ইউকে, সোল্ড টু দ্য ইন্দো-প্যাসিফিক’ রোডশোর অংশ হিসেবে চৌধুরী আশিক মাহমুদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

দেশের জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো বেসরকারি সংস্থা (এনজিও) গণভোট ইস্যুতে প্রচারে আর্থিক সহায়তা চাইলে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর)
১৮ মিনিট আগে
নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
৬ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১৩ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
১৩ ঘণ্টা আগে