নিজস্ব প্রতিবেদক

বাসা-বাড়িতে ব্যবহৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম বেঁধে দিয়েছে সরকার। ভোক্তা পর্যায়ে রাষ্ট্রায়ত্ত কোম্পানির সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৯১ টাকা। বেসরকারি প্রতিষ্ঠানের ১২ কেজি সিলিন্ডার এলপিজিরি দাম মূসকসহ ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ দাম ঘোষণা করে। বিইআরসির সচিব রুবিনা ফেরদৌস স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
অনলাইন সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেন, গণশুনানি শেষে সার্বিক বিবেচনা ও কমিশনে দাখিল করা তথ্য যাচাই-বাছাই করে দাম চূড়ান্ত হয়েছে। নির্দিষ্ট করে দেয়া দাম আজ সোমবার থেকে কার্যকর হবে এবং তা পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম প্রতি লিটার ৪৭ টাকা ৯২ পয়সা নির্ধারণ করতেও আদেশ দিয়েছে সংস্থাটি।
বিক্রেতারা নির্দেশ না মানলে কী ব্যবস্থা নেওয়া হবে, সাংবাদিকদের এমন এক প্রশ্নে বিইআরসির চেয়ারম্যান ভোক্তাদের বাড়তি দাম না দেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, সারাদেশে একই দাম থাকবে। কমিশনের আদেশ বাস্তবায়ন করতে কোম্পানি ও বিক্রেতারা বাধ্য। কেউ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি এলপিজির দাম নির্ধারণ নিয়ে গণশুনানি করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। এর আগে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগেুলো নিজেরাই এলপিজির দাম নির্ধারণ করতো।
এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে দিতে জনস্বার্থে ২০১৬ সালে রিট আবেদন করেছিল কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী:

বাসা-বাড়িতে ব্যবহৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম বেঁধে দিয়েছে সরকার। ভোক্তা পর্যায়ে রাষ্ট্রায়ত্ত কোম্পানির সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৯১ টাকা। বেসরকারি প্রতিষ্ঠানের ১২ কেজি সিলিন্ডার এলপিজিরি দাম মূসকসহ ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ দাম ঘোষণা করে। বিইআরসির সচিব রুবিনা ফেরদৌস স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
অনলাইন সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেন, গণশুনানি শেষে সার্বিক বিবেচনা ও কমিশনে দাখিল করা তথ্য যাচাই-বাছাই করে দাম চূড়ান্ত হয়েছে। নির্দিষ্ট করে দেয়া দাম আজ সোমবার থেকে কার্যকর হবে এবং তা পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম প্রতি লিটার ৪৭ টাকা ৯২ পয়সা নির্ধারণ করতেও আদেশ দিয়েছে সংস্থাটি।
বিক্রেতারা নির্দেশ না মানলে কী ব্যবস্থা নেওয়া হবে, সাংবাদিকদের এমন এক প্রশ্নে বিইআরসির চেয়ারম্যান ভোক্তাদের বাড়তি দাম না দেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, সারাদেশে একই দাম থাকবে। কমিশনের আদেশ বাস্তবায়ন করতে কোম্পানি ও বিক্রেতারা বাধ্য। কেউ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি এলপিজির দাম নির্ধারণ নিয়ে গণশুনানি করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। এর আগে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগেুলো নিজেরাই এলপিজির দাম নির্ধারণ করতো।
এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে দিতে জনস্বার্থে ২০১৬ সালে রিট আবেদন করেছিল কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী:

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) চেয়ারপারসন ও মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট এলিনা খান দেশজুড়ে শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
৫ মিনিট আগে
বাংলাদেশে ভোটের দিন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন—এমনটাই উঠে এসেছে সাম্প্রতিক মূল্যায়নে।
১ ঘণ্টা আগে
স্বতন্ত্র ধারার কবি, উত্তর-ঔপনিবেশিক তাত্ত্বিক ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান গত শনিবার (১০ জানুয়ারি) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে অনুষ্ঠিত হয়। ‘ফয়েজ আলম: তার সৃষ্টিশীল পথরেখা’ শিরোনামে অনুষ্ঠিত ওই শুভেচ্ছা জ্ঞাপন ও আলোচনা সভায় অতিথি হিসেবে
২ ঘণ্টা আগে
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার। এই অর্থ দিয়ে ১৪ জানুয়ারি শরিয়াহভিত্তিক সুকুক বন্ড ইস্যু করা হচ্ছে। ইজারা পদ্ধতিতে ১০ বছর মেয়াদি এই বন্ড থেকে বছরে ৯ দশমিক ৭৫ শতাংশ মুনাফা মিলবে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
৪ ঘণ্টা আগে