আজকের পত্রিকা ডেস্ক

বিমামালিক ও মুখ্য নির্বাহীদের (সিইও) সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গ্লোবাল ইনস্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমেদ। এ ছাড়া ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের পরিচালক আদিবা রহমান এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অগ্রণী ইনস্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু। তাঁরা ২০২৫-২৬ মেয়াদে দায়িত্ব পালন করবেন।
আজ রোববার বিকেলে কার্যনির্বাহী সদস্যদের ভোটে নির্বাচিত হন তাঁরা। প্রেসিডেন্ট পদে সাঈদ আহমেদ পেয়েছেন ১২ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ক্রিস্টাল ইনস্যুরেন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ পেয়েছেন ৭ ভোট।
সাঈদ আহমেদ বাংলাদেশ চেক টেকনোলজি লিমিটেড, পিউরিটি ফুডস লিমিটেড এবং গ্লোবাল ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি ভ্যানটেজ সিকিউরিটিজ লিমিটেড, সিটি হোমস লিমিটেড, আল তাইয়ের ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আহমেদ ফাউন্ডেশনেরও চেয়ারম্যান।
অন্যদিকে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন প্রার্থী ছিলেন। তাঁরা হলেন ডেল্টা লাইফের পরিচালক আদিবা রহমান, জনতা ইনস্যুরেন্সের পরিচালক বেলাল আহমেদ এবং অগ্রণী ইনস্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু।
নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের ওপর ভিত্তি করেই ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচন সম্পন্ন করা হয়। এ ক্ষেত্রে প্রেসিডেন্ট যদি নন-লাইফ বিমা থেকে নির্বাচিত হন, তাহলে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা হয় লাইফ বিমা খাত থেকে এবং ভাইস প্রেসিডেন্ট হবেন নন-লাইফ বিমা থেকে।
এর আগে, গত শনিবার বিআইএর ২০২৫-২৬ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে সংগঠনটির ৫৩ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নন-লাইফ খাতের বিজয়ী ১০ প্রার্থীর নাম ঘোষণা করে নির্বাচন বোর্ড। অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় লাইফ বিমা খাতে ১০ জন নির্বাহী সদস্যপদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিমামালিক ও মুখ্য নির্বাহীদের (সিইও) সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গ্লোবাল ইনস্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমেদ। এ ছাড়া ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের পরিচালক আদিবা রহমান এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অগ্রণী ইনস্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু। তাঁরা ২০২৫-২৬ মেয়াদে দায়িত্ব পালন করবেন।
আজ রোববার বিকেলে কার্যনির্বাহী সদস্যদের ভোটে নির্বাচিত হন তাঁরা। প্রেসিডেন্ট পদে সাঈদ আহমেদ পেয়েছেন ১২ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ক্রিস্টাল ইনস্যুরেন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ পেয়েছেন ৭ ভোট।
সাঈদ আহমেদ বাংলাদেশ চেক টেকনোলজি লিমিটেড, পিউরিটি ফুডস লিমিটেড এবং গ্লোবাল ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি ভ্যানটেজ সিকিউরিটিজ লিমিটেড, সিটি হোমস লিমিটেড, আল তাইয়ের ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আহমেদ ফাউন্ডেশনেরও চেয়ারম্যান।
অন্যদিকে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন প্রার্থী ছিলেন। তাঁরা হলেন ডেল্টা লাইফের পরিচালক আদিবা রহমান, জনতা ইনস্যুরেন্সের পরিচালক বেলাল আহমেদ এবং অগ্রণী ইনস্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু।
নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের ওপর ভিত্তি করেই ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচন সম্পন্ন করা হয়। এ ক্ষেত্রে প্রেসিডেন্ট যদি নন-লাইফ বিমা থেকে নির্বাচিত হন, তাহলে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা হয় লাইফ বিমা খাত থেকে এবং ভাইস প্রেসিডেন্ট হবেন নন-লাইফ বিমা থেকে।
এর আগে, গত শনিবার বিআইএর ২০২৫-২৬ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে সংগঠনটির ৫৩ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নন-লাইফ খাতের বিজয়ী ১০ প্রার্থীর নাম ঘোষণা করে নির্বাচন বোর্ড। অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় লাইফ বিমা খাতে ১০ জন নির্বাহী সদস্যপদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার যাত্রী পরিবহন ছিল আলোচিত ও বিতর্কিত এস আলম গ্রুপের অন্যতম বড় ব্যবসা। পুরোনো সেই তথ্যের সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি আর্থিক জটিলতা। গ্রুপটি সংকটে পড়ার ঠিক এক বছর আগে, আগের প্রায় ২০০টি বাসের সঙ্গে আরও ১৩৪টি বিলাসবহুল হিনো বাস নামানোর পরিকল্পনায় বড় অঙ্কের বিনিয়োগ...
৯ ঘণ্টা আগে
শিল্প ও কর্মসংস্থানের আশায় দীর্ঘ ৩৮ বছর অপেক্ষার পর এখনো কার্যকর শিল্পাঞ্চলে রূপ পায়নি কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরী। কাগজ-কলমে একে প্রায় পূর্ণ শিল্পনগরী বলা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে নেই শিল্পের গতি ও বিনিয়োগবান্ধব পরিবেশ। অব্যবস্থাপনা, সেবার ঘাটতি আর প্রশাসনিক জটিলতায়...
৯ ঘণ্টা আগে
ইরানকে ঘিরে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা ও তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ভেনেজুয়েলা থেকে অতিরিক্ত তেল বাজারে আসতে পারে এই সম্ভাবনাও দাম বাড়া ঠেকাতে পারেনি।
৯ ঘণ্টা আগে
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী গতি দেখিয়েছে। স্থির মূল্যে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৫০ শতাংশে। এক বছর আগে, অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে এই প্রবৃদ্ধি ছিল মাত্র ২ দশমিক ৫৮ শতাংশ।
৯ ঘণ্টা আগে