
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম আরও উন্নত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি যুক্ত হয়েছে একাধিক অত্যাধুনিক সরঞ্জাম। গত এক সপ্তাহে সাতটি এয়ারকন্ডিশনিং ইউনিট, দুটি এয়ার স্টার্ট ইউনিট এবং ৯টি বেল্ট লোডার যোগ হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, ‘শিগ্গিরই যুক্ত হচ্ছে আরও আধুনিক সরঞ্জাম। আগামী এক থেকে দুই মাসের মধ্যে জিএসই বহরে যুক্ত হবে আরও চারটি অ্যাম্বুলিফট, দুটি কনটেইনার প্যালেট লোডার, ১২টি কনেটইনার প্যালেট ট্রান্সপোর্টার।
বোসরা ইসলাম আরও বলেন, ‘চারটি পুশব্যাক টো-ট্রাক্টর, ছয়টি প্যাসেঞ্জার স্টেপ, ২৫০টি ব্যাগেজ কার্ট এবং ৪০০টি ইউনিট লোড ডিভাইস (ইউএলডি)। এসব সরঞ্জাম যুক্ত হলে অসুস্থ যাত্রী পরিবহন, দ্রুত ব্যাগেজ ডেলিভারি এবং যাত্রী ওঠানামার প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে।’
থার্ড টার্মিনালের উন্নয়নে বৃহৎ পরিকল্পনা
থার্ড টার্মিনালকে কেন্দ্র করে গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা উন্নত করতে মোট ৮৮টি মোটরচালিত এবং ৬৫০টি অ-মোটরচালিত সরঞ্জামের ক্রয় প্রক্রিয়া চলমান। গত দুই বছরে ৪৮টি মোটরচালিত এবং ৩৫০টি অ-মোটরচালিত সরঞ্জাম জিএসই বহরে যুক্ত করা হয়েছে।
এরই মধ্যে এয়ার কন্ডিশনিং ইউনিটগুলোর কমিশনিং সম্পন্ন হয়েছে। শিগ্গিরই এয়ার স্টার্ট ইউনিট ও বেল্ট লোডারগুলোর কমিশনিংও সম্পন্ন হবে। এসব যন্ত্রপাতি অপারেশনাল কাজে ব্যবহৃত হলে ফ্লাইট পরিচালনা আরও সময়ানুবর্তী হবে। এয়ার কন্ডিশনিং ইউনিটগুলোর মাধ্যমে বিমান গ্রাউন্ডে থাকাকালীন আরামদায়ক অভ্যন্তরীণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। এয়ার স্টার্ট ইউনিট ফ্লাইটের নির্ধারিত সময়ে বহির্গমন নিশ্চিত করবে।
সেবার মানে নতুন মাত্রা
নতুন যন্ত্রপাতি যুক্ত হওয়ায় ব্যাগেজ ডেলিভারি কার্যক্রম আরও দ্রুত হবে। সম্মানিত যাত্রীরা কম সময়ে ব্যাগেজ হাতে পাবেন এবং ফ্লাইট পরিচালনা আরও সময়মতো হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এই উদ্যোগ দেশের বিমানবন্দর সেবায় নতুন মান যোগ করবে এবং যাত্রীসেবায় যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম আরও উন্নত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি যুক্ত হয়েছে একাধিক অত্যাধুনিক সরঞ্জাম। গত এক সপ্তাহে সাতটি এয়ারকন্ডিশনিং ইউনিট, দুটি এয়ার স্টার্ট ইউনিট এবং ৯টি বেল্ট লোডার যোগ হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, ‘শিগ্গিরই যুক্ত হচ্ছে আরও আধুনিক সরঞ্জাম। আগামী এক থেকে দুই মাসের মধ্যে জিএসই বহরে যুক্ত হবে আরও চারটি অ্যাম্বুলিফট, দুটি কনটেইনার প্যালেট লোডার, ১২টি কনেটইনার প্যালেট ট্রান্সপোর্টার।
বোসরা ইসলাম আরও বলেন, ‘চারটি পুশব্যাক টো-ট্রাক্টর, ছয়টি প্যাসেঞ্জার স্টেপ, ২৫০টি ব্যাগেজ কার্ট এবং ৪০০টি ইউনিট লোড ডিভাইস (ইউএলডি)। এসব সরঞ্জাম যুক্ত হলে অসুস্থ যাত্রী পরিবহন, দ্রুত ব্যাগেজ ডেলিভারি এবং যাত্রী ওঠানামার প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে।’
থার্ড টার্মিনালের উন্নয়নে বৃহৎ পরিকল্পনা
থার্ড টার্মিনালকে কেন্দ্র করে গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা উন্নত করতে মোট ৮৮টি মোটরচালিত এবং ৬৫০টি অ-মোটরচালিত সরঞ্জামের ক্রয় প্রক্রিয়া চলমান। গত দুই বছরে ৪৮টি মোটরচালিত এবং ৩৫০টি অ-মোটরচালিত সরঞ্জাম জিএসই বহরে যুক্ত করা হয়েছে।
এরই মধ্যে এয়ার কন্ডিশনিং ইউনিটগুলোর কমিশনিং সম্পন্ন হয়েছে। শিগ্গিরই এয়ার স্টার্ট ইউনিট ও বেল্ট লোডারগুলোর কমিশনিংও সম্পন্ন হবে। এসব যন্ত্রপাতি অপারেশনাল কাজে ব্যবহৃত হলে ফ্লাইট পরিচালনা আরও সময়ানুবর্তী হবে। এয়ার কন্ডিশনিং ইউনিটগুলোর মাধ্যমে বিমান গ্রাউন্ডে থাকাকালীন আরামদায়ক অভ্যন্তরীণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। এয়ার স্টার্ট ইউনিট ফ্লাইটের নির্ধারিত সময়ে বহির্গমন নিশ্চিত করবে।
সেবার মানে নতুন মাত্রা
নতুন যন্ত্রপাতি যুক্ত হওয়ায় ব্যাগেজ ডেলিভারি কার্যক্রম আরও দ্রুত হবে। সম্মানিত যাত্রীরা কম সময়ে ব্যাগেজ হাতে পাবেন এবং ফ্লাইট পরিচালনা আরও সময়মতো হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এই উদ্যোগ দেশের বিমানবন্দর সেবায় নতুন মান যোগ করবে এবং যাত্রীসেবায় যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার যাত্রী পরিবহন ছিল আলোচিত ও বিতর্কিত এস আলম গ্রুপের অন্যতম বড় ব্যবসা। পুরোনো সেই তথ্যের সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি আর্থিক জটিলতা। গ্রুপটি সংকটে পড়ার ঠিক এক বছর আগে, আগের প্রায় ২০০টি বাসের সঙ্গে আরও ১৩৪টি বিলাসবহুল হিনো বাস নামানোর পরিকল্পনায় বড় অঙ্কের বিনিয়োগ...
৩ ঘণ্টা আগে
শিল্প ও কর্মসংস্থানের আশায় দীর্ঘ ৩৮ বছর অপেক্ষার পর এখনো কার্যকর শিল্পাঞ্চলে রূপ পায়নি কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরী। কাগজ-কলমে একে প্রায় পূর্ণ শিল্পনগরী বলা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে নেই শিল্পের গতি ও বিনিয়োগবান্ধব পরিবেশ। অব্যবস্থাপনা, সেবার ঘাটতি আর প্রশাসনিক জটিলতায়...
৩ ঘণ্টা আগে
ইরানকে ঘিরে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা ও তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ভেনেজুয়েলা থেকে অতিরিক্ত তেল বাজারে আসতে পারে এই সম্ভাবনাও দাম বাড়া ঠেকাতে পারেনি।
৩ ঘণ্টা আগে
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী গতি দেখিয়েছে। স্থির মূল্যে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৫০ শতাংশে। এক বছর আগে, অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে এই প্রবৃদ্ধি ছিল মাত্র ২ দশমিক ৫৮ শতাংশ।
৩ ঘণ্টা আগে