আজকের পত্রিকা ডেস্ক

ভারত থেকে আলু আমদানি–নির্ভরতা কমানোর লক্ষ্যে ৯টি শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানির অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩১ মার্চ পর্যন্ত এসব শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানি করা যাবে। গতকাল সোমবার এনবিআর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুমোদন পাওয়া শুল্ক স্টেশনগুলো হলো—চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, কুড়িগ্রামের সোনাহাট, জামালপুরের ধানুয়া কামালপুর, শেরপুরের নাকুগাঁও, ময়মনসিংহের গোবরাকড়া ও কড়ইতলী, সিলেটের তামাবিল, জকিগঞ্জ ও শেওলা। বর্তমানে বেনাপোল ও ভোমরা শুল্ক স্টেশন দিয়ে বেশি আলু আমদানি করা হয় বলে জানা গেছে।
এনবিআর সূত্র জানায়, ভারত, নেপাল ও ভুটান থেকে আমদানি করা আলু এসব শুল্ক স্টেশন দিয়ে আনা যাবে। এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। একটি নির্দিষ্ট শুল্ক স্টেশন দিয়ে কোন কোন পণ্য আমদানি করা যাবে, সে তালিকা ঠিক করে দেওয়া হয়। এর মধ্য দিয়ে ৯টি শুল্ক স্টেশনের আমদানি পণ্যের তালিকায় আলু যুক্ত হলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে বছরে আলুর চাহিদা ৮৫ থেকে ৯০ লাখ টন। স্থানীয় উৎপাদন ১০৬ লাখ টন। ২৫ শতাংশ সংরক্ষণকালীন ক্ষতি ও বীজ ছাড়া সরবরাহ সাড়ে ৭৯ লাখ টন। ভারত থেকে ২০২৩-২৪ অর্থবছরে আলু আমদানি করা হয়েছে দেড় লাখ টন।
এনবিআরের শুল্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আলু আমদানিতে ভারতের ওপর নির্ভরশীলতা অনেক বেশি। বিকল্প বাজার হিসেবে নেপাল ও ভুটানের আলু যাতে সহজে আসতে পারে, সে জন্য নতুন করে ৯টি শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

ভারত থেকে আলু আমদানি–নির্ভরতা কমানোর লক্ষ্যে ৯টি শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানির অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩১ মার্চ পর্যন্ত এসব শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানি করা যাবে। গতকাল সোমবার এনবিআর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুমোদন পাওয়া শুল্ক স্টেশনগুলো হলো—চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, কুড়িগ্রামের সোনাহাট, জামালপুরের ধানুয়া কামালপুর, শেরপুরের নাকুগাঁও, ময়মনসিংহের গোবরাকড়া ও কড়ইতলী, সিলেটের তামাবিল, জকিগঞ্জ ও শেওলা। বর্তমানে বেনাপোল ও ভোমরা শুল্ক স্টেশন দিয়ে বেশি আলু আমদানি করা হয় বলে জানা গেছে।
এনবিআর সূত্র জানায়, ভারত, নেপাল ও ভুটান থেকে আমদানি করা আলু এসব শুল্ক স্টেশন দিয়ে আনা যাবে। এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। একটি নির্দিষ্ট শুল্ক স্টেশন দিয়ে কোন কোন পণ্য আমদানি করা যাবে, সে তালিকা ঠিক করে দেওয়া হয়। এর মধ্য দিয়ে ৯টি শুল্ক স্টেশনের আমদানি পণ্যের তালিকায় আলু যুক্ত হলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে বছরে আলুর চাহিদা ৮৫ থেকে ৯০ লাখ টন। স্থানীয় উৎপাদন ১০৬ লাখ টন। ২৫ শতাংশ সংরক্ষণকালীন ক্ষতি ও বীজ ছাড়া সরবরাহ সাড়ে ৭৯ লাখ টন। ভারত থেকে ২০২৩-২৪ অর্থবছরে আলু আমদানি করা হয়েছে দেড় লাখ টন।
এনবিআরের শুল্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আলু আমদানিতে ভারতের ওপর নির্ভরশীলতা অনেক বেশি। বিকল্প বাজার হিসেবে নেপাল ও ভুটানের আলু যাতে সহজে আসতে পারে, সে জন্য নতুন করে ৯টি শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারে দুই টাকা কমিয়েছে সরকার। এসব জ্বালানি তেলের দাম কমিয়ে গতকাল বুধবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। জ্বালানি তেলের নতুন দাম বুধবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।
৩ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার দেশের সব পোশাক কারখানা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে পোশাকমালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আজ মঙ্গলবার পোশাকমালিকদের কাছে পাঠানো এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়। একই সঙ্গে জানাজার আগপর্যন্ত দেশের বিপণ
২ দিন আগে
জ্বালানি তেল প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের উপপরিচালক (মানি লন্ডারিং) মো. জাহাঙ্গীর আলম মামলাটি করেন।
২ দিন আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৮ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলের চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমাদ।
৩ দিন আগে