Ajker Patrika

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বন্ধ্যাত্ব বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বন্ধ্যাত্ব বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, বাংলাদেশ এবং কেএল ফার্টিলিটি অ্যান্ড গাইনোকলজির সেন্টার, কুয়ালালামপুর, মালয়েশিয়ার যৌথ আয়োজনে আজ সোমবার ইউনিভার্সেল মেডিকেলের অডিটোরিয়ামে বন্ধ্যাত্বের চিকিৎসার সাম্প্রতিক উন্নতি ও প্র্যাকটিস বিষয়ক একটি বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

ইউনিভার্সেল মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেঃ জেনাঃ (অবঃ) ডা. আঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে মালয়েশিয়া থেকে আগত বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডা. জসদেব হরভাজন সিংহ ও ডা. নাতাশা আইন বিনতে মো. নূর এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী কর্মশালায় স্বাগত বক্তব্য দেন এবং দেশ-বিদেশ থেকে আগত চিকিৎসকদের অভিবাদন জানানোর পাশাপাশি এ দেশের স্বাস্থ্যখাতের উল্লেখযোগ্য অবদান নিয়ে কথা বলেন। 

কর্মশালায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য ইনফার্টিলিটি ও হাই রিস্ক প্রেগনেন্সি বিশেষজ্ঞ ডা. জাকিউর রহমান এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের হিস্টেরোস্কপিক সার্জন ডা. হাসিনা বেগম। এছাড়াও হাসপাতাল পরিচিতি প্রদান করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. কাজী রফিকুল আলম এবং ভোট অব থ্যাংকস প্রদান করেন পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক। 

সেমিনারে অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডা. হাসিনা সুলতানা, অধ্যাপক ডা. হোসনে আরা চৌধুরী, অধ্যাপক ডা. মুনীরা ফেরদৌসী, অধ্যাপক ডা. পারুল জাহান, ডা. বর্ণালী দাসসহ দেশের অর্ধশতাধিক স্বনামধন্য স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞগণ এবং বন্ধ্যাত্বরোগ বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। শিগগিরই ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সর্বাধুনিক পূর্ণাঙ্গ ‘ফার্টিলিটি সেন্টার’ এর আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ