নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আজ উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ব্যবসা-বাণিজ্য বাড়ানোর পাশাপাশি শ্রমিক সংগঠন ও শ্রমিকদের অধিকার নিয়ে বিজিএমইএ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করেন বলে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এক ফেসবুক পোস্টে এই কথা জানান।
দূতাবাসের ফেসবুক পোস্টে যুক্তরাষ্ট্র তৈরি পোশাক খাতে শ্রমিকের অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন।
এই সাক্ষাৎকারের বিষয়ে বিজিএমইএর পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় আজকের বৈঠকে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থ সংক্রান্ত বিভিন্ন ইস্যু, বিশেষ করে মার্কিন বাজারে উচ্চমানের পোশাকসহ পোশাক রপ্তানি বাড়াতে যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশকে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে কীভাবে কর্মক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধন করেছে তার বর্ণনা দিয়ে বলেন, এই অর্জনগুলোর কারণে বাংলাদেশের তৈরি পোশাকের প্রতি বৈশ্বিক ক্রেতাদের আস্থা বৃদ্ধি পেয়েছে।
তিনি শ্রম অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আইনি সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি, ন্যূনতম মাসিক মজুরির জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ন্যূনতম মজুরি বোর্ড গঠনের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করেন।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি সাধনের জন্য বাংলাদেশের পোশাক শিল্পের প্রশংসা করেন এবং অর্জনগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোরালোভাবে গুরুত্বারোপ করেন করেন বলে বিজিএমইএর প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
এ সময় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন লেবার অ্যাটাশে লীনা খান, ডেপুটি পলিটিক্যাল ইকোনমিক কাউন্সেলর, আর্তুরো হাইন্স, ইউএসডিএ/এফএএস, এগ্রিকালচারাল অ্যাটাশে মেগান ফ্রাঙ্কিকসহ দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা।
বিজিএমইএ পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি এস. এম. মান্নান কচি, সহসভাপতি শহিদউল্লাহ আজিম, সহসভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহসভাপতি মো. নাসির উদ্দিন, রাকিবুল আলম চৌধুরী, পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব, নাভিদুল হক, রাজীব চৌধুরী, ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান, মো. ইমরানুর রহমান, মিজানুর রহমান এবং নীলা হোসনে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আজ উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ব্যবসা-বাণিজ্য বাড়ানোর পাশাপাশি শ্রমিক সংগঠন ও শ্রমিকদের অধিকার নিয়ে বিজিএমইএ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করেন বলে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এক ফেসবুক পোস্টে এই কথা জানান।
দূতাবাসের ফেসবুক পোস্টে যুক্তরাষ্ট্র তৈরি পোশাক খাতে শ্রমিকের অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন।
এই সাক্ষাৎকারের বিষয়ে বিজিএমইএর পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় আজকের বৈঠকে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থ সংক্রান্ত বিভিন্ন ইস্যু, বিশেষ করে মার্কিন বাজারে উচ্চমানের পোশাকসহ পোশাক রপ্তানি বাড়াতে যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশকে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে কীভাবে কর্মক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধন করেছে তার বর্ণনা দিয়ে বলেন, এই অর্জনগুলোর কারণে বাংলাদেশের তৈরি পোশাকের প্রতি বৈশ্বিক ক্রেতাদের আস্থা বৃদ্ধি পেয়েছে।
তিনি শ্রম অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আইনি সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি, ন্যূনতম মাসিক মজুরির জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ন্যূনতম মজুরি বোর্ড গঠনের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করেন।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি সাধনের জন্য বাংলাদেশের পোশাক শিল্পের প্রশংসা করেন এবং অর্জনগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোরালোভাবে গুরুত্বারোপ করেন করেন বলে বিজিএমইএর প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
এ সময় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন লেবার অ্যাটাশে লীনা খান, ডেপুটি পলিটিক্যাল ইকোনমিক কাউন্সেলর, আর্তুরো হাইন্স, ইউএসডিএ/এফএএস, এগ্রিকালচারাল অ্যাটাশে মেগান ফ্রাঙ্কিকসহ দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা।
বিজিএমইএ পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি এস. এম. মান্নান কচি, সহসভাপতি শহিদউল্লাহ আজিম, সহসভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহসভাপতি মো. নাসির উদ্দিন, রাকিবুল আলম চৌধুরী, পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব, নাভিদুল হক, রাজীব চৌধুরী, ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান, মো. ইমরানুর রহমান, মিজানুর রহমান এবং নীলা হোসনে।

১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে শুল্কমুক্ত বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ ঘিরে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে দেশের দুই শীর্ষ খাত—বস্ত্রকল ও রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের মালিকেরা। দেশীয় সুতাশিল্প সুরক্ষার যুক্তিতে বাণিজ্য মন্ত্রণালয় এ সুবিধা তুলে নেওয়ার পথে হাঁটলেও, তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা
৫ ঘণ্টা আগে
২০২৫-২৬ অর্থবছরের অর্ধেক সময় পেরিয়ে গেলেও সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কার্যত স্থবিরতা কাটেনি। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৬ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন সর্বনিম্ন পর্যায়ে নেমে এস
৫ ঘণ্টা আগে
পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হবে—সমালোচিত ও বড় বিনিয়োগকারী হিসেবে পরিচিত আবুল খায়ের হিরুর এমন বার্তার পরই দেশের পুঁজিবাজারে বড় উত্থান দেখা গেছে। গতকাল রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তুলনায় দরবৃদ্ধি হয়েছে প্রায় ৭ গুণ।
৫ ঘণ্টা আগে
বন্ড সুবিধার আড়ালে কেএলডি অ্যাপারেলস লিমিটেডের বিরুদ্ধে শুল্ক-কর ফাঁকি ও রপ্তানি জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগ উঠে এসেছে কাস্টমসের এক তদন্তে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত তিন বছরে প্রতিষ্ঠানটি বন্ড সুবিধায় আমদানি করা ১৭৯ টন কাপড় ও অ্যাকসেসরিজ উৎপাদনে ব্যবহার না করে ইসলামপুরসহ বিভিন্ন অনুমোদনহীন বাজারে
৬ ঘণ্টা আগে