নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনা মোকাবিলা এবং দারিদ্র্য নিরসনে ৩০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। দেশের ২০টি জেলায় এই ঋণ গ্রামীণ অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করবে। এ অর্থে ৯০ শতাংশ সুবিধাভোগী হবেন নারীরা। আজ মঙ্গলবার বিশ্বব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার এ ঋণ চুক্তি সই হয়। বিশ্বব্যাংকের পক্ষে সংস্থাটির বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সিয়া টেম্বন এবং বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন এতে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দরিদ্র জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে ‘রিলায়েন্স, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (রেলি) ’ প্রকল্পের আওতায় এই ঋণে ৩ হাজার ২০০ গ্রামের সাড়ে ৭ লাখ লোক উপকৃত হবে। ৩০ বছর মেয়াদি এ ঋণের গ্রেস পিরিয়ড (সুদ মুক্ত) পাঁচ বছর। এ ঋণ ব্যবহার করে ৪ লাখ ৯০ হাজার মানুষকে জলবায়ু ঝুঁকি ও অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ৫ হাজার ১২০টি জলবায়ু পরিবর্তন সহনশীল অবকাঠামো নির্মাণ করা হবে।
এ প্রসঙ্গে মার্সিয়া টেম্বন বলেন, কোভিড-১৯ মহামারিতে গ্রামীণ অঞ্চলের দরিদ্রদের, বিশেষ করে নারীদের আয় ও অর্থনৈতিক সুযোগ সীমাবদ্ধ হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে সহায়তা দেওয়া হবে। এ প্রকল্পের ৯০ শতাংশ সুবিধাভোগী হবেন নারীরা। প্রকল্পটি স্বাস্থ্য এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে।
এ ছাড়া বেকার যুবক এবং প্রত্যাবাসিত অভিবাসীদের কর্মসংস্থান তৈরি এবং দক্ষতা বিকাশে প্রশিক্ষণ দেওয়ার জন্য এ প্রকল্প কাজ করবে। সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, প্রকল্পটি ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং বাংলাদেশ ডেলটা পরিকল্পনা ২১০০-এর সঙ্গে সম্পর্কিত। এটি গ্রামীণ নারীদের দারিদ্র্য দূরীকরণ ও মহামারির ধাক্কা সামাল দিতে সহায়তা করবে।

ঢাকা: করোনা মোকাবিলা এবং দারিদ্র্য নিরসনে ৩০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। দেশের ২০টি জেলায় এই ঋণ গ্রামীণ অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করবে। এ অর্থে ৯০ শতাংশ সুবিধাভোগী হবেন নারীরা। আজ মঙ্গলবার বিশ্বব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার এ ঋণ চুক্তি সই হয়। বিশ্বব্যাংকের পক্ষে সংস্থাটির বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সিয়া টেম্বন এবং বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন এতে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দরিদ্র জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে ‘রিলায়েন্স, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (রেলি) ’ প্রকল্পের আওতায় এই ঋণে ৩ হাজার ২০০ গ্রামের সাড়ে ৭ লাখ লোক উপকৃত হবে। ৩০ বছর মেয়াদি এ ঋণের গ্রেস পিরিয়ড (সুদ মুক্ত) পাঁচ বছর। এ ঋণ ব্যবহার করে ৪ লাখ ৯০ হাজার মানুষকে জলবায়ু ঝুঁকি ও অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ৫ হাজার ১২০টি জলবায়ু পরিবর্তন সহনশীল অবকাঠামো নির্মাণ করা হবে।
এ প্রসঙ্গে মার্সিয়া টেম্বন বলেন, কোভিড-১৯ মহামারিতে গ্রামীণ অঞ্চলের দরিদ্রদের, বিশেষ করে নারীদের আয় ও অর্থনৈতিক সুযোগ সীমাবদ্ধ হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে সহায়তা দেওয়া হবে। এ প্রকল্পের ৯০ শতাংশ সুবিধাভোগী হবেন নারীরা। প্রকল্পটি স্বাস্থ্য এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে।
এ ছাড়া বেকার যুবক এবং প্রত্যাবাসিত অভিবাসীদের কর্মসংস্থান তৈরি এবং দক্ষতা বিকাশে প্রশিক্ষণ দেওয়ার জন্য এ প্রকল্প কাজ করবে। সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, প্রকল্পটি ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং বাংলাদেশ ডেলটা পরিকল্পনা ২১০০-এর সঙ্গে সম্পর্কিত। এটি গ্রামীণ নারীদের দারিদ্র্য দূরীকরণ ও মহামারির ধাক্কা সামাল দিতে সহায়তা করবে।

অন্তর্বর্তী সরকার এখন ছয়টি মেগা প্রকল্পের মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে আগামী রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব তোলা হবে। প্রস্তাবিত মেগা প্রকল্পগুলোর মধ্যে পাঁচটির মেয়াদ চতুর্থবার এবং একটির পঞ্চমবার বাড়ানোর প্রক্রিয়ায় রয়েছে।
৬ ঘণ্টা আগে
বাণিজ্যিক পোলট্রি খামারের জন্য এক দিন বয়সী প্যারেন্ট স্টক বা প্রজননকারী মুরগির বাচ্চা আমদানি নিষিদ্ধ করতে চায় সরকার। জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা, ২০২৬-এর চূড়ান্ত খসড়ায় এ ধরনের প্রস্তাব রাখা হয়েছে। খসড়ায় বলা হয়, দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়িয়ে ধাপে ধাপে আমদানিনির্ভরতা কমানোই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।
৬ ঘণ্টা আগে
এক দিনের ব্যবধানে ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৪০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৫২ হাজার টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম।
৯ ঘণ্টা আগে
নিপ্পন পেইন্ট বাংলাদেশকে অ্যাডভান্সড ট্রানজ্যাকশন ব্যাংকিং সলিউশন দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই উদ্যোগের লক্ষ্য হলো নিপ্পন পেইন্টের ডিলার ও ডিস্ট্রিবিউটর কালেকশন ব্যবস্থায় রিসিভেবল ম্যানেজমেন্ট শক্তিশালী, কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিত করা।
৯ ঘণ্টা আগে