নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে জ্বালানি তেল উত্তোলন ও বিতরণ বন্ধের লাগাতার কর্মসূচির কথা ভাবছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। আগামীকাল রোববার রাজধানীতে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানাবে তারা।
আজ শনিবার সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞাপ্তিতে কর্মসূচির পরিকল্পনার বিষয়টি জানায় পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তাদের তিন দফা দাবি হলো—জ্বালানি তেল পরিবহনে ব্যবহৃত ট্যাংক লরির ইকোনমিক লাইফ ৫০ বছর নির্ধারণ; জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা এবং জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট হওয়ায় প্রতিশ্রুতি সুস্পষ্ট করে গেজেট প্রকাশ করা।
অ্যাসোসিয়েশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দাবি মানা না হলে আমরা আগামী ৩ সেপ্টেম্বর থেকে লাগাতার জ্বালানি তেল উত্তোলন ও বিতরণ বন্ধ করতে যাচ্ছি।’
মিজানুর রহমান রতন আরও বলেন, ‘আমরা এখন তেল বিক্রি করে যে কমিশন পাই সেটা দিয়ে আর কুলিয়ে উঠতে পারছি না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কর্মচারীর বেতন বৃদ্ধির চাপ আছে। আমরা এখন যে কমিশন পাই সেখান থেকে তাদের বেতন বাড়ানো যাবে না। কমিশন না বাড়ালে ব্যবসায় ঠিকে থাকা অসম্ভব হয়ে যাবে।’
এর আগে এই তিন দফা দাবি পূরণের জন্য ৩১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে দাবি না মানলে চলতি মাসের ১ তারিখ থেকে তেল উত্তোলন ও বিতরণ বন্ধের হুমকি দেওয়া হয়েছিল। তাদের তিন দফা দাবি সরকার ১৫ আগস্টের মধ্যে কার্যকর করবে এমন প্রতিশ্রুতিতে তখন জ্বালানি তেল উত্তোলন ও বিতরণ বন্ধের ঘোষণা থেকে সরে আসে সংগঠনটি।

জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে জ্বালানি তেল উত্তোলন ও বিতরণ বন্ধের লাগাতার কর্মসূচির কথা ভাবছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। আগামীকাল রোববার রাজধানীতে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানাবে তারা।
আজ শনিবার সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞাপ্তিতে কর্মসূচির পরিকল্পনার বিষয়টি জানায় পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তাদের তিন দফা দাবি হলো—জ্বালানি তেল পরিবহনে ব্যবহৃত ট্যাংক লরির ইকোনমিক লাইফ ৫০ বছর নির্ধারণ; জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা এবং জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট হওয়ায় প্রতিশ্রুতি সুস্পষ্ট করে গেজেট প্রকাশ করা।
অ্যাসোসিয়েশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দাবি মানা না হলে আমরা আগামী ৩ সেপ্টেম্বর থেকে লাগাতার জ্বালানি তেল উত্তোলন ও বিতরণ বন্ধ করতে যাচ্ছি।’
মিজানুর রহমান রতন আরও বলেন, ‘আমরা এখন তেল বিক্রি করে যে কমিশন পাই সেটা দিয়ে আর কুলিয়ে উঠতে পারছি না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কর্মচারীর বেতন বৃদ্ধির চাপ আছে। আমরা এখন যে কমিশন পাই সেখান থেকে তাদের বেতন বাড়ানো যাবে না। কমিশন না বাড়ালে ব্যবসায় ঠিকে থাকা অসম্ভব হয়ে যাবে।’
এর আগে এই তিন দফা দাবি পূরণের জন্য ৩১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে দাবি না মানলে চলতি মাসের ১ তারিখ থেকে তেল উত্তোলন ও বিতরণ বন্ধের হুমকি দেওয়া হয়েছিল। তাদের তিন দফা দাবি সরকার ১৫ আগস্টের মধ্যে কার্যকর করবে এমন প্রতিশ্রুতিতে তখন জ্বালানি তেল উত্তোলন ও বিতরণ বন্ধের ঘোষণা থেকে সরে আসে সংগঠনটি।

অন্তর্বর্তী সরকার এখন ছয়টি মেগা প্রকল্পের মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে আগামী রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব তোলা হবে। প্রস্তাবিত মেগা প্রকল্পগুলোর মধ্যে পাঁচটির মেয়াদ চতুর্থবার এবং একটির পঞ্চমবার বাড়ানোর প্রক্রিয়ায় রয়েছে।
২ ঘণ্টা আগে
বাণিজ্যিক পোলট্রি খামারের জন্য এক দিন বয়সী প্যারেন্ট স্টক বা প্রজননকারী মুরগির বাচ্চা আমদানি নিষিদ্ধ করতে চায় সরকার। জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা, ২০২৬-এর চূড়ান্ত খসড়ায় এ ধরনের প্রস্তাব রাখা হয়েছে। খসড়ায় বলা হয়, দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়িয়ে ধাপে ধাপে আমদানিনির্ভরতা কমানোই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।
২ ঘণ্টা আগে
এক দিনের ব্যবধানে ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৪০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৫২ হাজার টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম।
৪ ঘণ্টা আগে
নিপ্পন পেইন্ট বাংলাদেশকে অ্যাডভান্সড ট্রানজ্যাকশন ব্যাংকিং সলিউশন দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই উদ্যোগের লক্ষ্য হলো নিপ্পন পেইন্টের ডিলার ও ডিস্ট্রিবিউটর কালেকশন ব্যবস্থায় রিসিভেবল ম্যানেজমেন্ট শক্তিশালী, কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিত করা।
৫ ঘণ্টা আগে