বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মৌসুমি আকতার (১৯) নামে এক গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও তাঁর পরিবারের লোকজনের বিরুদ্ধে। ২৫ দিন বয়সী ওই গৃহবধূর এক পুত্র সন্তান রয়েছে। তবে মৌসুমি আকতারের শ্বশুরবাড়ির লোকজন অভিযোগ মিথ্যা দাবি করে বলছে, গৃহবধূ নিজেই নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।
জানা গেছে, সোমবার ভোররাতে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুরে মেডিকেলে রেফার্ড করে। সোমবার সন্ধ্যায় তাঁর অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তির জন্য রেফার্ড করা হয়।
বালিয়াডাঙ্গী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুব আলম আজকের পত্রিকাকে জানান, কেরোসিনের আগুনে গৃহবধূর শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। হাসপাতালে নিয়ে আসার সময় তাঁর জ্ঞান ছিল না। আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করি।
অগ্নিদগ্ধ গৃহবধূ উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর গ্রামের সাজেদুর রহমানের স্ত্রী। ও আমজানখোর ইউনিয়নের মমিনটলা গ্রামের সমির উদ্দীনের মেয়ে। দেড় বছর আগে পারিবারিক ভাবে মৌসুমি আকতার ও সাজেদুর রহমানের বিয়ে হয়েছিল।
মেয়ের বাবা সমিরউদ্দীন সোমবার মোবাইলে জানান, বাচ্চা প্রসবের সময় মেয়ের জামাই ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। বাচ্চা প্রসবের পর মেয়ে আমার বাড়িতেই ছিল। এক সপ্তাহ হল তাকে শ্বশুরবাড়িতে পাঠিয়েছি। সেই কথা কাটাকাটির জের ধরেই জামাই ও শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়ের উপর কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে লালাপুর গ্রামে গৃহবধূর বাড়ির লোকজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিয়ের পর থেকেই সংসার করবে না বলে মৌসুমি ও তাঁর স্বামীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। কিন্তু কি কারণে এমন ঘটনা ঘটেছে তা কারওই জানা নাই।
স্থানীয় ইউপি সদস্য রাশেদুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। কিন্তু গৃহবধূর পরিবার চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।
মৌসুমি আকতারের স্বামী সাজেদুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।
বালিয়াডাঙ্গী থানার তদন্ত অফিসার আব্দুস সবুর বলেন, ঘটনাস্থলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মৌসুমি আকতার (১৯) নামে এক গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও তাঁর পরিবারের লোকজনের বিরুদ্ধে। ২৫ দিন বয়সী ওই গৃহবধূর এক পুত্র সন্তান রয়েছে। তবে মৌসুমি আকতারের শ্বশুরবাড়ির লোকজন অভিযোগ মিথ্যা দাবি করে বলছে, গৃহবধূ নিজেই নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।
জানা গেছে, সোমবার ভোররাতে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুরে মেডিকেলে রেফার্ড করে। সোমবার সন্ধ্যায় তাঁর অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তির জন্য রেফার্ড করা হয়।
বালিয়াডাঙ্গী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুব আলম আজকের পত্রিকাকে জানান, কেরোসিনের আগুনে গৃহবধূর শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। হাসপাতালে নিয়ে আসার সময় তাঁর জ্ঞান ছিল না। আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করি।
অগ্নিদগ্ধ গৃহবধূ উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর গ্রামের সাজেদুর রহমানের স্ত্রী। ও আমজানখোর ইউনিয়নের মমিনটলা গ্রামের সমির উদ্দীনের মেয়ে। দেড় বছর আগে পারিবারিক ভাবে মৌসুমি আকতার ও সাজেদুর রহমানের বিয়ে হয়েছিল।
মেয়ের বাবা সমিরউদ্দীন সোমবার মোবাইলে জানান, বাচ্চা প্রসবের সময় মেয়ের জামাই ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। বাচ্চা প্রসবের পর মেয়ে আমার বাড়িতেই ছিল। এক সপ্তাহ হল তাকে শ্বশুরবাড়িতে পাঠিয়েছি। সেই কথা কাটাকাটির জের ধরেই জামাই ও শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়ের উপর কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে লালাপুর গ্রামে গৃহবধূর বাড়ির লোকজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিয়ের পর থেকেই সংসার করবে না বলে মৌসুমি ও তাঁর স্বামীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। কিন্তু কি কারণে এমন ঘটনা ঘটেছে তা কারওই জানা নাই।
স্থানীয় ইউপি সদস্য রাশেদুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। কিন্তু গৃহবধূর পরিবার চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।
মৌসুমি আকতারের স্বামী সাজেদুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।
বালিয়াডাঙ্গী থানার তদন্ত অফিসার আব্দুস সবুর বলেন, ঘটনাস্থলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
২ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে