ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল জয় পেয়েছে। নির্বাচনে ১২টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯টিতেই জয়ী হয়েছেন এই ফোরামের প্রার্থীরা।
অন্যদিকে কোষাধ্যক্ষসহ দুটি সদস্য পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা।
গতকাল রোববার ভোট গ্রহণ ও গণনা শেষে রাত ৯টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল হামিদ।
বিএনপি সমর্থিত প্যানেলের জয়ী প্রার্থীরা হলেন সভাপতি পদে আব্দুল হালিম, সহসভাপতি পদে নুরুল ইসলাম, মোবারক হোসেন, সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদীন, সহসাধারণ সম্পাদক পদে ফজলে আলম, পাঠাগার সম্পাদক পদে আয়েজুল ইসলাম, কমনরুম অ্যান্ড কালচারাল সেক্রেটারি পদে শাহজাহান কবির, সদস্য পদে আব্দুর রাজ্জাক ও রায়হান আলী রায়হান।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের বিজয়ী তিন প্রার্থী হলেন কোষাধ্যক্ষ পদে জামেদুল হক, সদস্য পদে আশিকুর রহমান ও ফেরদৌস হাসান।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির ভবনে টানা ভোটগ্রহণ হয়। নির্বাচনে ১২টি পদে দুটি প্যানেলের ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ২২৩ জন, যাঁদের মধ্যে ২১৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ আজকের পত্রিকাকে বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীরা আগামী এক বছরের জন্য জেলা আইনজীবী সমিতির দায়িত্ব পালন করবেন।

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল জয় পেয়েছে। নির্বাচনে ১২টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯টিতেই জয়ী হয়েছেন এই ফোরামের প্রার্থীরা।
অন্যদিকে কোষাধ্যক্ষসহ দুটি সদস্য পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা।
গতকাল রোববার ভোট গ্রহণ ও গণনা শেষে রাত ৯টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল হামিদ।
বিএনপি সমর্থিত প্যানেলের জয়ী প্রার্থীরা হলেন সভাপতি পদে আব্দুল হালিম, সহসভাপতি পদে নুরুল ইসলাম, মোবারক হোসেন, সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদীন, সহসাধারণ সম্পাদক পদে ফজলে আলম, পাঠাগার সম্পাদক পদে আয়েজুল ইসলাম, কমনরুম অ্যান্ড কালচারাল সেক্রেটারি পদে শাহজাহান কবির, সদস্য পদে আব্দুর রাজ্জাক ও রায়হান আলী রায়হান।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের বিজয়ী তিন প্রার্থী হলেন কোষাধ্যক্ষ পদে জামেদুল হক, সদস্য পদে আশিকুর রহমান ও ফেরদৌস হাসান।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির ভবনে টানা ভোটগ্রহণ হয়। নির্বাচনে ১২টি পদে দুটি প্যানেলের ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ২২৩ জন, যাঁদের মধ্যে ২১৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ আজকের পত্রিকাকে বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীরা আগামী এক বছরের জন্য জেলা আইনজীবী সমিতির দায়িত্ব পালন করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে