ঠাকুরগাঁও প্রতিনিধি

‘ভোটের প্রতি মানুষের আস্থা নেই, বিশ্বাস উঠে গেছে। সারা দিন দুই–তিনটা ভোট পড়ছে। বিকালে তা বানানো হচ্ছে ৩০০ থেকে ৩ হাজার। এ কারণে ভোটের ওপর মানুষের আস্থা নেই।’
গতকাল মঙ্গলবার রাতে ঠাকুরগাঁওয়ে উপজেলা নির্বাচনী প্রচার সভায় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম খোকন এসব মন্তব্য করেছেন।
ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু কমিটিতে ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত দপ্তর সম্পাদক ছিলেন কামরুল ইসলাম। এরপর ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক ছিলেন। বর্তমানে ঠাকুরগাঁও শহরের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। এবার সদর উপজেলার চেয়ারম্যান পদে লড়ছেন।
সদর উপজেলার রুহিয়া এলাকায় গতকাল রাতে নির্বাচনী প্রচার সভায় কামরুল ইসলাম খোকন বলেন, ‘ভোটকেন্দ্রে ভোটাররা আসে না। হাত ধরে টেনে আনলেও আসতে চায় না। কেন্দ্রে সারা দিন সাংবাদিক-গণমাধ্যমকর্মীরা, রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা থাকছে। তারাই দেখছে, সারা দিন ধরে একটি কেন্দ্রে ভোট পড়ছে ৩০০। আর বিকাল হলে প্রিজাইডিং কর্মকর্তা তা বাড়িয়ে বানাচ্ছে ৩ হাজার।’
সাবেক এই ছাত্রলীগ নেতা বলেন, ‘আমি আওয়ামী লীগ করি। এর জন্য হামরাই দায়ী। হামরা এমনভাবে রাজনীতি করছি যে এখানে আওয়ামী লীগ ছাড়া আর কেউ থাকবে না। গণতান্ত্রিক রাষ্ট্রে আওয়ামী লীগ থাকবে, বিএনপিসহ সব দল থাকবে। স্বাধীনতার ৫২ বছরে এ দেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি।’
কামরুল ইসলাম বলেন, ‘রাজনীতিবিদেরা রাজনীতিকে নষ্ট করে এটাকে ব্যবসায় পরিণত করেছেন। চালাকি, ধান্ধাবাজি আর চালবাজি করে আমরা ভোটটা করছি। এই তানে (এ কারণে) মানুষের ভোটের প্রতি আস্থা নেই। ভোট দিতে মানুষ ভোটকেন্দ্রে যায় না।’
ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ছাত্রলীগের সাবেক এই নেতা। এ উপজেলায় আওয়ামী লীগের চারজন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন।

‘ভোটের প্রতি মানুষের আস্থা নেই, বিশ্বাস উঠে গেছে। সারা দিন দুই–তিনটা ভোট পড়ছে। বিকালে তা বানানো হচ্ছে ৩০০ থেকে ৩ হাজার। এ কারণে ভোটের ওপর মানুষের আস্থা নেই।’
গতকাল মঙ্গলবার রাতে ঠাকুরগাঁওয়ে উপজেলা নির্বাচনী প্রচার সভায় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম খোকন এসব মন্তব্য করেছেন।
ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু কমিটিতে ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত দপ্তর সম্পাদক ছিলেন কামরুল ইসলাম। এরপর ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক ছিলেন। বর্তমানে ঠাকুরগাঁও শহরের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। এবার সদর উপজেলার চেয়ারম্যান পদে লড়ছেন।
সদর উপজেলার রুহিয়া এলাকায় গতকাল রাতে নির্বাচনী প্রচার সভায় কামরুল ইসলাম খোকন বলেন, ‘ভোটকেন্দ্রে ভোটাররা আসে না। হাত ধরে টেনে আনলেও আসতে চায় না। কেন্দ্রে সারা দিন সাংবাদিক-গণমাধ্যমকর্মীরা, রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা থাকছে। তারাই দেখছে, সারা দিন ধরে একটি কেন্দ্রে ভোট পড়ছে ৩০০। আর বিকাল হলে প্রিজাইডিং কর্মকর্তা তা বাড়িয়ে বানাচ্ছে ৩ হাজার।’
সাবেক এই ছাত্রলীগ নেতা বলেন, ‘আমি আওয়ামী লীগ করি। এর জন্য হামরাই দায়ী। হামরা এমনভাবে রাজনীতি করছি যে এখানে আওয়ামী লীগ ছাড়া আর কেউ থাকবে না। গণতান্ত্রিক রাষ্ট্রে আওয়ামী লীগ থাকবে, বিএনপিসহ সব দল থাকবে। স্বাধীনতার ৫২ বছরে এ দেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি।’
কামরুল ইসলাম বলেন, ‘রাজনীতিবিদেরা রাজনীতিকে নষ্ট করে এটাকে ব্যবসায় পরিণত করেছেন। চালাকি, ধান্ধাবাজি আর চালবাজি করে আমরা ভোটটা করছি। এই তানে (এ কারণে) মানুষের ভোটের প্রতি আস্থা নেই। ভোট দিতে মানুষ ভোটকেন্দ্রে যায় না।’
ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ছাত্রলীগের সাবেক এই নেতা। এ উপজেলায় আওয়ামী লীগের চারজন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন।

রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে রূপলাল দাস (৪০) ও প্রদীপ লাল (৩৫) হত্যার ঘটনায় জড়িত অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হলেন তারাগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব ইউনুস আলী (৩২)। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজার...
১০ মিনিট আগে
চট্টগ্রাম মহানগরীতে ৩৩০ জনের প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এ তালিকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের সাবেক মন্ত্রী, মেয়র, কাউন্সিলরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা যেমন আছেন, একইভাবে আছেন বিএনপির নেতা, সনাতনী...
১৩ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আটতলা নতুন ভবনের ষষ্ঠ তলায় শিশু ওয়ার্ডে আগুনে প্রাণহানির ঘটনা না ঘটলেও আতঙ্কে রোগী ও স্বজনদের হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে লাগা আগুনে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...
৪০ মিনিট আগে
বাংলা চ্যানেল পাড়ি দিয়ে দ্রুততম সময়ে ১৬ দশমিক ১ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেছেন সাইফুল ইসলাম রাসেল। ৪ ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছে প্রতিযোগিতা শেষ করেন।
১ ঘণ্টা আগে