ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে হত্যার মামলায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার যুবকের মোবাইল ট্র্যাক করে হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
আজ বুধবার গ্রেপ্তার যুবককে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম—মো. মাসুদ (২১)। তিনি সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের রমজান আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যার সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায়, মাসুদ নামের ওই যুবককে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) জাবেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধারের পর তাঁর বাবা দারুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা তদন্ত করতে গিয়ে গ্রেপ্তার মাসুদের মোবাইল ফোন ট্র্যাক করে, হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এরপরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে এই হত্যা মামলায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।’
উল্লেখ্য গত ৪ মে সদর উপজেলার মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি ভুট্টা খেত থেকে মুরাদ হোসেন নামে এক মাদ্রাসাছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মুরাদ মাদারগঞ্জ হাফেজিয়া মাদ্রাসা খরবা এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিংয়ের হেফজখানার ছাত্র। সে মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি এলাকার দারুল ইসলামের ছেলে।

ঠাকুরগাঁওয়ে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে হত্যার মামলায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার যুবকের মোবাইল ট্র্যাক করে হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
আজ বুধবার গ্রেপ্তার যুবককে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম—মো. মাসুদ (২১)। তিনি সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের রমজান আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যার সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায়, মাসুদ নামের ওই যুবককে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) জাবেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধারের পর তাঁর বাবা দারুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা তদন্ত করতে গিয়ে গ্রেপ্তার মাসুদের মোবাইল ফোন ট্র্যাক করে, হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এরপরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে এই হত্যা মামলায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।’
উল্লেখ্য গত ৪ মে সদর উপজেলার মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি ভুট্টা খেত থেকে মুরাদ হোসেন নামে এক মাদ্রাসাছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মুরাদ মাদারগঞ্জ হাফেজিয়া মাদ্রাসা খরবা এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিংয়ের হেফজখানার ছাত্র। সে মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি এলাকার দারুল ইসলামের ছেলে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৬ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৬ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
৬ ঘণ্টা আগে