Ajker Patrika

বালিয়াডাঙ্গীতে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি 
বালিয়াডাঙ্গীতে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া দুই শিক্ষার্থীর লেখাপড়ার খরচের দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া দুই শিক্ষার্থীর পড়ালেখার খরচের দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন। দুই শিক্ষার্থীর হাতে ভর্তির খরচ বাবদ চেক দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ।

আজ রোববার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া পাড়িয়া ইউনিয়নের ক্ষুদ্র মাছখুড়িয়া গ্রামের সৌরভ হোসেন রিশাদের হাতে চেক দেন ইউএনও পলাশ কুমার দেবনাথ। এ সময় তাঁকে শুভেচ্ছা এবং পরবর্তী সময়ে যেকোনো ধরনের সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন।

এর আগে ২৬ জানুয়ারি কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বড়পলাশবাড়ী ইউনিয়নের কিসমত পলাশবাড়ী গ্রামের জেমি আকতারকে আর্থিক সহায়তা দেন ইউএনও।

ইউএনও পলাশ কুমার দেবনাথ বলেন, ‘মেডিকেলে সুযোগ পাওয়া শিক্ষার্থীরা দেশের সম্পদ। উপজেলা প্রশাসন পাঁচজনকে শুভেচ্ছা জানিয়েছে এবং দুজনের পড়াশোনার সব খরচের দায়িত্ব নিয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলা থেকে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক এমন শিক্ষার্থীদের সহযোগিতা করতে আমরা প্রস্তুত।’

চলতি বছর বালিয়াডাঙ্গী উপজেলা থেকে পাঁচজন পাঁচটি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। যশোর মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন মাহাজাবিন ইসরাত মিম, কুষ্টিয়া মেডিকেলে জেমি আকতার, ময়মনসিংহ মেডিকেল কলেজে সৌরভ হোসেন রিশাদ, জামালপুর মেডিকেলে মেহেরা আক্তার মিতু ও রংপুর মেডিকেলে সুযোগ পেয়েছেন নুর-ই-জান্নাত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত