ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে আব্দুল্লাহ পুষ্প (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার সালান্দর ইউনিয়নের কচুবাড়ী কৃষ্টপুর এলাকার একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুর বাবা মাসুদ রানা ও মাসুদের সাবেক স্ত্রী (শিশুটির মা) মোছা. রুনা বেগম পরস্পরকে দায়ী করছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, গত রোববার সকালে বাসা থেকে নিখোঁজ হয় শিশু আব্দুল্লাহ পুষ্প। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় শিশুটির বাবা মাসুদ রানা ঠাকুরগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আজ মঙ্গলবার সকালে বাড়ির অদূরে পুকুরে ভেসে ওঠে পুষ্পর লাশ। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় সালান্দর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী বলেন, শিশুটির বাবা মাসুদ রানা ও মা রুনা বেগমের মধ্যে কিছুদিন আগে বিচ্ছেদ হয়। গত শনিবার শিশুটির বাবা তার নানাবাড়ি থেকে তাকে নিজ বাড়ি নিয়ে আসেন। এর পরদিন রোববার সকালে শিশুটি নিখোঁজ হয়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে এলাকাবাসীও।
শিশুর বাবা মাসুদ রানা বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করি। আমার শিশু বাচ্চাকে কে বা কারা হত্যা করল, তা বুঝতে পারছি না। আমার ওইটুকু শিশুকে যারা হত্যা করেছে, তাদের বিচার চাই।’
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির আজকের পত্রিকাকে বলেন, শিশুটির বাবা-মা এর জন্য পরস্পরকে দায়ী করছেন। শিশুটির মৃত্যু রহস্যজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে আব্দুল্লাহ পুষ্প (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার সালান্দর ইউনিয়নের কচুবাড়ী কৃষ্টপুর এলাকার একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুর বাবা মাসুদ রানা ও মাসুদের সাবেক স্ত্রী (শিশুটির মা) মোছা. রুনা বেগম পরস্পরকে দায়ী করছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, গত রোববার সকালে বাসা থেকে নিখোঁজ হয় শিশু আব্দুল্লাহ পুষ্প। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় শিশুটির বাবা মাসুদ রানা ঠাকুরগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আজ মঙ্গলবার সকালে বাড়ির অদূরে পুকুরে ভেসে ওঠে পুষ্পর লাশ। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় সালান্দর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী বলেন, শিশুটির বাবা মাসুদ রানা ও মা রুনা বেগমের মধ্যে কিছুদিন আগে বিচ্ছেদ হয়। গত শনিবার শিশুটির বাবা তার নানাবাড়ি থেকে তাকে নিজ বাড়ি নিয়ে আসেন। এর পরদিন রোববার সকালে শিশুটি নিখোঁজ হয়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে এলাকাবাসীও।
শিশুর বাবা মাসুদ রানা বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করি। আমার শিশু বাচ্চাকে কে বা কারা হত্যা করল, তা বুঝতে পারছি না। আমার ওইটুকু শিশুকে যারা হত্যা করেছে, তাদের বিচার চাই।’
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির আজকের পত্রিকাকে বলেন, শিশুটির বাবা-মা এর জন্য পরস্পরকে দায়ী করছেন। শিশুটির মৃত্যু রহস্যজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
৪ মিনিট আগে
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল হুমাইরা আক্তার মিম (১৫)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় কিছু হওয়ার। কিন্তু গত শুক্রবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. নোমান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সিদ্ধিরগঞ্জ থানার চেয়ারম্যান অফিস এলাকার পাশের একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নোমান পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজিবর দফাদারের ছেলে
৪০ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় সংঘবদ্ধ একটি চক্র রাতের আঁধারে বিপুল পরিমাণ মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে আগেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়।
২ ঘণ্টা আগে