ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রইছ উদ্দিন সাজু (৫৫) দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
গতকাল রোববার রাত ১০টার দিকে সদর উপজেলার কালিতলা একটিকিয়া এলাকায় ইউপি চেয়ারম্যান রইছ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটে। ২০২১ সালে ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ইউপি চেয়ারম্যানের ওপর হামলা হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুর রহমান। তিনি বলেন, এখনো হামলার ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
রইছ উদ্দিনের মেয়ে রিফাত আরা সম্পা জানান, গতকাল রাতে পরিষদের কাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে রইছ উদ্দিন শহরের শান্তিনগরের বাড়িতে ফিরছিলেন। পথে দুটি মোটরসাইকেলে করে চার-পাঁচ জন দুর্বৃত্ত পেছন দিক থেকে হামলা করলে রইছ উদ্দিন সড়কে পড়ে যান। এরপর তাঁরা অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
রিফাত আরা সম্পা বলেন, বাবার মাথায়, হাতে ও পিঠে এলোপাতাড়িভাবে কোপানো হয়েছে। তাঁর মাথাসহ শরীরের পাঁচ-ছয় জায়গায় কোপানো হয়েছে। ঠিক কী কারণে তাঁকে এত নির্দয়ভাবে কোপানো হলো, এ বিষয়ে কিছু বলতে পারছি না।
জখম হওয়া ইউপি চেয়ারম্যানের ভাগনে মোহাম্মদ আসাদুজ্জামান খান জানান, দুর্বৃত্তরা কোপানোর পর একপর্যায়ে তাঁর মামা প্রাণ বাঁচাতে দৌড় দেন। পরে এক ব্যক্তি তাঁকে চিনতে পেরে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। দুর্বৃত্তরা তাঁর মামার মোটরসাইকেল ও পরিষদের গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যান।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. রকিবুল আলম বলেন, রাত সাড়ে ১০টার দিকে ইউপি চেয়ারম্যানকে হাসপাতালে নিয়ে এলে তাঁকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। এ সময় তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রইছ উদ্দিন সাজু (৫৫) দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
গতকাল রোববার রাত ১০টার দিকে সদর উপজেলার কালিতলা একটিকিয়া এলাকায় ইউপি চেয়ারম্যান রইছ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটে। ২০২১ সালে ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ইউপি চেয়ারম্যানের ওপর হামলা হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুর রহমান। তিনি বলেন, এখনো হামলার ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
রইছ উদ্দিনের মেয়ে রিফাত আরা সম্পা জানান, গতকাল রাতে পরিষদের কাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে রইছ উদ্দিন শহরের শান্তিনগরের বাড়িতে ফিরছিলেন। পথে দুটি মোটরসাইকেলে করে চার-পাঁচ জন দুর্বৃত্ত পেছন দিক থেকে হামলা করলে রইছ উদ্দিন সড়কে পড়ে যান। এরপর তাঁরা অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
রিফাত আরা সম্পা বলেন, বাবার মাথায়, হাতে ও পিঠে এলোপাতাড়িভাবে কোপানো হয়েছে। তাঁর মাথাসহ শরীরের পাঁচ-ছয় জায়গায় কোপানো হয়েছে। ঠিক কী কারণে তাঁকে এত নির্দয়ভাবে কোপানো হলো, এ বিষয়ে কিছু বলতে পারছি না।
জখম হওয়া ইউপি চেয়ারম্যানের ভাগনে মোহাম্মদ আসাদুজ্জামান খান জানান, দুর্বৃত্তরা কোপানোর পর একপর্যায়ে তাঁর মামা প্রাণ বাঁচাতে দৌড় দেন। পরে এক ব্যক্তি তাঁকে চিনতে পেরে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। দুর্বৃত্তরা তাঁর মামার মোটরসাইকেল ও পরিষদের গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যান।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. রকিবুল আলম বলেন, রাত সাড়ে ১০টার দিকে ইউপি চেয়ারম্যানকে হাসপাতালে নিয়ে এলে তাঁকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। এ সময় তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

পিরোজপুরের নেছারাবাদে বিস্ফোরক মামলায় স্বরূপকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্বরূপকাঠি পৌর যুবলীগের সভাপতি শিশির কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) ভোরে নেছারাবাদ উপজেলার পান হাটখোলা এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নেছারাবাদ থানায় নিয়ে যাওয়া হয়।
১২ মিনিট আগে
শীত এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠা-পায়েসের আয়োজন। পিঠা তৈরির অন্যতম সহায়ক হলো গুড়। অনেকে চিনি দিয়েও তৈরি করে থাকে। তবে এই নাশতাকে সবচেয়ে বেশি সুস্বাদু করে তোলে খেজুর রসের গুড়।
১ ঘণ্টা আগে
দোতালা ভবনের নিচতলায় একটি কক্ষে বসে রয়েছেন ফার্মাসিস্ট মোল্লা মনিরুজ্জামান। তাঁর কাছেই বিভিন্ন বয়সী রোগীরা আসছেন চিকিৎসা নিতে। উপসর্গ শুনে রোগীদের জন্য নিজেই ওষুধ লিখে দিচ্ছেন মনিরুজ্জামান।
১ ঘণ্টা আগে
কেন্দ্রীয় বিএনপির দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
১ ঘণ্টা আগে