Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে ৬ পেঁয়াজ বিক্রেতার জেল-জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ২০: ৩৫
ঠাকুরগাঁওয়ে ৬ পেঁয়াজ বিক্রেতার জেল-জরিমানা

ঠাকুরগাঁওয়ে পেঁয়াজের বাজারে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা এবং দুজন ব্যবসায়ীকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে শহরের সব চেয়ে বড় গোবিন্দনগর আড়তে অভিযান চালানো হয়। এ সময় অধিক মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে আড়তের পাইকারি ব্যবসায়ী মো. নুর জামাল ও মো. মামুনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

অন্যদিকে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি ও ক্রয়-বিক্রয়ের রসিদ না থাকায় শহরের কালীবাড়ি বাজারে ব্যবসায়ী মো. পারভেজ, মোশারুল ইসলাম, বাপ্পা ও আবদুল হামিদকে চার হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ‘অস্বাভাবিক মূল্যে পেঁয়াজ বিক্রির অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে। জনস্বার্থে এই অভিযান চলবে।’

এদিকে জেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, আজ সকাল থেকে কেজিপ্রতি ৪০-৫০ টাকা বেড়ে পেঁয়াজের দাম গিয়ে ঠেকেছে প্রায় দ্বিগুণ দামে। খুচরায় গত রাতে ১২০-১৩০ টাকায়ও মিললেও সকাল গড়াতেই তা বেড়ে দাঁড়িয়েছে ২২০-২৩০ টাকা। আর ১০২-১০৩ টাকা কেজি দরের ভারতীয় পেঁয়াজ কিনতে ক্রেতাদের এখন গুনতে হচ্ছে ২০০ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত