প্রতিনিধি

ঘাটাইল (টাঙ্গাইল): করোনাকালীন সময়ে ঘাটাইলের সদরে বেশ জনপ্রিয় ওয়ে ওঠেছে ছাদকৃষি। বাসার ছাদ বাগানগুলো বাহারি শাক, সবজি ও ফলমূল দিয়ে ভরে ওঠেছে। লকডাউনের সময় নাগরিকদের কাজের ক্ষেত্র হয়ে ওঠেছে এই ছাদকৃষি। এর ফলে অনেক পরিবারের বাজার নির্ভরতা উল্লেখযোগ্য হারে কমেছে।
উপজেলা রিসোর্স সেন্টারের ইস্ট্রাক্টর রাজিয়া সুলতানার সাথে কথা হলে তিনি বলেন, গতবছর মার্চ মাসে যখন দেশ লকডাউনে চলে গেলো তখন খুব হতাশ হয়ে পড়েছিলাম। বদ্ধ ঘরে সময় কাটছিল না। ফেসবুকের কল্যাণে ছাদকৃষির কথা আমাদের জানা ছিল। সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করলাম। স্থানীয় একটি কীটনাশক দোকান আমাদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করায় কাজটি সহজ হয়েছে।
রাজিয়া সুলতানা আরও জানান, বাগানে ১৫ ধরনের শাক-সবজির আবাদ করছেন তিনি। এগুলো হলো পুঁই, কলমি, শশা, কুমড়া, পুদিনা, ডাঁটা, বেগুণ, পটল, বরবটি, পেঁপে, করলা, পেঁয়াজ, রসুল, লাউ, পাট। এছাড়া আছে বেশকিছু ধরনের মরিচ গাছ। গত একবছর বাজার থেকে কোনো মরিচ কিনেন নি বলেও জানান তিনি। এছাড়া সবজির পুরোটাই তার বাগানেই হয়।
সরকারি মাধ্যবিক বিদ্যালয়ের শিক্ষক সৈয়দা আতিয়া সুলতানা বলেন, গৃহবন্দীত্বের সময়টা ছাদকৃষি করে কাটাচ্ছি। সময়টা যেমন দারুণ কাটছে। বাগানে প্রায় ১৪ প্রকারের শাক-সবজি হচ্ছে। ফলে পরিবারের সবজির চাহিদা পূরণ করতে পারছি।
ছাদকৃষির অন্যতম উদ্যোক্তা মওলানা সুপারমার্কেটের মালিক শরিফুল ইসলাম জানান, তার ছাদে কমপক্ষে ১৫ ধরনের শাক-সবজি ও ফলের আবাদ হচ্ছে। প্রতিদিনই তিনি সবজি ও ফল খেতে পারছেন। এতে বিপুল পরিমাণ অর্থের সাশ্রয় হচ্ছে। তিনি বাগানে জৈব সার ব্যবহার করেন।
ছাদকৃষি নিয়ে স্থানীয় উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপের গ্রুপের অ্যাডমিন শরিফুল ইসলাম বলেন, সেই গ্রুপে ৭০ জন সদস্য আছেন। সেখানে তারা প্রতিদিনই নিজেদের মধ্যে প্রয়োজনীয় আলাপ করেন। কারো বাগানে পোকা ধরলে কী করবেন তা শেয়ার করেন। কেউ নতুন জাতের কোনো সবজি বা ফলগাছ লাগালে পেইজে শেয়ার করেন। এতে অন্যেরা অনুপ্রাণিত হয় বলেও মন্তব্য করেন তিনি।
রূপালি ব্যাংকের ঘাটাইল শাখা ব্যবস্থাপক মামুন সিরাজী বলেন, ছাদকৃষি করার জন্য তার ব্যাংক প্রণোদনা ঋণ দিচ্ছে। যেকোনো উদ্যোক্তা অত্যন্ত কম সুদে ব্যাংক ঋণ নিয়েও ছাদকৃষি করতে পারেন।
ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, ছাদকৃষি একটা দারুণ আইডিয়া। এর মাধ্যমে পারিবারিক শাক-সবজির চাহিদা যেমন মিটছে, তেমনি বাজারের উপর শহরের মানুষের নির্ভরতা অনেকটা কমছে। কোনো নাগরিক কৃষক যদি সহযোগিতা চান তবে আমার দপ্তর পূর্ণ সহযোগিতা দিবেন বলেও জানান তিনি।

ঘাটাইল (টাঙ্গাইল): করোনাকালীন সময়ে ঘাটাইলের সদরে বেশ জনপ্রিয় ওয়ে ওঠেছে ছাদকৃষি। বাসার ছাদ বাগানগুলো বাহারি শাক, সবজি ও ফলমূল দিয়ে ভরে ওঠেছে। লকডাউনের সময় নাগরিকদের কাজের ক্ষেত্র হয়ে ওঠেছে এই ছাদকৃষি। এর ফলে অনেক পরিবারের বাজার নির্ভরতা উল্লেখযোগ্য হারে কমেছে।
উপজেলা রিসোর্স সেন্টারের ইস্ট্রাক্টর রাজিয়া সুলতানার সাথে কথা হলে তিনি বলেন, গতবছর মার্চ মাসে যখন দেশ লকডাউনে চলে গেলো তখন খুব হতাশ হয়ে পড়েছিলাম। বদ্ধ ঘরে সময় কাটছিল না। ফেসবুকের কল্যাণে ছাদকৃষির কথা আমাদের জানা ছিল। সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করলাম। স্থানীয় একটি কীটনাশক দোকান আমাদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করায় কাজটি সহজ হয়েছে।
রাজিয়া সুলতানা আরও জানান, বাগানে ১৫ ধরনের শাক-সবজির আবাদ করছেন তিনি। এগুলো হলো পুঁই, কলমি, শশা, কুমড়া, পুদিনা, ডাঁটা, বেগুণ, পটল, বরবটি, পেঁপে, করলা, পেঁয়াজ, রসুল, লাউ, পাট। এছাড়া আছে বেশকিছু ধরনের মরিচ গাছ। গত একবছর বাজার থেকে কোনো মরিচ কিনেন নি বলেও জানান তিনি। এছাড়া সবজির পুরোটাই তার বাগানেই হয়।
সরকারি মাধ্যবিক বিদ্যালয়ের শিক্ষক সৈয়দা আতিয়া সুলতানা বলেন, গৃহবন্দীত্বের সময়টা ছাদকৃষি করে কাটাচ্ছি। সময়টা যেমন দারুণ কাটছে। বাগানে প্রায় ১৪ প্রকারের শাক-সবজি হচ্ছে। ফলে পরিবারের সবজির চাহিদা পূরণ করতে পারছি।
ছাদকৃষির অন্যতম উদ্যোক্তা মওলানা সুপারমার্কেটের মালিক শরিফুল ইসলাম জানান, তার ছাদে কমপক্ষে ১৫ ধরনের শাক-সবজি ও ফলের আবাদ হচ্ছে। প্রতিদিনই তিনি সবজি ও ফল খেতে পারছেন। এতে বিপুল পরিমাণ অর্থের সাশ্রয় হচ্ছে। তিনি বাগানে জৈব সার ব্যবহার করেন।
ছাদকৃষি নিয়ে স্থানীয় উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপের গ্রুপের অ্যাডমিন শরিফুল ইসলাম বলেন, সেই গ্রুপে ৭০ জন সদস্য আছেন। সেখানে তারা প্রতিদিনই নিজেদের মধ্যে প্রয়োজনীয় আলাপ করেন। কারো বাগানে পোকা ধরলে কী করবেন তা শেয়ার করেন। কেউ নতুন জাতের কোনো সবজি বা ফলগাছ লাগালে পেইজে শেয়ার করেন। এতে অন্যেরা অনুপ্রাণিত হয় বলেও মন্তব্য করেন তিনি।
রূপালি ব্যাংকের ঘাটাইল শাখা ব্যবস্থাপক মামুন সিরাজী বলেন, ছাদকৃষি করার জন্য তার ব্যাংক প্রণোদনা ঋণ দিচ্ছে। যেকোনো উদ্যোক্তা অত্যন্ত কম সুদে ব্যাংক ঋণ নিয়েও ছাদকৃষি করতে পারেন।
ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, ছাদকৃষি একটা দারুণ আইডিয়া। এর মাধ্যমে পারিবারিক শাক-সবজির চাহিদা যেমন মিটছে, তেমনি বাজারের উপর শহরের মানুষের নির্ভরতা অনেকটা কমছে। কোনো নাগরিক কৃষক যদি সহযোগিতা চান তবে আমার দপ্তর পূর্ণ সহযোগিতা দিবেন বলেও জানান তিনি।

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৪ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে