গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বিনা অনুমতিতে দেড় বছর ধরে অনুপস্থিত টাঙ্গাইলের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখলাল দাস। এতে বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে।
জানা গেছে, গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ২৫০ জন আর শিক্ষক মাত্র পাঁচজন। এর মধ্যে স্কুলের প্রধান শিক্ষক সুখলাল দাস দীর্ঘ দেড় বছর ধরে বিনা অনুমতিতে আমেরিকায় অবস্থান করায় শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে। এর আগেও তিনি ছুটি নিয়ে আমেরিকায় গিয়েছিলেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা তালুকদার জানান, প্রধান শিক্ষক সুখলাল দাস ২০২১ সালের জানুয়ারি মাসে আমেরিকা যান। এরপর থেকেই তিনি অনুপস্থিত। ফলে স্কুলে শিক্ষক সংকট চলছে। পড়াশোনা ও প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে।
গোপালপুর উপজেলা শিক্ষা অফিসার মফিজুর রহমান জানান, সুখলাল দাস ২০২০ সালের ডিসেম্বরে অক্ষমতাজনিত কারণে অবসর গ্রহণের আবেদন জানান। কিন্তু মেডিকেল বিষয়ক কোনো কাগজ না থাকায় তাঁর আবেদন মঞ্জুর হয়নি। এরপর সবার অজান্তে তিনি আমেরিকায় পাড়ি জমান। এখন স্কুলের পড়ালেখা ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে অনুরোধ জানানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে।
আমেরিকা প্রবাসী সুখলাল দাসের সঙ্গে যোগাযোগ করা হলে গত বৃহস্পতিবার মোবাইল ফোনে তিনি জানান, সপরিবারে তিনি আমেরিকায় আছেন। এখানে এসেই তিনি অসুস্থ হন। তার স্ত্রীও অনেক অসুস্থ। তারা দুজনেই চিকিৎসা নিচ্ছেন। তাছাড়া শারীরিক অক্ষমতাজনিত কারণ দেখিয়ে অবসর গ্রহণের আবেদন জানিয়ে তিনি আমেরিকা আসেন। কিন্তু কর্তৃপক্ষ আবেদন মঞ্জুর না করে তার বিরুদ্ধে এখন বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে বলে শুনেছেন। এটি অবিচার বলে দাবি করেন তিনি।

বিনা অনুমতিতে দেড় বছর ধরে অনুপস্থিত টাঙ্গাইলের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখলাল দাস। এতে বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে।
জানা গেছে, গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ২৫০ জন আর শিক্ষক মাত্র পাঁচজন। এর মধ্যে স্কুলের প্রধান শিক্ষক সুখলাল দাস দীর্ঘ দেড় বছর ধরে বিনা অনুমতিতে আমেরিকায় অবস্থান করায় শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে। এর আগেও তিনি ছুটি নিয়ে আমেরিকায় গিয়েছিলেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা তালুকদার জানান, প্রধান শিক্ষক সুখলাল দাস ২০২১ সালের জানুয়ারি মাসে আমেরিকা যান। এরপর থেকেই তিনি অনুপস্থিত। ফলে স্কুলে শিক্ষক সংকট চলছে। পড়াশোনা ও প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে।
গোপালপুর উপজেলা শিক্ষা অফিসার মফিজুর রহমান জানান, সুখলাল দাস ২০২০ সালের ডিসেম্বরে অক্ষমতাজনিত কারণে অবসর গ্রহণের আবেদন জানান। কিন্তু মেডিকেল বিষয়ক কোনো কাগজ না থাকায় তাঁর আবেদন মঞ্জুর হয়নি। এরপর সবার অজান্তে তিনি আমেরিকায় পাড়ি জমান। এখন স্কুলের পড়ালেখা ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে অনুরোধ জানানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে।
আমেরিকা প্রবাসী সুখলাল দাসের সঙ্গে যোগাযোগ করা হলে গত বৃহস্পতিবার মোবাইল ফোনে তিনি জানান, সপরিবারে তিনি আমেরিকায় আছেন। এখানে এসেই তিনি অসুস্থ হন। তার স্ত্রীও অনেক অসুস্থ। তারা দুজনেই চিকিৎসা নিচ্ছেন। তাছাড়া শারীরিক অক্ষমতাজনিত কারণ দেখিয়ে অবসর গ্রহণের আবেদন জানিয়ে তিনি আমেরিকা আসেন। কিন্তু কর্তৃপক্ষ আবেদন মঞ্জুর না করে তার বিরুদ্ধে এখন বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে বলে শুনেছেন। এটি অবিচার বলে দাবি করেন তিনি।

রাজধানীর তেজগাঁওয়ের কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে স্টার কাবাবের পাশের গলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে পালানো তিনজনকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। তাঁদের পরিচয় নিশ্চিত করতে একাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা...
২৯ মিনিট আগে
বগুড়ার শাজাহানপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের আশেকপুর ইউনিয়নের কৃষি কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার নির্দেশদাতা ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
২ ঘণ্টা আগে
শীতে মৌলভীবাজারে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রীমঙ্গলে আজ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার এই জেলায় বেশি শীত পড়েছে। দিন কিংবা রাতে ঘন কুয়াশায় ঢাকা থাকে এই অঞ্চল। কিছুদিন ধরে বেশির ভাগ সময় কুয়াশার আড়ালে সূর্যের দেখা মেলে না।
২ ঘণ্টা আগে