টাঙ্গাইল প্রতিনিধি

শীতের তীব্রতা বাড়ায় টাঙ্গাইলের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জেলার ১২টি উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান দুদিনের জন্য বন্ধ ঘোষণা করেন।
জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন জানিয়েছেন, কয়েক দিন ধরে টাঙ্গাইলের তাপমাত্রা কমছে। আজ সোমবার সকাল ৯টায় টাঙ্গাইলের তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছরের মধ্যে সর্বনিম্ন।
স্থানীয় বাসিন্দা হারুন হোসেন জানান, হাড়কাঁপানো শীতে ঘর থেকে বের হওয়াই দায় হয়ে পড়েছে। কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েই চলছে।
অভিভাবক শামসুন নাহার বলেন, ‘ভোরে কুয়াশার মধ্যেই মেয়েকে বিদ্যালয়ে পৌঁছে দিতে হয়। একাধিক গরম কাপড় পরানোর পরও ঠান্ডায় কাবু হয়ে যাচ্ছে সন্তানেরা।’
এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে ঠান্ডাজনিত রোগে কানাই বাদ্যকর ও বলাই বাদ্যকর নামে ৫ মাস বয়সী যমজ শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুরে ওই দুই শিশুর মৃত্যু হয় বলে জানা গেছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজগুলো আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার বন্ধ ঘোষণা করেন। যদি পরিস্থিতির আরও অবনতি হয়, তাহলে বন্ধের সময়সীমা বাড়ানো হবে।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা প্রশাসক জানান, টাঙ্গাইলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ায় শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজগুলো সোম ও মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শীত নিবারণের জন্য গরিব ও অসহায় মানুষের মাঝে প্রায় ৮০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। যদি আবহাওয়া পরিস্থিতির উন্নতি হয়, তাহলে বুধবার থেকে বিদ্যালয় খোলা হবে। অন্যথায় বন্ধের সময়সীমা আরও বাড়তে পারে।

শীতের তীব্রতা বাড়ায় টাঙ্গাইলের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জেলার ১২টি উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান দুদিনের জন্য বন্ধ ঘোষণা করেন।
জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন জানিয়েছেন, কয়েক দিন ধরে টাঙ্গাইলের তাপমাত্রা কমছে। আজ সোমবার সকাল ৯টায় টাঙ্গাইলের তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছরের মধ্যে সর্বনিম্ন।
স্থানীয় বাসিন্দা হারুন হোসেন জানান, হাড়কাঁপানো শীতে ঘর থেকে বের হওয়াই দায় হয়ে পড়েছে। কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েই চলছে।
অভিভাবক শামসুন নাহার বলেন, ‘ভোরে কুয়াশার মধ্যেই মেয়েকে বিদ্যালয়ে পৌঁছে দিতে হয়। একাধিক গরম কাপড় পরানোর পরও ঠান্ডায় কাবু হয়ে যাচ্ছে সন্তানেরা।’
এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে ঠান্ডাজনিত রোগে কানাই বাদ্যকর ও বলাই বাদ্যকর নামে ৫ মাস বয়সী যমজ শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুরে ওই দুই শিশুর মৃত্যু হয় বলে জানা গেছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজগুলো আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার বন্ধ ঘোষণা করেন। যদি পরিস্থিতির আরও অবনতি হয়, তাহলে বন্ধের সময়সীমা বাড়ানো হবে।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা প্রশাসক জানান, টাঙ্গাইলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ায় শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজগুলো সোম ও মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শীত নিবারণের জন্য গরিব ও অসহায় মানুষের মাঝে প্রায় ৮০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। যদি আবহাওয়া পরিস্থিতির উন্নতি হয়, তাহলে বুধবার থেকে বিদ্যালয় খোলা হবে। অন্যথায় বন্ধের সময়সীমা আরও বাড়তে পারে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৪ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে