ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ঈদের ছুটি শেষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে ঢাকায় ফিরতে মানুষের ঢল নেমেছে। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত যমুনা সেতুর ওপর ১৫টি গাড়ি বিকল হয়ে পড়ে। এতে সেতুর দুই প্রান্তে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।
সরেজমিনে দেখা যায়, যানজটের কারণে শনিবার বেলা সাড়ে ৩টা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন বন্ধ করে সেতুর দুই প্রান্ত দিয়ে ঢাকাগামী যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয়।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থেকে। ওই রাতে যমুনা সেতুর ওপর সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত গাড়ি রেকার দিয়ে সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। ওই রাতে একে একে বেশ কয়েকটি গাড়ি বিকল হতে থাকে। সেগুলো ঠিক করতে ও সারিয়ে নিতে সময় লাগে। এ সময় উভয় পাশে টোল আদায় বন্ধ রাখা হয়।
এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল রাতে বলেন, ‘এখনো সেতুর ওপর একটি গাড়ি বিকল হয়ে রয়েছে। সব মিলিয়ে শুক্রবার রাত থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৫ টির বেশি গাড়ি বিকল হয়েছে। বিশেষ করে লক্কড়-ঝক্কড় গাড়ি বিকল হচ্ছে। এ ছাড়া ভালো গাড়িও বিকল হচ্ছে।’
আহসানুল কবীর আরও বলেন, ‘শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনার পর থেকে ১ ঘণ্টা পরপর সেতুর ওপর গাড়ি বিকল হচ্ছে। ফলে গাড়িগুলো রানিং করা যাচ্ছে না। মহাসড়কে প্রচুর যানবাহন রয়েছে। আশা করছি, শিগগির যানবাহন চলাচল স্বাভাবিক হবে।’

ঈদের ছুটি শেষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে ঢাকায় ফিরতে মানুষের ঢল নেমেছে। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত যমুনা সেতুর ওপর ১৫টি গাড়ি বিকল হয়ে পড়ে। এতে সেতুর দুই প্রান্তে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।
সরেজমিনে দেখা যায়, যানজটের কারণে শনিবার বেলা সাড়ে ৩টা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন বন্ধ করে সেতুর দুই প্রান্ত দিয়ে ঢাকাগামী যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয়।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থেকে। ওই রাতে যমুনা সেতুর ওপর সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত গাড়ি রেকার দিয়ে সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। ওই রাতে একে একে বেশ কয়েকটি গাড়ি বিকল হতে থাকে। সেগুলো ঠিক করতে ও সারিয়ে নিতে সময় লাগে। এ সময় উভয় পাশে টোল আদায় বন্ধ রাখা হয়।
এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল রাতে বলেন, ‘এখনো সেতুর ওপর একটি গাড়ি বিকল হয়ে রয়েছে। সব মিলিয়ে শুক্রবার রাত থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৫ টির বেশি গাড়ি বিকল হয়েছে। বিশেষ করে লক্কড়-ঝক্কড় গাড়ি বিকল হচ্ছে। এ ছাড়া ভালো গাড়িও বিকল হচ্ছে।’
আহসানুল কবীর আরও বলেন, ‘শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনার পর থেকে ১ ঘণ্টা পরপর সেতুর ওপর গাড়ি বিকল হচ্ছে। ফলে গাড়িগুলো রানিং করা যাচ্ছে না। মহাসড়কে প্রচুর যানবাহন রয়েছে। আশা করছি, শিগগির যানবাহন চলাচল স্বাভাবিক হবে।’

খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১০ মিনিট আগে
ফাওজুল কবির খান বলেন, আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
১৩ মিনিট আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
২৪ মিনিট আগে
অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
৩২ মিনিট আগে