প্রতিনিধি, সখীপুর, টাঙ্গাইল

দুটি ছানা প্রসব করার পরপরই মারা যায় মা বিড়ালটি। অযত্নে ও না খেয়ে মারা যায় একটি ছানা। অন্যটি কোনোরকম বেঁচে ছিল। এই দেখে মাতৃত্ব জেগে ওঠে এক কুকুরের। কুকুরের দুধ খেয়ে মাতৃস্নেহে বড় হচ্ছে সেই বিড়াল ছানা।
এমন ঘটনা ঘটেছে টাঙ্গাইল জেলার সখীপুরে কাকড়াজান ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। ঘটনাটি স্বচক্ষে দেখতে প্রতিদিন ভিড় করছে বিভিন্ন এলাকার মানুষ। স্থানীয় পল্লী চিকিৎসক আশিষ চন্দ্র বর্মনের বাড়িতে সব সময়ই লেগে থাকছে মানুষের সমাগম। এই বাড়িতেই থাকছে মা কুকুর ও বিড়াল ছানাটি।
খোঁজ নিয়ে জানা যায়, আশিষ চন্দ্র বর্মনের বাড়ির একটি মা বিড়াল দুটি ছানা প্রসব করার পর মারা যায়। এরপর অযত্ন অবহেলা ও দুধের অভাবে একটি ছানা মারা যায়। অন্য ছানাটি কোনো রকম বেঁচে থাকে। ধীরে ধীরে ছানাটির সঙ্গে সখ্য তৈরি হয় বাড়ির একটি মা কুকুরের। কুকুরটি বিড়াল ছানাটিকে মাতৃস্নেহে দুধ খাওয়ানো শুরু করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মা হারা বিড়াল ছানাকে একটি কুকুর দুধ খাওয়াচ্ছে। ছানাটিকে মমতা দিয়ে আঁকড়ে ধরে রেখেছে কুকুরটি।
আশিষ চন্দ্র বলেন, ‘মমতাময়ী কুকুরটা অনেক দিন যাবৎ এভাবেই বিড়াল ছানাটাকে বুকের দুধ দিয়ে আসছে। এতে ধীরে ধীরে বেড়ে উঠছে বিড়াল ছানাটি।
স্থানীয়দের কাছে এ এক আশ্চর্য ঘটনা! ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি প্রথমে বিশ্বাসই হয়নি। পরে আমি নিজে ওই বাড়িতে গিয়ে দেখেছি। ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, ‘কুকুর–বিড়ালের মধুর সম্পর্কের এমন ঘটনা বিরল। এ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল জলিল আজকের পত্রিকাকে বলেন, বিড়াল ও কুকুরের মধ্যে সব সময় ঝগড়াটে সম্পর্ক থাকে। সেক্ষেত্রে এই ঘটনাটি তার ব্যতিক্রম। কুকুর ওই বিড়াল ছানাটিকে যেভাবে মাতৃস্নেহ দিয়ে দুধ খাওয়াচ্ছে, তা সত্যিই অবাক করার বিষয়।

দুটি ছানা প্রসব করার পরপরই মারা যায় মা বিড়ালটি। অযত্নে ও না খেয়ে মারা যায় একটি ছানা। অন্যটি কোনোরকম বেঁচে ছিল। এই দেখে মাতৃত্ব জেগে ওঠে এক কুকুরের। কুকুরের দুধ খেয়ে মাতৃস্নেহে বড় হচ্ছে সেই বিড়াল ছানা।
এমন ঘটনা ঘটেছে টাঙ্গাইল জেলার সখীপুরে কাকড়াজান ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। ঘটনাটি স্বচক্ষে দেখতে প্রতিদিন ভিড় করছে বিভিন্ন এলাকার মানুষ। স্থানীয় পল্লী চিকিৎসক আশিষ চন্দ্র বর্মনের বাড়িতে সব সময়ই লেগে থাকছে মানুষের সমাগম। এই বাড়িতেই থাকছে মা কুকুর ও বিড়াল ছানাটি।
খোঁজ নিয়ে জানা যায়, আশিষ চন্দ্র বর্মনের বাড়ির একটি মা বিড়াল দুটি ছানা প্রসব করার পর মারা যায়। এরপর অযত্ন অবহেলা ও দুধের অভাবে একটি ছানা মারা যায়। অন্য ছানাটি কোনো রকম বেঁচে থাকে। ধীরে ধীরে ছানাটির সঙ্গে সখ্য তৈরি হয় বাড়ির একটি মা কুকুরের। কুকুরটি বিড়াল ছানাটিকে মাতৃস্নেহে দুধ খাওয়ানো শুরু করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মা হারা বিড়াল ছানাকে একটি কুকুর দুধ খাওয়াচ্ছে। ছানাটিকে মমতা দিয়ে আঁকড়ে ধরে রেখেছে কুকুরটি।
আশিষ চন্দ্র বলেন, ‘মমতাময়ী কুকুরটা অনেক দিন যাবৎ এভাবেই বিড়াল ছানাটাকে বুকের দুধ দিয়ে আসছে। এতে ধীরে ধীরে বেড়ে উঠছে বিড়াল ছানাটি।
স্থানীয়দের কাছে এ এক আশ্চর্য ঘটনা! ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি প্রথমে বিশ্বাসই হয়নি। পরে আমি নিজে ওই বাড়িতে গিয়ে দেখেছি। ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, ‘কুকুর–বিড়ালের মধুর সম্পর্কের এমন ঘটনা বিরল। এ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল জলিল আজকের পত্রিকাকে বলেন, বিড়াল ও কুকুরের মধ্যে সব সময় ঝগড়াটে সম্পর্ক থাকে। সেক্ষেত্রে এই ঘটনাটি তার ব্যতিক্রম। কুকুর ওই বিড়াল ছানাটিকে যেভাবে মাতৃস্নেহ দিয়ে দুধ খাওয়াচ্ছে, তা সত্যিই অবাক করার বিষয়।

রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
৪২ মিনিট আগে
মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন আরও দুজন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে