টাঙ্গাইল প্রতিনিধি

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘আইএমএফের নিয়ম অনুযায়ী আমাদের তিন মাসের আমদানির পরিমাণ রিজার্ভ থাকলেই যথেষ্ট। কিন্তু আমাদের এখনো সাড়ে চার মাসের রিজার্ভ আছে।’
আজ শনিবার বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক চাপ মানে আমরা বলতে চাচ্ছি, আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছেন, তাঁরা যদি বেশি করে রেমিট্যান্স পাঠান, আমাদের রপ্তানি আয়টা যদি আরেকটু বাড়ে, তাহলে আমরা আস্তে আস্তে চাপ থেকে মুক্ত হতে পারব। সবচেয়ে বড় কথা বিদেশি বিনিয়োগ প্রয়োজন। আমাদের যে আমদানি–রপ্তানির গ্যাপ রয়েছে, এই গ্যাপ ফুলফিল করার জন্য আমাদের বিদেশি সরাসরি বিনিয়োগ দরকার। আমরা অনেক দেশ থেকে প্রতিশ্রুতি পেয়েছি। ওই বিনিয়োগগুলো চলে আসলে আমরা অনেকটা চাপমুক্ত ভাবে আগের মতো করে আমদানি–রপ্তানি করতে পারব।’
আহসানুল ইসলাম টিটু আরও বলেন, ‘২০২৬ সালে আমরা এলডিসি থেকে ডেভলপমেন্ট কান্ট্রিতে উন্নীত হব। আমাদের এলডিসি হিসেবে যে সুযোগ-সুবিধা ছিল, তা আগামী ২৬ সালে বন্ধ হয়ে যাবে। তাই আমাদের বাজার সম্প্রসারণের জন্য কাজ করতে হবে। আমরা উদ্যোগ নিয়েছি জাপান, চায়না, করিয়ার, আবুধাবি, থাইল্যান্ডসহ উন্নত রাষ্ট্রের সঙ্গে মার্কেট এক্সেসের জন্য। বর্তমানে আমাদের রিজার্ভ একটু কমে গেছে। তাই রিজার্ভের ওপর চাপ কমানোর জন্য ট্রেড ফিন্যান্সিংয়ের চেষ্টা করছি। যাতে আমদানি–রপ্তানি সহজীকরণ করা যায়। যাতে রিজার্ভের ওপর চাপ না পড়ে, সে জন্য আমরা চায়না ও ইন্ডিয়া থেকে ট্রেড ফ্যাসেলিটির চেষ্টা করছি। কীভাবে চায়না ও ইন্ডিয়া থেকে রম্যাটেরিয়াল আমদানি করা সহজ হয়।’
প্রতিমন্ত্রী আলুর দাম বৃদ্ধির বিষয়ে বলেন, বিশ্বের ৯৩টি দেশের মধ্যে বাংলাদেশে আলুর দাম কম। এ ছাড়া আসন্ন ঈদে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাজার মনিটরিং করা হচ্ছে।
এর আগে বেলুন উড়িয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিকের উদ্যোগে মেলার উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখে বাণিজ্য প্রতিমন্ত্রী। এ সময় সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
পরে উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।
উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, আঞ্চলিক কার্যালয় বিসিক পরিচালক ও উপসচিব ড. মো. আলমগীর হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী প্রমুখ।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘আইএমএফের নিয়ম অনুযায়ী আমাদের তিন মাসের আমদানির পরিমাণ রিজার্ভ থাকলেই যথেষ্ট। কিন্তু আমাদের এখনো সাড়ে চার মাসের রিজার্ভ আছে।’
আজ শনিবার বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক চাপ মানে আমরা বলতে চাচ্ছি, আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছেন, তাঁরা যদি বেশি করে রেমিট্যান্স পাঠান, আমাদের রপ্তানি আয়টা যদি আরেকটু বাড়ে, তাহলে আমরা আস্তে আস্তে চাপ থেকে মুক্ত হতে পারব। সবচেয়ে বড় কথা বিদেশি বিনিয়োগ প্রয়োজন। আমাদের যে আমদানি–রপ্তানির গ্যাপ রয়েছে, এই গ্যাপ ফুলফিল করার জন্য আমাদের বিদেশি সরাসরি বিনিয়োগ দরকার। আমরা অনেক দেশ থেকে প্রতিশ্রুতি পেয়েছি। ওই বিনিয়োগগুলো চলে আসলে আমরা অনেকটা চাপমুক্ত ভাবে আগের মতো করে আমদানি–রপ্তানি করতে পারব।’
আহসানুল ইসলাম টিটু আরও বলেন, ‘২০২৬ সালে আমরা এলডিসি থেকে ডেভলপমেন্ট কান্ট্রিতে উন্নীত হব। আমাদের এলডিসি হিসেবে যে সুযোগ-সুবিধা ছিল, তা আগামী ২৬ সালে বন্ধ হয়ে যাবে। তাই আমাদের বাজার সম্প্রসারণের জন্য কাজ করতে হবে। আমরা উদ্যোগ নিয়েছি জাপান, চায়না, করিয়ার, আবুধাবি, থাইল্যান্ডসহ উন্নত রাষ্ট্রের সঙ্গে মার্কেট এক্সেসের জন্য। বর্তমানে আমাদের রিজার্ভ একটু কমে গেছে। তাই রিজার্ভের ওপর চাপ কমানোর জন্য ট্রেড ফিন্যান্সিংয়ের চেষ্টা করছি। যাতে আমদানি–রপ্তানি সহজীকরণ করা যায়। যাতে রিজার্ভের ওপর চাপ না পড়ে, সে জন্য আমরা চায়না ও ইন্ডিয়া থেকে ট্রেড ফ্যাসেলিটির চেষ্টা করছি। কীভাবে চায়না ও ইন্ডিয়া থেকে রম্যাটেরিয়াল আমদানি করা সহজ হয়।’
প্রতিমন্ত্রী আলুর দাম বৃদ্ধির বিষয়ে বলেন, বিশ্বের ৯৩টি দেশের মধ্যে বাংলাদেশে আলুর দাম কম। এ ছাড়া আসন্ন ঈদে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাজার মনিটরিং করা হচ্ছে।
এর আগে বেলুন উড়িয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিকের উদ্যোগে মেলার উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখে বাণিজ্য প্রতিমন্ত্রী। এ সময় সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
পরে উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।
উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, আঞ্চলিক কার্যালয় বিসিক পরিচালক ও উপসচিব ড. মো. আলমগীর হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী প্রমুখ।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সায়েন্স ল্যাব মোড় ও মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধ করেন সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। এতে মিরপুর সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
৩৫ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আচরণবিধি মেনে ২০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
২ ঘণ্টা আগে
খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার কাস্টম গলির একটি পরিত্যক্ত বাড়ির পাশের গাছ থেকে মরিয়ম (৪০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
২ ঘণ্টা আগে